ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ
১০ জানুয়ারি ২০২১, ১৭:৫৩
আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ১৮:০৫
আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ১৮:০৫
কঠিন অনুশীলন ‘উইন্ডিজ সিরিজে সমস্যা হবে না’

ছবি- বিসিবি

নাজমুল হোসেন শান্ত || ছবি- বিসিবি
এসবে অবশ্য মন নেই দলের তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর। তার মনোযোগ সিরিজ ঘিরে। আজ প্রথম দিনের অনুশীলন শেষে গণমাধ্যমকে জানিয়েছেন এই সিরিজ নিয়ে পরিকল্পনার কথা। অনেক দিন পর দলের সঙ্গে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত এই তরুণ। ‘অনেক বেশি রোমাঞ্চিত। অনেক দিন পর সবাই একসঙ্গে ন্যাশনাল ক্যাম্পে, খুব ভালো একটা প্র্যাকটিস সেশনও হয়েছে। উপভোগ করছি সবার সঙ্গে, অনেক দিন পর দেখা হলো। যদিও গত ২টা টুর্নামেন্টে আমরা একসঙ্গে ছিলাম কিন্তু একসঙ্গে ড্রেসিংরুম শেয়ার করাটা আলাদা অনুভূতি।’ প্রস্তুতি আর আসন্ন সিরিজ নিয়ে শান্ত বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর পর খেলব আমরা। আমি মনে করি প্রস্তুতি মোটামুটি ভালোই হচ্ছে। শেষ দুইটা টুর্নামেন্টে আমরা সবাই খেলেছি। এখন অনুশীলনেও আমরা ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি। আমাদের অনুশীলন ম্যাচও হবে। তাই এই ম্যাচগুলো যদি আমরা ভালো করতে পারি তাহলে আমার মনে হয় না খুব বেশি একটা প্রবলেম হবে না।’ এমআর/