logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১, ১৪ মাঘ ১৪২৭

জেনে নিন ইংলিশ লিগে শনিবারের সূচি

english premier league manchester united, RTV online
ছবি- সংগৃহীত
ইংলিশ প্রিমিয়ার লিগে আলাদাভাবে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। 

শনিবার রাত ৯ টায় লিডস ইউনাইটের বিপক্ষে লড়বে চেলসি। লিগটা দারুণ শুরু করেছে তারা। ১০ ম্যাচ খেলে ৫টিতে জয়, ৪ ম্যাচ ড্র আর ১ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। 

প্রতিপক্ষ লিডস সমান ম্যাচ খেলে চার ম্যাচে জয়, ২ ম্যাচ ড্র আর ৪ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের ১২তম স্থানে রয়েছে। 

অপর ম্যাচে রাত সাড়ে ১১ টায় ওয়েস্ট হামের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার  ইউনাইটেড। অভিজ্ঞ এডিনস কাভানি যোগ দেয়ায় আক্রমণভাবে বেশ শক্তি বেড়েছে ঐতিহ্যবাহী দলটির। 

নয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তালিকায়র নম্বর স্থানে রয়েছে রেড ডেভিলসরা।

আরেক ম্যাচে রাত ৯ টায় ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ফুলহাম। ইউনাইটেডের মতো সমান ম্যাচ খেলে ১৫ পয়েন্টে ১১ নম্বরে অবস্থান পেপ গার্দিওলার দলের। 

দিনের প্রথম ম্যাচে বার্নলের বিপক্ষে লড়বে এভারটন। 

ওয়াই

RTV Drama
RTVPLUS