• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

ইমরুলের পর মাহমুদুল্লাহর অর্ধশতক (লাইভ)

আরটিভি নিউজ

  ০৫ অক্টোবর ২০২০, ১৫:২৫

দুই দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। বোলিং কোচ ওটিস গিবসন একাদশের ব্যাটসম্যান ইমরুল কায়েসের পর অর্ধ শতক তুলে নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ।

সোমবার সকালে মিরপুরে বোল হাতে দাপট দেখান ফিল্ডিং কোচ রায়ান কুক একাদশের হয়ে খেলা তাসকিন আহমেদ।

গিবসন একাদশের ওপেনার সাইফ হাসান ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট তুলে নেন ডান-হাতি এই পেসার।

৩২ রানে দুই উইকেট হারানোর পর ইমরুল ও মাহমুদুল্লাহ মিলে ৮০ রানের জুটি গড়েন। দলীয় ১৩২ ও ব্যক্তিগত ৬০ রানে তাসকিনের বলেই ফিরে যান।

এরপর মাহমুদুল্লাহও তুলে নেন অর্ধ শতক।

৪৫ ওভার পর ৩ উইকেট হারিয়ে গিবসন একাদশের মোট সংগ্রহ ১৫৮ রান। ১১৬ বলে ৫৬ রান করেছেন মাহমুদুল্লাহ। ৩৬ বলে ১৭ রান করেছেন লিটন দাস।

ওটিস গিবসন একাদশ

সাইফ হাসান, ইমরুল কায়েস, নাজমুল হোসান শান্ত (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নাঈম হাসান, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

রায়ান কুক একাদশ

তামিম ইকবাল, ইয়াসির আলী চৌধুরী, মোহাম্মদ সাদমান ইসলাম, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ ও মোহাম্মদ আল-আমিন হোসেন।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh