• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

প্রথম দিনে ১৭ ক্রিকেটারের করোনা পরীক্ষা সম্পন্ন (ভিডিও)

আরটিভি নিউজ

  ০৭ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫৮
bangladesh cricket board corona test srilanka series, Covid-19
করেনা পরীক্ষায় করিয়েছেন মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমানসহ ১৭ জন ক্রিকেটার

শ্রীলঙ্কা সিরিজের আগে জাতীয় দলের ক্রিকেটার ও স্টাফদের করোনা পরীক্ষা করা হবে তা আগেই জানানো হয়েছিল। সোমবার প্রথম ধাবে রাজধানীতে বসবাসকারী ১৭ জন ক্রিকেটারের কোভিড-নাইনটিন পরীক্ষা সম্পন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এসময় ৭ জন সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষাও করা হয়েছে।

ঢাকার বিভিন্ন এলাকায় থাকা ক্রিকেটার ও স্টাফদের বাড়ি বাড়ি গিয়ে বিসিবি’র মেডিকেল ইউনিট পরীক্ষা করে।

মঙ্গলবার দ্বিতীয় ধাপে শ্রীলঙ্কা সফর সংশ্লিষ্টদের করোনা পরীক্ষা করা হবে।

ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, দুই দিনের এই করেনা পরীক্ষায় যারা নেগেটিভ হবেন শুধু তারাই বুধবার থেকে শুরু হওয়া অনুশীলন ক্যাম্পে যোগ দিতে পারবেন।

অন্যদিকে যারা পজিটিভ হবেন তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগের অধীনে চিকিৎসা নেবেন।

চলতি মাসের শেষ সপ্তাহে শ্রীলঙ্কার বিমান ধরবে বাংলাদেশ টেস্ট দল। সেটি হতে পারে ২৩ সেপ্টেম্বর। তার আগে দ্বিতীয় সপ্তাহে সিরিজের প্রাথমিক দল ঘোষণা করার কথা রয়েছে।

টাইগারদের এই সফরে রয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি ম্যাচ। সম্ভাব্য সূচি অনুযায়ী ২৪ অক্টোবর থেকে শুরু হতে পারে প্রথম টেস্ট।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ
ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সকে মূল্যায়ন করতে বিসিবির নতুন উদ্যোগ
‘টি-টোয়েন্টিতে বড় দল, ছোট দল বলতে কিছু নেই’
তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে মুখ খুললেন পাপন
X
Fresh