logo
  • ঢাকা রোববার, ০৬ ডিসেম্বর ২০২০, ২১ অগ্রহায়ণ ১৪২৭

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ অক্টোবর ২০২০, ১৬:৩৬
আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ১৭:১৭

হৃদরোগে আক্রান্ত কপিল দেব হাসপাতালে

Kapil Dev is in hospital with a heart attack
কপিল দেব
ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী এই অধিনায়কের সফল এনজিওপ্লাস্টিক অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

৬১ বছর বয়সী কপিল দেব হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন বলে জানায় ভারতীয় গণমাধ্যম। এরপর তাকে দ্রুতই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেয়ার পর বৃহস্পতিবার মধ্যরাতেই এনজিওপ্লাস্টিক অস্ত্রোপচার করানো হয়। এরপর থেকে তিনি হাসপাতালেই আছেন, থাকতে হবে এক সপ্তাহের মতো।

ভারতীয় গণমাধ্যম ‘টাইমস নাও’ জানিয়েছে, কপিল দেবের শারীরিক অবস্থা উন্নতির দিকে। তিনি বিপদমুক্ত আছেন।

ভারতের এই বিশ্বকাপ জয়ী অধিনায়ক তার ১৬ বছরের ক্যারিয়ারে খেলেছেন ১৩৪ টেস্ট ও ২২৫টি ওয়ানডে ম্যাচ। টেস্টে ৮ সেঞ্চুরির সঙ্গে রয়েছে ২৭টি ফিফটিও, সবমিলে করেছেন ৫ হাজার ২৪৮ রান। বল হাতে পাঁচ উইকেট নিয়েছেন ২৩ বার, ২ বার নেন দশ উইকেট। টেস্ট ক্যারিয়ারে তার উইকেট মোট ৪৩৪টি। ভারতকে প্রথমবার বিশ্বকাপ জেতানো কপিল দেব ৩ হাজার ৭৮৩ রানের সঙ্গে নেন ২৫৩টি উইকেটও।

আরও পড়ুন: 
ইউরোপা লিগে আর্সেনালের জয়
দ্বিতীয়বার পরীক্ষায়ও করোনা পজিটিভ রোনালদো
সেরে উঠেছেন মুশফিক, খেলবেন ফাইনাল ম্যাচেও

এমআর/পি

RTVPLUS