logo
  • ঢাকা সোমবার, ০৮ মার্চ ২০২১, ২৩ ফাল্গুন ১৪২৭

আইপিএলে সর্বোচ্চ দামের রেকর্ড ভেঙেছেন ক্রিস মরিস

্ক্রিস মরিস

দক্ষিণ আফ্রিকান অল-রাউন্ডার ক্রিস মরিসকে দলে পেতে একরকম যুদ্ধ করতে হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর। শেষ পর্যন্ত দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। মরিসকে নিতে রাজস্থানকে দিতে হয়েছে চড়া দাম। যা কী না আইপিএলের ইতিহাসে রেকর্ড গড়েছে।

এবারের আইপিএলের নিলামে ছিল বেশ কয়েকটি বড় নাম। নিলামের শুরুতেই এসব খেলোয়াড়দের নাম উঠে। যাদের মধ্যে অন্যতম ছিলেন ৭৫ লাখ রুপিতে প্রোটিয়া পেসার ক্রিস মরিস।

গত আসরের পর মরিসকে ছেড়ে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও মরিসকে ছাড়ার কারণ ছিল মরিসের চোট।

নিলামে মরিসের নাম উঠতেই শুরুতে মুম্বাই ইন্ডিয়ান্স দর হাঁকায়। এরপর রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংস ও রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

যদিও দামে টিকতে না পেরে একটা সময় পর মুম্বাই হাল ছেড়ে দেয়। একই কারণে সরে যায় ব্যাঙ্গালুরুও।

তবে লড়াই চালিয়ে যায় পাঞ্জাব ও রাজস্থান। শেষ পর্যন্ত আইপিএলের ইতিহাসে রেকর্ড ১৬ কোটি ২৫ লাখ রুপিতে ক্রিস মরিসকে কিনে নেয় রাজস্থান রয়্যালস।

এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন যুবরাজ সিং (১৬ কোটি ৫ লাখ)। এছাড়াও ১৫ কোটি ৫ লাখ ছিল প্যাট কামিন্সের।

এমআর/

RTV Drama
RTVPLUS