• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
ওবায়দুল কাদেরের বক্তব্যে যা বললেন সেলিমা রহমান 
‘বিএনপি ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করছে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, বিএনপি বিদেশিদের কাছে ধরনা দেয় না। শুক্রবার (২২ মার্চ) রাজধানীর লালবাগে এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। সেলিমা রহমান বলেন, নির্বাচনের আগে ক্ষমতাসীনরা বলেছে বিএনপি বিদেশিদের কাছে ধরনা দেয়। এখন কাদের সাহেবের কথায়ই প্রমাণ হয়েছে এ সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি, ভারতের দয়ায় জোর করে ক্ষমতায় এসেছে। তিনি বলেন, বিদেশে বিএনপির কোনো প্রভু নেই। দেশের জনগণই আমাদের শক্তি। কিন্তু বর্তমান সরকারের মূলশক্তি জনগণ নয়, প্রভু রাষ্ট্রের স্বার্থ রক্ষা করাই তাদের মূল উদ্দেশ্য।  বিএনপির এই নেত্রী বলেন, আওয়ামী লীগ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করেছে। তারা নিজ স্বার্থে সবকিছু বিকিয়ে দিচ্ছে। দমন-পীড়ন করে মানুষকে দমিয়ে রাখতে চায়। সেলিমা রহমান বলেন, এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করে রাষ্ট্রক্ষমতা দখল করে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছে। এ থেকে দেশ ও জনগণকে রক্ষায় প্রয়োজন জাতীয় ঐক্য। ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রাসেল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য লতিফ উল্লাহ জাফরু, বংশাল থানা বিএনপি নেতা ইয়াকুব সরকারসহ অনেকেই।
২২ মার্চ ২০২৪, ২১:৫৩

অ্যাকশনে দাবি আদায় করা হবে : সেলিমা রহমান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, আর স্লোগান নয়, বিএনপি অ্যাকশনে দাবি আদায় করবে। রোববার (১১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে জিয়া প্রজন্ম দলের আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।  সরকারকে হুঁশিয়ার করে দিয়ে সেলিমা রহমান বলেন, বিএনপি ভোট বর্জনের আন্দোলনে সফল হয়েছে। এ সময় আগামীতে আন্দোলনে নতুন গতি এনে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। এ জন্য ৭ জানুয়ারির ভোট জনগণ প্রত্যাখ্যান করেছে। বিএনপি ফিনিক্স পাখি দাবি করে তিনি আরও বলেন, ফিনিক্স পাখির মত যতবার মারবে ততবার জীবিত হবে বিএনপি। সরকার ভয় পেয়ে সিনিয়র নেতাদের মুক্তি দিচ্ছে না। বিএনপিকে ভয় দেখিয়ে লাভ হবে না। সেলিমা রহমান বলেন, যে জিয়ার ভাষণে সমগ্র জনগণ ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, আজকে সে জিয়াকে নিয়ে অনেক রকম অপপ্রচার চালানো হচ্ছে। কিন্তু এতকিছুর পরও শহিদ জিয়ার নাম জনগণের মন থেকে মুছে ফেলতে পারে নাই। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আবদুল্লাহ আল নোমান, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানাসহ অনেকে।  
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৪

চলমান আন্দোলনেই সরকারকে উৎখাত করব : সেলিমা রহমান
‘চলমান আন্দোলনের মধ্য দিয়েই সরকারকে উৎখাত করা হবে’ বলে মন্তব্য করেছেন  বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (২০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। সেলিমা রহমান বলেন, সরকার পতনের এক দফা আন্দোলন করতে গিয়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে যেতে হয়েছে। কিন্তু ন্যাশনাল ফোর্স হিসেবে সাধারণ মানুষ আমাদের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল। তিনি বলেন, এই সরকারের ওপর থেকে মানুষের বিশ্বাস উঠে গেছে। আমার ড্রাইভার বলেছে, নতুন পররাষ্ট্রমন্ত্রী খালি মিথ্যা কথা কয়। শুধু পররাষ্ট্র নয়, সব মন্ত্রীই মিথ্যা কথা বলে। এদের কোনো কথাই দেশের মানুষ বিশ্বাস করে না। বিএনপির এই নেত্রী বলেন, ৯৫ শতাংশ মানুষ বিএনপির পক্ষে। ক্ষমতায় যাওয়ার জন্য নয়, আমাদের লড়াই জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্রের মুক্তির জন্য। এ সময় টিআইবির প্রতিবেদন নিয়ে ক্ষমতাসীন দলের গাত্রদাহ হচ্ছে দাবি করে সেলিমা রহমান বলেন, টিআইবি বিএনপির বিরুদ্ধে বললে ঠিক আছে, কিন্তু সরকারের বিরুদ্ধে বললে তাদের গাত্রদাহ শুরু হয়। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আমাদের লাঠি নেই, অস্ত্র নেই। আমাদের অস্ত্র দেশের জনগণ। আমরা আমাদের এই অস্ত্র নিয়ে আন্দোলন চালিয়ে যাব। চলমান আন্দোলনের মধ্য দিয়েই সরকারকে উৎখাত করব।
২০ জানুয়ারি ২০২৪, ১৯:৪৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়