• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

দেশে ফিরতে পারেনি দক্ষিণ আফ্রিকা নারী দলের পাঁচ সদস্য

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ এপ্রিল ২০২১, ০৮:৫৬
ছবি- সংগৃহীত

বাংলাদেশের লকডাউন এড়াতে বাংলাদেশ নারী ইমার্জিং দলের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের এক ম্যাচ হাতে রেখেই দেশে ফিরতে হয়েছে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। ১৩ এপ্রিল সিলেটে পঞ্চম ও শেষ ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল দলটির।

তবে যাবার আগে ক্রিকেটাররা কোভিড পরীক্ষার জন্য নমুনা দিলে সেখানে পাঁচজনের পজিটিভ ফলাফল আসে। এমনটা নিশ্চিত করেছেন বিসিবির নারী উইং এর চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।

গতকাল সোমবার সিলেট থেকে ঢাকা ফেরার আগে ওসমানী মেডিকেলে কোভিড টেস্টের নমুনা জমা দেয় দলটি। মঙ্গলবার জানা গেল লিয়া জোনস, সিনালো জাফটা, বেনেতি, রবেইন সিয়ারলে এবং দলীয় ম্যানেজার মাতসিপি মারসিয়া লেটসালো কোভিড পজিটিভ।

পাঁচজন ছাড়া দলের বাকি ১৭ সদস্য এরই মধ্যে রওনা করেছে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে। তবে কোভিড পজিটিভ হওয়া ৫ জনকে রেখে যেতে হয়েছে রাজধানীর একটি হোটেলে আইসোলেশনে।

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh