logo
  • ঢাকা বুধবার, ২০ জানুয়ারি ২০২১, ৬ মাঘ ১৪২৭

আগামী বছর পুনর্মিলিত হচ্ছেন মেসি-নেইমার?

messi neymar friendship
ফাইল ছবি
ইউরোপ সেরা লিগে দুর্দান্ত একরাত কাটিয়েছেন নেইমার। প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সবচেয়ে বড় তারকা ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দুটি গোল তুলেছেন। দল জিতেছে ৩-১- গোলে।

২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোতে বিশ্ব রেকর্ড গড়ে ফ্রান্সের দলটিতে যোগ দেন নেইমার। তার আগে চার বছর বার্সেলোনায় ছিলেন। লা লিগার ঐতিহ্যবাহী ক্লাবটিতে লিওনেল মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। জিতেছেন দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। তিন তিনটি কোপা দেল রে’ শিরোপাও নিজেদের করে নিয়েছিলেন।

লিগ ওয়ানে পাড়ি জমানোর পরও ‘নেইমার বার্সায় ফিরতে আগ্রহী’, বার বার এমন শিরোনাম সামনে এসেছে। গেল মৌসুমে আর্জেন্টাইন মহাতারকা মেসি জানিয়েছিলেন, তিনি নিজেই বার্সা ছাড়তে চাচ্ছেন। ধারণা করা হচ্ছে, এটাই ন্যু ক্যাম্পে কাতালান অধিনায়কের শেষ মৌসুম।

যদি সত্যিই এমন হয়, সেক্ষেত্রে কোথায় যেতে পারেন লিও মেসি? সবার আগে যে দলগুলোর নাম সামনে আসে সেগুলো হচ্ছে, ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলান ও পিএসজি।

এমন পরিস্থিতি নেইমার জানালেন এখনও মেসির পাশে খেলার ইচ্ছা রয়েছে তার।

ম্যানইউর বিপক্ষে জয় তুলে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সাম্বা প্রিন্স খ্যাত এই তারকা।

তিনি বলেন, ‘তার পাশে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করি। তাই আবারও চাই তার সঙ্গে মাঠে নামতে।’  

বয়সের ব্যবধান থাকলেও দুইজনের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল তা সবারই জানা।

‘তিনি আমার ভূমিকায় খেলতে পারেন। তাই আমার কোনও সমস্যা নেই।’ যোগ করেন নেইমার।

ভক্ত-সমর্থকরা আবার কবে বর্তমান বিশ্বের জনপ্রিয় দুই ফুটবলারকে মাঠে দেখতে পারেন সেটিও জানিয়েছেন তিনি।

নেইমার বলেন, ‘আমি নিশ্চিত, আগামী বছরেই এটা সম্ভব হবে।’

ওয়াই 

RTV Drama
RTVPLUS