• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
ভারত সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ বিসিবির
চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবেই বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। এই সফরে টাইগ্রেসদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলছে অজিরা। এবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতও বাংলাদেশে আসবে। এই সিরিজটি অবশ্য আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনার বাইরে। সামনে বিশ্বকাপ থাকায় কন্ডিশন সম্পর্কে ধারণা পেতেই বড় দলগুলো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসতে আগ্রহী। বুধবার (৩ এপ্রিল) পাঁচ ম্যাচের সেই সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল বাংলাদেশে পা রাখবে ভারতীয় দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। এই ম্যাচ দুটি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে। ২ এবং ৬ মে হবে সিরিজের তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ। এই ম্যাচ দুটি দুপুর ২টায় শুরু হবে। এ ছাড়া সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি হবে ৯ মে। এটিও দিবা-রাত্রির ম্যাচ। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। এই সিরিজের সবগুলো ম্যাচই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে। এর আগে, গত বছরের জুলাইয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল ভারত। সেই সফরে ভারতকে একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে হারিয়েছিল টাইগ্রেসরা। সেবার টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হারলেও ওয়ানডে সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে বাংলাদেশ।
০৩ এপ্রিল ২০২৪, ১৪:০৪

চেন্নাইয়ে ১২ বছর পর ফাইনাল, জানা গেল আইপিএলের শেষ অংশের সূচি
গত ২২ মার্চ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরের পর্দা উঠেছে। আসর শুরুর বেশ কয়েক দিন আগেই প্রথম ধাপের সূচি ঘোষণা করেছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এবার জানা গেলে ফাইনালসহ বাকি অংশের সূচি। সোমবার (২৫ মার্চ) বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে আসরের বাকি অংশের সূচি প্রকাশ করেছে ক্রিকেটভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজ। এবারের আসরে সবমিলিয়ে মোট ম্যাচ অনুষ্ঠিত ৭৪টি। নির্বাচনের কারণে দ্বিতীয় অংশের ম্যাচগুলো ভারতের বাইরে অনুষ্ঠিত হওয়ার গুঞ্জন থাকলেও ক্রিকবাজ বলছে, সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে দেশের মাটিতে। আগামী ২১ মে মাঠে গড়াবে আসরের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। এলিমিনেটর হবে ২২ মে। এই দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। দ্বিতীয় কোয়ালিফায়ার মাঠে গড়াবে ২৪ মে। আর ফাইনাল হবে ২৬ মে। এই দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ২০১২ সালের পর আইপিএলের ফাইনাল আয়োজন করা হচ্ছে। সেবার শ্বাসরুদ্ধকর ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হেরে গিয়েছিল স্বাগতিক চেন্নাই। ১২ বছর পর আবারও ফাইনাল ম্যাচ আয়োজন করবে চেন্নাই। সাধারণত যে দল আইপিএলের শিরোপা জেতে তাদের ঘরের মাঠে পরবর্তী আসরের ফাইনাল অনুষ্ঠিত হয়ে থাকে। তবে চেন্নাইয়ের বেলায় এই নিয়মের ব্যতিক্রম লক্ষ্য করা যায়। তাই ট্রফি জেতা সত্বেও ২০১৯ ও ২০২২ সালের আইপিএলের ফাইনাল আয়োজনের সুযোগ পায়নি চেন্নাই। তবে গত বছর শিরোপা জেতার পর এবার ফাইনাল আয়োজনের স্বত্ব পেল চেন্নাই। প্রথম ধাপে ৭ এপ্রিল পর্যন্ত ২১ ম্যাচের সূচি ঘোষণা করেছিল বিসিসিআই। দ্বিতীয় ধাপের ম্যাচগুলোর আগে কোনো বিশ্রামের সুযোগ থাকছে না। ৮ এপ্রিল থেকেই শুরু হচ্ছে দ্বিতীয় ধাপের খেলা।
২৫ মার্চ ২০২৪, ১৯:২১

