logo
  • ঢাকা শনিবার, ০৬ মার্চ ২০২১, ২১ ফাল্গুন ১৪২৭

লঙ্কা দ্বীপে যেসব রেকর্ড গড়লেন অ্যান্ডারসন

James Anderson, 30th five-wicket haul, Sri Lanka vs England, 2nd Test, Galle, 2nd day, January 2021, RTV ONLINE
জেমস অ্যান্ডারসন

সবচেয়ে বেশি বয়সে উপমহাদেশে টেস্ট ইনিংসে ৫ উইকেট নেয়া পেসারে পরিণত হলেন জেমস অ্যান্ডারসন। ৩৮ বছর বয়সী জিমি ভেঙে দেন রিচার্ড হ্যাডলির রেকর্ড। নিউজিল্যান্ডের কিংবদন্তি পেসার ৩৭ বছর বয়সে উপমহাদেশে টেস্ট ইনিংসে ৫ উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে গল টেস্টে প্রথম ইনিংসে ৪০ রানে ছয় উইকেট তোলার পর এই রেকর্ড গড়লেন অ্যান্ডারসন।

টেস্টে সবচেয়ে বেশি পাঁচ উইকেট পেসারদের মধ্যে সবার উপরে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন অ্যান্ডারসন মোট ৩০ বার তুলেছেন পাঁচ উইকেট। তৃতীয় স্থানে থাকা গ্লেন ম্যাকগ্রাকে টপকে গেছেন তিনি। অস্ট্রেলিয়ান কিংবদন্তির ২৯ বার এই মাইলফলক স্পর্শ করেছেন। অন্যদিকে ৩৬ বার পাঁচ উইকেট তুলে প্রথম স্থানে রয়েছে হ্যাডলি।

এদিকে চতুর্থ স্থানে রয়েছেন ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার ইয়ান বোথাম। ইংলিশ তারকা ২৭ বার তুলেছেন পাঁচ উইকেট। ২৬ ও ২৫ বার পাঁচ উইকেট তুলে যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠস্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ডেইল স্টেন ও পাকিস্তানের ওয়াসিম আকরাম।

এদিকে ষষ্ঠ বোলার হিসেবে টেস্টে ৩০ বার ইনিংসে ৫ বা তারও বেশি উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। মুত্তিয়া মুলরিধরন সবচেয়ে বেশি ৬৭ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। এছাড়া শেন ওয়ার্ন ৩৭, হ্যাডলি ৩৬, অনিল কুম্বলে ৩৫ বার এবং রঙ্গনা হেরথ ৩৪ বার ইনিংসে ৫ উইকেট দখল করেছেন।

ওয়াই

RTV Drama
RTVPLUS