logo
  • ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২০, ৩১ শ্রাবণ ১৪২৭

জুভেন্টাসের শিরোপা উদযাপন ম্লান করলো রোমা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ
|  ০২ আগস্ট ২০২০, ০৯:২৯ | আপডেট : ০২ আগস্ট ২০২০, ১০:৩৮
ronaldo higuain dybala, juventus
ছবি- সংগৃহীত
দুই ম্যাচ বাকি থাকতে চ্যাম্পিয়ন হয়েছিল জু্ভেন্টাস। সিরি আ’য় নিজেদের শেষ ম্যাচে রোমার বিরুদ্ধে ৩-১ গোলে হারতে হলো জুভিদের। এনিয়ে টানা দ্বিতীয় ম্যাচ হেরে লিগ শেষ করলো মাউরিসিও সাররির শিষ্যরা।

শনিবার ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে ক্রিশ্চিয়ানো রোনালদো-পাউলো দিবালাকে ছাড়াই খেলতে নামে ওল্ড লেডিরা।

সাদা-কালো শিবির প্রথমে লিড পায়। তবু শেষ পর্যন্ত বড় পরাজয়ে মাঠ ছাড়তে হয়েছে।

তুরিনের দলটির হয়ে পঞ্চম মিনিটেই গোল তুলে নেন গঞ্জালো হিগুয়াইন। আদ্রিয়ান রাবিয়তের বাড়ানো বল জালে জড়ান এই আর্জেন্টাইন স্ট্রাইকার।

২২ মিনিটের মাথায় রোমাকে সমতায় ফেরান নিকোলা কালিনিচ। কর্নার থেকে বল পেয়ে হেডের মাধ্যমে দলের হয়ে প্রথম গোলটি তুলেন এই ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড।

বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে পেনাল্টি পায় ইতালির রাজধানীর দলটি। গোল তুলে নেন আর্জেন্টাইন উইঙ্গার দিয়েগো পেরোট্টি।

দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে আবারও গোল পান পেরোট্টি। ৫২তম মিনিটে ইতালিয়ান মিডফিল্ডার নিকোলো জানিওলোর দেয়া পাসে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল তুলেন পেরোট্টি।

দিনের অপর ম্যাচে আটালান্টাকে ২-০ গোলে হারিয়ে ইতালিয়ান লিগে দ্বিতীয় স্থান নিশ্চিত করে ইন্টার মিলান।

মৌসুম শেষে ৩৮ ম্যাচ খেলে চ্যাম্পিয়ন জু্ভেন্টাসের মোট পয়েন্ট ৮৩। দ্বিতীয় স্থানে থাকা ইন্টারের পয়েন্ট ৮২।

ওয়াই

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২০৬৬৪৯৮ ১৫৩০৮৯ ৩৫১৩
বিশ্ব ২০৫৫৩৩২৮ ১৩৪৬৫৬৪২ ৭৪৬৬৫২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়