জিম্বাবুয়ে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ বিসিবির
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি বছরের মে মাসে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। শনিবার (১৬ মার্চ) সেই সফরের সূচি ঘোষণা করেছে বিসিবি। সূচি অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল। ঢাকায় পৌঁছে সেদিনই চট্টগ্রামের বিমান ধরবে রোডেশিয়ানরা।  এদিকে আগামী ৩ মে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের প্রথম তিনটি টি-টোয়েন্টি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। সেখানে বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে।  অন্যদিকে সাগরিকা পর্ব শেষে দুই দলই ঢাকায় ফিরবে। সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি গড়াবে ঢাকায়। মিরপুরে ১০ ও ১২ মে হবে সিরিজের শেষ দুই ম্যাচ। বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশে এবারের সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলার কথা ছিল জিম্বাবুয়ের। সেই সিরিজ সরিয়ে আগামী বছর নেওয়া হয়েছে অর্থাৎ ২০২৫ সালে এই টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের বছর মাথায় রেখে টেস্ট দুটি এবারের সফরসূচি থেকে বাদ দেওয়া হয়েছে। বিশ্বকাপ প্রস্তুতির জন্য বাড়তি সময় বের করতেই এই সিদ্ধান্ত। এদিকে এই সিরিজ শেষেই যুক্তরাষ্ট্র সফরে যাবে লাল-সবুজেরা। সেখানে স্বাগতিকদের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। আগামী ২১ মে হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ২৩ ও ২৫ মে। সিরিজের সবগুলো ম্যাচই টেক্সাসের হিউস্টনেপ্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে (পিভিসিসি)  অনুষ্ঠিত হবে।
১৬ মার্চ ২০২৪, ১৫:০৭

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ‘ঐতিহাসিক’ সিরিজের সূচি প্রকাশ
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। এবারে চার-ছক্কার লড়াই অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে। তাই এই টুর্নামেন্টকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড (ইউএসএসি)। বৃহস্পতিবার (১৪ মার্চ) এক বিবৃতিতে টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এর আগে কানাডার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আয়োজক দেশটি। একই দিনে কানাডার সিরিজের সূচিও প্রকাশ করেছে তারা।   আগামী ২১ মে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। ২৩ ও ২৫ মে হবে পরের দুই টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচই হবে টেক্সাসের প্রাইরাই ভিউ ক্রিকেট কমপ্লেক্সে।  বিবৃতিতে যুক্তরাষ্ট্র ক্রিকেটের চেয়ারম্যান ভিনু পাসিকে বলেন, গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ম্যাচগুলো আমাদের দলের কম্বিনেশন ঠিক করতে, দলের সংহতি বাড়ানো ও ফাইন টিউনিংয়ের জন্য অর্থবহ। আমি আইসিসি, ক্রিকেট কানাডা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই এই ম্যাচগুলোর সূচি তৈরিতে সাহায্য করায়। এদিকে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে দেশটির কন্ডিশন সম্পর্কে জানতে এই সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। তাই এই ঐতিহাসিক সিরিজ আয়োজনের জন্য ইউএসএসিকে ধন্যবাদ জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।    তিনি বলেছেন, বাংলাদেশ দলের আসন্ন যুক্তরাষ্ট্র সফর ক্রিকেটের জগতে একটি ঐতিহাসিক উপলক্ষ। বাংলাদেশ দলের সঙ্গে সিরিজ আয়োজনের জন্য এবং এই গুরুত্বপূর্ণ সফরটি সহজতর করার জন্য আমরা যুক্তরাষ্ট্র ক্রিকেটের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’  
১৫ মার্চ ২০২৪, ১১:৪৮

একনজরে বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজের সূচি
প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি সিরিজে হারানোর সুযোগ ছিল বাংলাদেশের। তবে সেই সুযোগ লুফে নিতে পারেনি চণ্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের অলিখিত ফাইনালে লঙ্কানদের কাছে ২৮ রানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এদিকে টি-টোয়েন্টি সিরিজ শেষে ওয়ানডে খেলতে চট্টগ্রামে পাড়ি জমাবে দুই দল। তিনদিনের বিরতি শেষে সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫০ ওভারের লড়াইয়ে নামবে দুই দল। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ১৩ মার্চ। এরপর ১৫ ও ১৮ মার্চ হবে শেষ দুই ওয়ানডে। এর আগে, প্রথম টি-টোয়েন্টিতে ৩ রানের হারের পর দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের জয়ে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। কিন্তু তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে এক নুয়ান থুসারার তাণ্ডবে গুঁড়িয়ে যায় বাংলাদেশ। এবার ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য টাইগারদের। অন্যদিকে চট্টগ্রাম যাত্রা শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আবারও ফিরবে সিলেটে। সেখানে ২২ মার্চ অনুষ্ঠিত হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। প্রথম টেস্ট শেষ হলে তিনদিনের বিরতি দিয়ে ফের চট্টগ্রামে ফিরে দ্বিতীয় টেস্ট খেলবে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩০ মার্চ থেকে গড়াবে সিরিজের শেষ টেস্ট। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সূচি  প্রথম ওয়ানডে  ১৩ মার্চ  দুপুর ২টা ৩০ মিনিট  জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম  দ্বিতীয় ওয়ানডে  ১৫ মার্চ  দুপুর ২টা ৩০ মিনিট  জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম  তৃতীয় ওয়ানডে  ১৮ মার্চ  সকাল ১০টা  জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম  
১০ মার্চ ২০২৪, ১৫:২০

ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
ঢাকা প্রিমিয়ার ডিভিশিন ক্রিকেট লিগের এবারের আসর শুরু হওয়ার কথা ছিল ৯ মার্চ। তবে দুই দিন পিছিয়ে ১১ মার্চ মাঠে গড়াবে টুর্নামেন্টটি। উদ্বোধনী দিনে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর পাশাপাশি রানার্সআপ শেখ জামাল মাঠে নামবে। বিদেশি ক্রিকেটার ছাড়া এবারের লিগ অনুষ্ঠিত হবে।  বুধবার (৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে  ঢাকা লিগের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর প্রতিপক্ষ পারটেক্স স্পোর্টিং ক্লাব। বিকেএসপির ৩ নম্বর মাঠে খেলবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি। দিনের অপর ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব খেলবে।  ঢাকা লিগে অংশ নিচ্ছে ১২টি দল। গত আসরের শীর্ষ দশ দলের সঙ্গে এবার প্রথম বিভাগ থেকে উঠে আসা দুটো দল অংশ নিচ্ছে।  ঢাকা লিগের ১২টি দল- শাইনপুকুর ক্রিকেট ক্লাব, গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি, গাজী গ্রুপ ক্রিকেটার্স, সিটি ক্লাব, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, পারটেক্স স্পোর্টিং ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রথম রাউন্ডের সূচি: ১১ মার্চ, ২০২৪ আবাহনী লিমিটেড বনাম পারটেক্স স্পোর্টিং ক্লাব, মিরপুর শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি, বিকেএসপি-৩ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম শাইনপুকুর ক্রিকেট ক্লাব, ফতুল্লা ১২ মার্চ, ২০২৪ লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, মিরপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম সিটি ক্লাব, বিকেএসপি-৪ গাজী গ্রুপ ক্রিকেটার্স বনাম রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, বিকেএসপি-৩ দ্বিতীয় রাউন্ডের সূচি: ১৪ মার্চ, ২০২৪ গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি বনাম আবাহনী লিমিটেড, ফতুল্লা শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম শাইনপুকুর ক্রিকেট ক্লাব, বিকেএসপি-৩ ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড বনাম প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বিকেএসপি-৪ ১৫ মার্চ, ২০২৪ লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম সিটি ক্লাব, বিকেএসপি-৩ মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ফতুল্লা গাজী গ্রুপ ক্রিকেটার্স বনাম পারটেক্স স্পোর্টিং ক্লাব, বিকেএসপি-৪ তৃতীয় রাউন্ডের সূচি: ১৭ মার্চ, ২০২৪ আবাহনী লিমিটেড বনাম শাইনপুকুর ক্রিকেট ক্লাব, বিকেএসপি-৩ শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, ফতুল্লা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম সিটি ক্লাব, বিকেএসপি-৪ ১৮ মার্চ, ২০২৪ লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, বিকেএসপি-৪  মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্স, ফতুল্লা গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি বনাম পারটেক্স স্পোর্টিং ক্লাব, বিকেএসপি-৩  
০৭ মার্চ ২০২৪, ১৫:৩৭

