স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ
আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ০৯:৩৯
বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস
নারী ফুটবলে স্বর্ণ পেলো মাগুরা জেলা

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের নারী ফুটবলে স্বর্ণ পদক জিতেছে মাগুরা জেলা।
শনিবার (৪ এপ্রিল) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বসেছিল ফাইনাল। মাগুরা টাইব্রেকারে ৩-২ গোলে ব্রাহ্মণবাড়িয়াকে হারিয়ে স্বর্ণ জয় করে।
নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। শেষ পর্যন্ত পেনাল্টি শুট আউটে এগিয়ে গিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে মাগুরার মেয়েরা।
এদিকে আনসারকে ৮-১ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে রাজশাহী।
বাংলাদেশে গেমসের নারী ফুটবলে দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেয় সাত জেলার সঙ্গে আনসার ও ভিডিপি দল।
‘এ’ গ্রুপে ছিল ময়মনসিংহ, রাজশাহী, খুলনা এবং আনসার ও ভিডিপি। ‘বি’ গ্রুপে- মাগুরা, ফরিদপুর, ব্রাক্ষণবাড়িয়া এবং পঞ্চগড়।
ওয়াই