• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo

ভারত, ওমান ম্যাচ থেকে ছিটকে গেলেন সোহেল রানা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ জুন ২০২১, ২১:১০
ছবি- বাফুফে

দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না বাংলাদেশ ফুটবল দলের। এবার চোটে পড়ে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে খেলা হচ্ছে না মিডফিল্ডার সোহেল রানার।

বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে খেলা চলাকালীন বাম হাতে ব্যথা পান। ম্যাচ শেষে হাসপাতালে তার এক্স-রে ও এমআরআই করা হলে রিপোর্টে জানা যায় তার হাতে চিড় ধরা পড়েছে। ফলে “ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার ২০২২” ও “এএফসি এশিয়ান কাপ চায়না ২০২৩ (প্রিলিমিনারি জয়েন্ট রাউন্ড -২)” এর পরের দুই ম্যাচ ভারত ও ওমানের বিপক্ষে খেলতে পারবে না সোহেল রানা।

শুধু সোহেল রানা নন, চোটের কারণে চলতি মৌসুমে মাঠের বাইরেই কাটাতে হচ্ছে স্ট্রাইকার নাবিব নেওয়াজের। এছাড়াও একই কারণে ক্যাম্পে যোগ দেননি বিশ্বনাথ ঘোষ। কাতার সফরের আগে দল থেকে ছিটকে যান গোলকিপার আশরাফুল ইসলাম ও সাদ উদ্দিন।

আগামী ৭ জুন ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। তার আগে হেড কোচ জেমি ডে দলের আফগান ম্যাচের একাদশ নিয়ে কাতার সময় সকাল ১০টা হতে সকাল সাড়ে ১০টা পর্যন্ত সুইমিং সেশন সম্পন্ন করেছেন। এছাড়া একাদশের বাইরে থাকা খেলোয়াড়দের নিয়ে জিম সেশন সম্পন্ন করেন।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘এক-দুটি সিনেমায় কাজ করেই তারা ঠিকই সুযোগটি লুফে নিচ্ছে’
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে সোহেল রানা
ইলিয়াস কাঞ্চন নেতৃত্বাধীন কমিটি দুই বছরে পিকনিক ছাড়া কিছু করেনি : সোহেল রানা
X
Fresh