একনজরে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সূচি
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে পাড়ি জমিয়েছে শ্রীলঙ্কা। ঢাকায় আসার পর টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু সিলেটে চলে গেছে লঙ্কানরা। এই ধাপে কোচিং স্টাফ, ক্রিকেটার সব মিলিয়ে ২৭ জন এসেছেন। এদিকে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দের কয়েকজনও সিলেটে গেছেন। বিপিএলের ফাইনাল শেষে বাকিরা সিলেটে দলের সঙ্গে যোগ দেবেন। তিন ফরম্যাটের সিরিজে প্রথমে টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। আগামী ৪, ৬ ও ৯ মার্চ সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে মুখোমুখি হবে দুই দল। সবগুলো ম্যাচই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এদিকে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ জনের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। এই দলে আছেন দুই ম্যাচ নিষিদ্ধ হওয়া ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে সিরিজের প্রথম দুই ম্যাচে লঙ্কানদের নেতৃত্ব দেবেন চারিথা আসালাঙ্কা। গত দুই বছরে পাঁচটি ডিমেরিট পয়েন্ট পাওয়ায় আইসিসির নিষেধাজ্ঞায় পড়েন হাসারাঙ্গা। তাই এই সফরে প্রথম দুই ম্যাচ বেঞ্চে বসেই কাটাতেই হবে তারকা এই স্পিনারকে। এ ছাড়া ইনজুরির কারণে স্কোয়াডে নেই পাথুম নিসাঙ্কা। অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজ শেষে ওয়ানডে খেলতে চট্টগ্রামে পাড়ি জমাবে দুই দল। তিন দিনের বিরতি দিয়ে চট্টগ্রামে ৫০ ওভারের লড়াইয়ে নামবে দুই দল। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ১৩ মার্চ। এরপর ১৫ ও ১৮ মার্চ হবে শেষ দুই ওয়ানডে। চট্টগ্রাম যাত্রা শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আবারও ফিরবে সিলেটে। সেখানে ২২ মার্চ অনুষ্ঠিত হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। প্রথম টেস্ট শেষ হলে তিন দিনের বিরতি দিয়ে ফের চট্টগ্রামে ফিরবে দ্বিতীয় খেলবে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩০ মার্চ থেকে গড়াবে পূর্ণাঙ্গ এই সিরিজের শেষ টেস্ট। তবে পূর্ণাঙ্গ এই সিরিজে কোনো ম্যাচই পায়নি মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম। একনজরে শ্রীলঙ্কা সিরিজের পূর্ণাঙ্গ সূচি :  ম্যাচ  তারিখ  সময়  ভেন্যু  প্রথম টি-টোয়েন্টি  ৪ মার্চ  সন্ধ্যা ৬টা  সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম  দ্বিতীয় টি-টোয়েন্টি  ৬ মার্চ  সন্ধ্যা ৬টা  সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম  তৃতীয় টি-টোয়েন্টি  ৯ মার্চ  বিকেল ৩টা  সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম  প্রথম ওয়ানডে  ১৩ মার্চ  দুপুর ২টা ৩০ মিনিট  জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম  দ্বিতীয় ওয়ানডে  ১৫ মার্চ  দুপুর ২টা ৩০ মিনিট  জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম  তৃতীয় ওয়ানডে  ১৮ মার্চ  সকাল ১০টা  জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম  প্রথম টেস্ট  ২২ থেকে ২৬ মার্চ  সকাল ১০টা  সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম  দ্বিতীয় টেস্ট  ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল  সকাল ১০টা  জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম  
০১ মার্চ ২০২৪, ১১:৪৯

ব্রাজিলের আরও দুই ম্যাচের সূচি চূড়ান্ত
আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে এবারের কোপা আমেরিকা। মহাদেশীয় এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আগে সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সেলেসাওরা। গত ডিসেম্বরেই নিশ্চিত করা হয়েছিল, দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের প্রস্তুতি হিসেবে মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আগামী ৮ জুন মেক্সিকোর বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবার ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, আগামী ১২ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে নেইমাররা। ব্রাজিল-যুক্তরাষ্ট্র ম্যাচটি ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরলান্ডোতে হবে। তবে এর আগে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। যেখানে সেলেসাওদের প্রতিপক্ষ সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও স্পেন। আগামী ২৩ মার্চ লন্ডনে ইংলিশদের এবং ২৬ মার্চ স্প্যানিশদের বিপক্ষে খেলবে ব্রাজিলিয়ানরা। এবার কোপায় ১৬টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে 'ডি' গ্রুপে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যেখানে ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে, কলম্বিয়া ও প্লে-অফ খেলে আসা দল। আগামী ২৩ মার্চ প্লে-অফে আমেরিকার দুই দল কোস্টারিকা ও হন্ডুরাস মুখোমুখি হবে। আগামী ২০ জুন থেকে শুরু হবে এবারের কোপা। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে গড়াবে উদ্বোধনী ম্যাচ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ মাঠে গড়াবে ২ জুলাই। নকআউট পর্ব শেষে ৪ থেকে ৬ জুলাই পর্যন্ত কোয়ার্টার ফাইনাল হবে। সেমিফাইনাল দুটি হবে ৯ ও ১০ জুলাই। আর আগামী ১৪ জুলাই মায়ামির হার্ড রক স্টেডিয়ামে হবে বহুল কাঙ্ক্ষিত ফাইনাল।
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২৭

