• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

জাপানীরা চায় না অলিম্পিক হোক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ মে ২০২১, ২১:৪১
ছবি- সংগৃহীত

করোনার প্রকোপ বেড়েই চলছে জাপানে। দৈনিক আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা বাড়ছে উদ্বেগজনক হারে। এমন অবস্থার ভেতর চলছে টোকিও অলিম্পিক আয়োজনের প্রস্তুতি।

গোটা বিশ্ব যেখানে করোনার কাছে দৈনিক হার মানছে সেখানে কীভাবে সবচেয়ে বড় বৈশ্বিক আসর আয়োজন সম্ভব এ নিয়ে প্রশ্ন তুলেছে খোদ জাপানীরাই।

তবে টোকিও অলিম্পিক আয়োজনের ব্যাপারে আশাবাদী জাপান সরকার। যদিও দেশটির ৮০ শতাংশ মানুষ তীব্র বিরোধিতা করছেন অলিম্পিক আয়োজনে।

অলিম্পিক আয়োজন বন্ধের দাবিতে এখন পর্যন্ত চার লাখের মতো ভোট পড়েছে অনলাইন ও অফ-লাইন ভোটিংয়ের মাধ্যমে।

টোকিওর সাবেক গভর্নর পদপ্রার্থী ও আইনজীবী কেনজি আটসোনোমিয়া ভোট দিয়েছেন অলিম্পিক বন্ধের জন্য।

এ নিয়ে কেনজি বলেছেন, ‘‘প্রায় চার লাখ ভোট পড়েছে অলিম্পিক বন্ধের দাবিতে। আমিও তাদের সঙ্গে একমত। আমিও ভোট দিয়েছি।’’

দেশটির একটি জাতীয় দৈনিকের দেয়া তথ্যমতে ৪৩ শতাংশ মানুষের দাবি অলিম্পিক বন্ধ হোক। অন্যদিকে ৪০ শতাংশের দাবি আপাতত স্থগিতের তবে ১৪ শতাংশ মানুষ চায় আয়োজন হোক।

সূচি অনুযায়ী আগামী ২৩ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত টোকিও অলিম্পিক আয়োজন হওয়ার কথা।

এমআর/

আরটিভি’র সর্বশেষ নিউজ পেতে ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন...

https://www.facebook.com/rtvnews247

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh