logo
  • ঢাকা মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০, ১৬ অগ্রহায়ণ ১৪২৭

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ নভেম্বর ২০২০, ১১:৪৮
আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ১২:০৪

ভাইয়ের বিয়েতে নেচে করোনা আক্রান্ত সালাহ (ভিডিও)

Mo Salah, who has tested positive for coronavirus, dances with his brother Nasr at his wedding in Egypt
কায়রোতে ছোট ভাই নাসরের বিয়েতে যোগ দেন সালাহ
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। যদিও মিশরীয় ফরোয়ার্ডের দেহে কোনও উপসর্গ পাওয়া যায়নি। 

খবর নিশ্চিত করেছে মিশর ফুটবল ফেডারেশন। এক বিবৃতিতে তারা জানায়, দলের অধিনায়কের শরীরে কোনও উপসর্গ দেখা যায়নি। বর্তমানে তিনি সেলফ আইসোলেশনে আছেন তিনি। 

আফ্রিকান নেশনস কাপের বাছাই পর্ব খেলতে জাতীয় দলের ক্যাম্পে উপস্থিত হয়েছিলেন ২৮ বছর বয়সী সালাহ। তার আগে কায়রোতে ছোট ভাই নাসরের বিয়েতে যোগ দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশর ফুটবলের সবচেয়ে বড় এই তারকার নাচের ভিডিও ভাইরাল হয়েছিল। ভিডিওতে স্বজনদের কাঁধে চড়ে নাচতেও দেখা যায় দুইভাইকে। এর পর করোনা সংক্রামিত হলেন তিনি।

মিশর ফুটবল জানিয়েছে, দলের বাকিদের কোভিড-নাইনটিন পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। 

শনিবার ও মঙ্গলবার টোগোর বিপক্ষে হোম ও অ্যাওয়ে ম্যাচ রয়েছে মিশরের। করোনায় আক্রান্ত হওয়ার ফলে জাতীয় দলের আসন্ন দুই ম্যাচে খেলতে পারবেন না সালাহ। অন্যদিকে লিভারপুলের হয়ে লেস্টার সিটির ও আতালান্তার বিপক্ষেও ম্যাচে থাকছেন না তিনি।

ওয়াই

RTVPLUS