স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ
পিছিয়ে থেকেও দুর্দান্ত জয় ইউনাইটেডের

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে ব্রাইটনের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
রোববার ওল্ড ট্রাফোর্ডে শুরুতেই পিছিয়ে পড়ে ম্যান ইউ। ১৩ মিনিটে ড্যানি ওয়েলবেকের গোলে এগিয়ে যায় ব্রাইটন। তবে শেষ পর্যন্ত এই লিড ধরে রাখতে পারেনি তারা।
ঘরের মাঠ ৬২ মিনিটে রেড ডেভিলসদের সমতায় ফেরান মার্কস রাশফোর্ড। অন্যদিকে ৮৩ মিনিটে ম্যাসন গ্রিনউডের নিশানাভাদে এগিয়ে যায় ওলে গানার সলশেয়ারের শিষ্যরা।
বাকি সময় আর গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।
এই জয়ে ৩০ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে ইউনাইডেট। আর এক ম্যাচ বেশি খেলা ম্যান সিটি ৭৪ পয়েন্ট নিয়ে রয়েছে এক নম্বরে।
ওয়াই