Mir cement
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৩ মে ২০২১, ৩০ বৈশাখ ১৪২৮

করোনা নেগেটিভ হয়ে বাসায় ফিরেছেন আকরাম খান

আকরাম খান

গত ১০ এপ্রিল কোভিড পজিটিভ হন সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স আকরাম খান। এরপর থেকে রাজধানীর মহাখালী ডিওএইচসের বাসায় আইসোলেশনে ছিলেন তিনি।

চার দিন বাসায় আইসোলেশনে থাকার পর গত ১৫ এপ্রিল হাসপাতালে ভর্তি করানো হয়। এ সময় আকরাম খানের স্ত্রী সাবিনা আকরাম বলেন, ‘কয়েকদিন ধরে কাশির পরিমাণ বেড়ে যায় চিকিৎসক হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়েছেন।’

তবে রোববার, ১৮ এপ্রিল আট দিনের মাথায় কোভিড নেগেটিভ হয়েছেন আকরাম খান। তাই নিয়ে যাওয়া হয়েছে বাসায়।

রোববার রাতে আকরাম খান জানিয়েছেন, 'রিপোর্ট সব ভালো এসেছে। করোনা নেগেটিভ ফলাফল এসেছে। শরীর স্বাভাবিক আছে এখন। সবাই দোয়া করবেন আমার জন্য।'

এমআর/

RTV Drama
RTVPLUS