উয়েফা চ্যাম্পিয়নস লিগে জয় পেয়েছে মেসি-বিহীন বার্সেলোনা। ফেরেঙ্কভারোসের বিপক্ষে ০-৩ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে কাতালানরা। এই নিয়ে ইউরোপ সেরা লিগে খেলে পাঁচ ম্যাচেই জয় পেয়েছে
ম্যাচের ১৪ মিনিটে আঁতোয়া গ্রিজমান দলকে এগিয়ে দেন। এর ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মার্টিন ব্রাথওয়েট।
২৮ মিনিটে ডি-বক্সে ডিফেন্ডার আব্রাহাম ফ্রিমপং ব্রাথওয়েটকে ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজায় রেফারি। উসমান দেম্বেলের স্পট কিকে জয় নিশ্চিত হয় ব্লাউগ্রানাদের।
দ্বিতীয়ার্ধেও আরও আক্রমণাত্মক খেলেও জালের দেখা পায়নি রোনাল্দ কোম্যানের শিষ্যরা।
এই ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছিল দলটির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে।
‘জি’ গ্রুপে পাঁচ ম্যাচে সবকটিতে জয় তুলে শীর্ষে রয়েছে বার্সা। সমান ম্যাচে একটিতে হেরে ১২ পয়েন্ট তুলে দ্বিতীয় স্থানে রয়েছে জুভেন্টাস।
ওয়াই