Mir cement
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৩ মে ২০২১, ৩০ বৈশাখ ১৪২৮

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ এপ্রিল ২০২১, ১৮:৫০
আপডেট : ১২ এপ্রিল ২০২১, ১৮:৫৯

কলোম্বো পৌঁছে করোনা পরীক্ষা টাইগারদের

কলোম্বোয় করোনা পরীক্ষা টাইগারদের

শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলতে সোমবার দুপুরে ঢাকা ছাড়ে বাংলাদেশ দল। খেলোয়াড়, কোচ ও টিম ম্যানেজমেন্ট মিলে ৪১ সদস্যের দল নিরাপদেই কলোম্বো পৌঁছেছে বিকেলে।

টিম হোটেলে থাকতে হবে তিন দিনের কোয়ারেন্টিনে। তার আগে কলোম্বো পৌঁছে দিতে হয়েছে কোভিড টেস্টের নমুনা। আগামী তিন দিনে মোট দুইবার কোভিড টেস্ট হবে সবার।

এই দুই পরীক্ষায় কোভিড নেগেটিভ আসলে নামতে পারবে অনুশীলনে। আগামী ১৫ ও ১৬ এপ্রিল দুইদিন অনুশীলন শেষে ১৭-১৮ এপ্রিল নিজেদের মধ্যে রয়েছে একটি প্রস্তুতি ম্যাচ।

অনুশীলন ম্যাচ শেষেই চূড়ান্ত দল দেয়া হবে বলে জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

টেস্ট চ্যাম্পিয়নশিপের এই দুটি ম্যাচের প্রথমটি শুরু হবে ২১ এপ্রিল থেকে আর দ্বিতীয় ও শেষটি শুরু হবে ২৯ এপ্রিল থেকে। ৪ মে ঢাকা ফিরবে বাংলাদেশ দল।

বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, শুভগত হোম, সাদমান ইসলাম, আবু জায়েদ, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন, মেহেদী হাসান, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী, শহীদুল ইসলাম এবং নুরুল হাসান।

এমআর/

RTV Drama
RTVPLUS