logo
  • ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২০, ১৫ অগ্রহায়ণ ১৪২৭

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ নভেম্বর ২০২০, ১১:৪৮
আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ১৯:১৬

করোনায় আক্রান্ত ফুটবল দলের কোচ জেমি ডে (ভিডিও)

বাংলাদেশ ফুটবল দলের কোচ জেমি ডে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রোববার বিষয়টি নিজেই গণমাধ্যমেরর কাছে জানিয়েছেন তিনি। বর্তমানে তিনি আইসোলেশনে রয়েছেন।

দুই ম্যাচের সিরিজের প্রথমটিতে শুক্রবার নেপালের বিপক্ষে দুর্দান্ত জয় পায় লাল-সবুজরা। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচ দুই দলের। তার আগে এমন দুঃসংবাদ সামনে এলো।

বাফুফের সূত্র জানিয়েছে, ঠাণ্ডা লেগেছিল ইংলিশ কোচ জেমির।  কোভিড-নাইনটিন টেস্ট করানোর পর রিপোর্ট পজিটিভ এসেছে।

করোনার দাপট শুরু হলে পরিবার নিয়ে ইংল্যান্ডে অবস্থান করছিলেন জেমি। সেখান থেকে বাফুফের মাধ্যমর সুবিধাবঞ্চিতদের সহায়তা করতে দেখা যায় জাতীয় দলের কোচকে।

নেপালের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ শুরুর আগে চলতি মাসেই দেশে ফিরেন তিনি।

ওয়াই/এসএস

RTVPLUS