• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বাবা-ছেলের অদ্ভুত সেলফি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ মে ২০১৯, ১৪:৫০
বাবা-ছেলের অদ্ভুত সেলফি, ছবি: সংগৃহীত

বাবা-ছেলে দুজনেই রেলওয়েতে কাজ করেন। বাবা সীমান্ত এক্সপ্রেস ট্রেনের গার্ড হলেও ছেলে টিকেট পরীক্ষক (টিটিই)।

বাবা খুলনা থেকে ট্রেন নিয়ে যাচ্ছিলেন চিলাহাটি। আর ছেলে পার্বতীপুর থেকে ছেলে দিনাজপুর থেকে পার্বতীপুর হয়ে ট্রেন নিয়ে যাচ্ছিলেন রাজধানী অভিমুখে। কিন্তু পথেই ডিউটিরত অবস্থায় দেখা হয়ে গেল বাবার সঙ্গে।

তবে এই দেখার সঙ্গে আর দশটা দেখার পার্থক্য রয়েছে। ট্রেন যখন ফুলবাড়ি রেল স্টেশন অতিক্রম করছিল তখন বাবা ট্রেনের শেষদিকে গার্ডরুমে আর ছেলে ওয়াসিবুর রহমান শুভ তখন দ্রুতযান এক্সপ্রেসের ইঞ্জিনের কাছাকাছি একটি কামরায়।

বাবার সাথে চলন্ত অবস্থায় এমন দেখায় খুবই স্বল্প সময়ের কুশল। আর সেই সময়টাকে কাজে লাগিয়ে ছেলে মোবাইলে বাবাকে কেন্দ্রে রেখে তুলে ফেলেন সেলফি। আর এই মুহূর্তটি অনন্য হয়ে যায়।

ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ছেলে ক্যাপশনে লিখেন, ‘বাবা ও আমি, ফুলবাড়ি স্টেশনে ক্রসিং চিলাহাটিগামী সীমান্ত এবং ঢাকাগামী দ্রুত যান এক্সপ্রেস।’

‘বাবা=অন ডিউটি ওয়ার্কিং গার্ড।

আমি= অন ডিউটি জুনিয়র টিটিই।’

শেয়ার করার কিছুক্ষণ পরেই ছবিটি ছড়িয়ে যায়। বাবা-ছেলের এই অদ্ভুত সুন্দর মুহূর্তটির প্রশংসা করেন ফেসবুকের পাঠকেরা।

এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • সোশ্যাল মিডিয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজীপুর-পার্বতীপুর রুটে চলবে ৩ স্পেশাল ট্রেন
X
Fresh