• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

কোহলির চেয়েও এগিয়ে বাবর আজম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ এপ্রিল ২০২১, ১০:৫৯
Babar Azam is ahead of Kohli
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম-ভারতের অধিনায়ক বিরাট কোহলি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় অবস্থানেও পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। শিগগিরই কোহলিকে ছাড়িয়ে একে উঠে যাবেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তবে নিজেও দারুণ এক রেকর্ড করে নিয়েছেন নিজের নামে, পেছনে ফেলেছেন কোহলিকে।

ক্যারিয়ারের শুরু থেকে পাকিস্তানের এই অধিনায়ক ধারাবাহিকতায় বজায় রেখেছেন। শেষ ২৬ ম্যাচে তিনি দুই অঙ্কে গেছেন সব ইনিংসে, ৪০ এর কমে আউট হয়েছেন ৮ বার। অর্ধশতক আছে সমান সংখ্যক আর সর্বশেষ ইনিংসসহ ১০০ করেছেন চারবার।

এক জায়গায় কোহলিকে ছাড়িয়ে গেছেন বাবর। সঙ্গে পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলাকেও। ৭৬তম ইনিংসে এসে ১৩তম ওয়ানডে শতক পেলেন বাবর। সমান সেঞ্চুরির জন্য আমলাকে খেলতে হয়েছিল ৮৩ ইনিংস। আর কোহলি খেলেছিলেন ৮৬টি।

এদিকে, পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনও অধিনায়ক টানা দুই ইনিংসে শত রান করেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৩ রানের ইনিংস এবং জিম্বাবুয়ের বিপক্ষে ১২৫ রান করেন।

বাবর যেভাবে এগিয়ে চলেছেন, তাতে পাকিস্তান কিংবদন্তির কীর্তিও আছে ভেঙে যাওয়ার শঙ্কা রয়েছে।

এমআই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে ইসরায়েলকে আইসিসির সতর্কবার্তা
বিশ্বকাপের আগে যাদের ওপর নজর বাংলাদেশের
আইসিসি থেকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা পেলেন ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার
সিলেটে পাওয়া যাবে আইসিসি অনুমোদিত বাংলা ব্যাট
X
Fresh