• ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

মুজিববাদের বিরুদ্ধে এবার প্রত্যাঘাত: মাহফুজ আলম

আরটিভি নিউজ

  ১৬ অক্টোবর ২০২৪, ১২:২২
মুজিববাদের বিরুদ্ধে এবার হবে প্রত্যাঘাত: মাহফুজ আলম
ফাইল ছবি

মুজিববাদের বিরুদ্ধে এবার প্রত্যাঘাত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়ে তিনি বলেছেন, মুজিববাদের বিরুদ্ধে এবার হবে প্রত্যাঘাত। খুনিদের ক্ষমা নাই। খুনিদের আদর্শের ফেরিওয়ালাদের ক্ষমা নেই।

আওয়ামী লীগের উদ্দেশে নিজ স্ট্যাটাসে প্রধান উপদেষ্টার বিশেষ এ সহকারী লেখেন, যাদের বিন্দুমাত্র অনুশোচনা নেই গণহত্যা নিয়ে, তাদের সাথে নো -রিকন্সিলিয়েশন। আগে বিচার, তারপর সমঝোতা!

নির্মূলের রাজনীতি করতে চাননি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পেছন থেকে নেতৃত্ব দেওয়া এ নেতা লিখেন, আমাদের রক্ত পান করতে যারা স্লোগান দিবে, রাজনীতি করবে, সেসব মুজিববাদীদের কোনোভাবেই ক্ষমা করা হবে না। দুই হাজার বা ততোর্ধ্ব শহীদের আত্মার শপথ, কোন সুশীল বা গুণ্ডা মুজিববাদীদের এ স্বদেশের এক ইঞ্চি জমিও ছেড়ে দেওয়া হবে না। ফ্যাসিস্ট মুজিব হাসিনা, মুর্দাবাদ মুর্দাবাদ।

এদিকে গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে বিক্ষোভ করেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। এ সময় তারা ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ নানা স্লোগান দিতে থাকেন। পরে একজনকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।

এর পরিপ্রেক্ষিতে বুধবার (১৬ অক্টোবর) আওয়ামী লীগপন্থী বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাওয়ের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে জড়ো হচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমর্থক শিক্ষার্থীরা।

আরটিভি/এসএইচএম-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • সোশ্যাল মিডিয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনা সরকারের গণহত্যার স্বীকৃতি ভারতকে দিতে হবে: মাহফুজ 
পাচার টাকা ফেরত চাই, ব্রিটিশ হাইকমিশনারকে মাহফুজ
ভারতের উচিত বাংলাদেশের নতুন বাস্তবতা উপলব্ধি করা: মাহফুজ আলম
ফেসবুকে যে বার্তা দিলেন মাহফুজ আলম