আর্জেন্টিনার আরও ২ ম্যাচের সূচি চূড়ান্ত
চলতি বছরে এখনও মাঠেই নামেনি আর্জেন্টিনার মূল দল। তবে সুসংবাদের বন্যা বইয়ে দিয়েছে বয়সভিত্তিক দল। ব্রাজিলকে হতাশায় ডুবিয়ে প্যারিস অলিম্পিকের মূলপর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে লে আলবিসেলেস্তেরা। ফলে সেখানে লিওনেল মেসি, অ্যানহেল ডি মারিয়াদের মতো তারকাদের দেখতে পাওয়ার সম্ভাবনা জেগেছে। তবে শিরোপা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ হবে দলটির। এদিকে চলতি মাসে চীনে দুটি ম্যাচ খেলার কথা ছিল মেসিদের। ম্যাচ দুটি বাতিল হওয়ায় বিপাকে পড়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা। কোপা আমেরিকার আগে ম্যাচ দুটি প্রস্তুতির শেষ সুযোগ ছিল দলটি। শঙ্কা জেগেছিল, কোনো ম্যাচ না খেলে কোপায় মাঠে নামার। তবে সব জল্পনা-কল্পনা উড়িয়ে কোপা আমেরিকার আগে চারটি প্রীতি ম্যাচ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। গেল সপ্তাহে এল সালভাদর ও নাইজেরিয়ার বিপক্ষে খেলার কথা জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এবার ইকুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা নিশ্চিত করলো তারা। আগামী জুনে ম্যাচ দুটি খেলবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।  এএফএ জানিয়েছে, আগামী ৯ জুন ইকুয়েডর এবং ১৪ জুন গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে মেসির দল। এর আগে, ২৩ মার্চ এল সালভাদর এবং ২৬ মার্চ নাইজেরিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০৪

অস্ট্রেলিয়া সিরিজের সূচি ঘোষণা বিসিবির
২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া নারী দল। এবার ১০ বছর পর প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ঢাকায় আসছে অজি মেয়েরা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এই সফরে টাইগ্রেসদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। আসন্ন এই সিরিজের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৫ মার্চ অস্ট্রেলিয়ার মেয়েরা ঢাকায় পা রাখবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে দুই দলের মাঠের লড়াই শুরু হবে। আগামী ২১ মার্চ মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। ওয়ানডে সিরিজ শেষে ৩১ মার্চ টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শের-ই-বাংলায় গড়াবে। এদিকে বাংলাদেশ সফরের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অ্যালিসা হিলির নেতৃত্বে তাহলিয়া ম্যাকগ্রা, ডার্সি ব্রাউন, অ্যাশলে গার্ডনার, বেথ মুনি, এলিস পেরিদের সবাই দলে রয়েছেন। অস্ট্রেলিয়া স্কোয়াড : অ্যালিসা হিলি (অধিনায়ক), তাহলিয়া ম্যাকগ্রা (সহ-অধিনায়ক), ডার্সি ব্রাউন, এলিস পেরি, মেগান স্কাট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহাম, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, গ্রেস হ্যারিস (শুধুমাত্র টি-টোয়েন্টি), অ্যালানা কিং, ফোবি লিচফিল্ড, সোফি মলিনেক্স, বেথ মুনি ও টায়লা ভ্লাইমিঙ্ক। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ তারিখ ম্যাচ সময় ভেন্যু ২১ মার্চ প্রথম ওয়ানডে সকাল সাড়ে ৯টা মিরপুর ২৪ মার্চ  দ্বিতীয় ওয়ানডে সকাল সাড়ে ৯টা মিরপুর ২৭ মার্চ তৃতীয় ওয়ানডে সকাল সাড়ে ৯টা মিরপুর   তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ তারিখ ম্যাচ সময় ভেন্যু ৩১ মার্চ  প্রথম টি-টোয়েন্টি বেলা ১২টা মিরপুর ০২ এপ্রিল  দ্বিতীয় টি-টোয়েন্টি বেলা ১২টা মিরপুর ০৪ এপ্রিল  তৃতীয় টি-টোয়েন্টি বেলা ১২টা মিরপুর  
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়