• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

জুভেন্টাসের পর ম্যানচেস্টার বধ, সেমিফাইনালে লিঁও

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ আগস্ট ২০২০, ০৮:৪৯
lyon vs bayern munich
ছবি- সংগৃহীত

জুভেন্টাসকে বিদায় করে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের জায়গা দখল করেছিল অলেম্পিক লিঁও। এবার ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রেঞ্চ দলটি।

শনিবার রাতে স্তাডিও হোসে আলভালাদেতে লিঁওর হয়ে দুটি গোল করেছেন মৌসা ডেম্বেলে। একটি গোল তুলেছেন ম্যাক্সওয়েল কর্নেট। অন্যদিকে সিটিজেনদের হয়ে একমাত্র গোলটি করেন কেভিন ডি ব্রুইনে।

পর্তুগালের লিসবনের এই মাঠে ম্যাচের ২৪তম মিনিটে লিড পায় লিঁও। আইভোরি কোস্টের ফরোয়ার্ড কর্নেট গোল তুলে নেন।

৬৯তম মিনিটে সমতায় ফেরে ম্যানচেস্টার। ইংলিশ দলটির বেলজিয়ান মিডফিল্ডার গোল তুলে নেন। যদিও ১০ মিনিটের মাথায় আবারও এগিয়ে যায় লিগ ওয়ানের ক্লাবটি।

বদলি হিসেবে নামা ফ্রেঞ্চ স্ট্রাইকার মৌসা ডেম্বেলে ৭৯ ও ৮৭ মিনিটে জোড়া গোল তুললে বড় হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় পেপ গার্দিওলার শিষ্যদের।

২০১০ সালের পর প্রথমবারের মতো ইউরোপ সেরা টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নিলো লিঁও।

মজার বিষয় হচ্ছে ১০ বছর আগের মতো এবারও বায়ার্ন মিউনিখকেই প্রতিপক্ষ হিসেবে পেল লিগ ওয়ানের দলটি। আগামী ১৮ আগস্ট ফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।

আরও পড়ুন: সেমিতে মাঠে নামবে ম্যানইউ, টিভিতে রোববারের সূচি জেনে নিন

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ম্যান সিটির ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ফের এফএ কাপের ফাইনালে সিটি
চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আইএসের হামলার হুমকি
X
Fresh