• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
সেনবাগে মানব সেবা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
নোয়াখালীর সেনবাগে সমাজের সুবিধা বঞ্চিত অসহায়দের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।  বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সেবারহাট খান পাড়া কাবাব হাউজে এ উপলক্ষে মানব সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম ভূঞা রিগানের সভাপতিত্ব অুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিথি সেনবাগ নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ।  এ সময় বিশেষ অতিথি সেনবাগ থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. নাজিম উদ্দিন, মোহাম্মপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ইসমাই হোসেন খোকন, মানব সেবা ফাউন্ডেশনের উপদেষ্টা মুরশিদুর রহমান জনি, সেবারহাট নতুন স্কুল মার্কেট পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক মোস্তফা সহেল, মানব সেবা ফাউন্ডেশন উপদেষ্টা আবদুর রহিম মেম্বার। পরে অতিথিবৃন্দ সমাজের সুবিধা বঞ্চিত অসহায় লোকের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন।   
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৪

শীতবস্ত্র দিতে এসে নেতাদের একহাত নিলেন কাদের
রাজধানীর ধানমন্ডিতে অসহায়দের শীতবস্ত্র বিতরণের আয়োজন করে আওয়ামী লীগ। বস্ত্র দেওয়ার আগে বক্তৃতা করেন সংসদ সদস্য ফেরদৌস আহমেদসহ দলের বেশ কয়েকজন নেতা। এতেই বিরক্ত হয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একহাত নিয়েছেন দলীয় নেতাকর্মীদের। বলেছেন, শীতবস্ত্র নিতে আসা লোকজনের সামনে ভাষণ না দিয়ে তাদের বস্ত্র দেওয়াই যথার্থ। শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে শীতবস্ত্র বিতরণের এই আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বস্ত্র বিতরণের আগে নেতাদের ভাষণের একপর্যায়ে মাইকের সামনে আসেন তিনি।  মাইকের সামনে এসেই কাদের বলেন, ‘অসহায় মানুষদের শীতবস্ত্র দিতে ডেকে আনলাম, তাদের বক্তব্য শোনানোর দরকার কী? এখানে কি কেউ শুনতে এসেছে? তাহলে এটাতো রাজনৈতিক দল হিসেবে স্বার্থপরতার চিহ্ন রেখে দেওয়া হলো। এটা ঠিক নয়।’   তিনি বলতে থাকেন, ‘যখন আমরা শীতবস্ত্র দিতে ডাকবো, তখন শীতবস্ত্রটাই দেবো। এখানে ভাষণ দেওয়ার কোনো প্রয়োজন নাই। তবে সাংবাদিকরা যারা আছেন, তারা প্রশ্ন করতে পারেন। সেটা রাজনৈতিক প্রশ্নও হতে পারে। শীতার্তদের বস্ত্র দেওয়ার মধ্যেই সীমিত রাখা ভালো।’   নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এখন পাঁচজন না ছয়জন ভাষণ দিয়েছে, আর কেউ আছে ভাষণ দেওয়ার? বস্ত্র নিতে আসা কেউ কী ভাষণ শুনেছে? নাকি শুনতে এসেছে? ফেরদৌস তার নায়কের ভঙ্গিতে যেভাবে বলেছে, এটা কি এরা বোঝে? এসব ভাষণ বোঝার ক্ষমতা এদের কারও নেই। এরা শীতবস্ত্রের জন্য এসেছে। এরা ভাষণ শোনে না।     এসব বলেই চলে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘ভোটে না আসতে পারার শোকে বিএনপি পাথর হয়ে গেছে। তাদের এখন আর কোনো আশা নেই। নির্বাচন না করে তারা কত বড় ভুল করেছে, তা অচিরেই বুঝতে পারবে।’    জাতিসংঘ বিএনপির ২৫ হাজার নেতাকর্মীর মুক্তি চেয়েছে এমন বক্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘কারও চাপে বা কারও কথায় আগুন-সন্ত্রাসের দায়ে অভিযুক্ত নেতাকর্মীদের মুক্তি দেবেন না আদালত। নেতাকর্মীদের মুক্ত করতে বিএনপির আইনি লড়াইয়ের প্রয়োজন।’
২৬ জানুয়ারি ২০২৪, ১৬:৪৬

সুনামগঞ্জে সংবাদপত্র হকার্সদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
সুনামগঞ্জের সংবাদপত্র হকার্সদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি। বৃহস্পতিবার (২৬ জানুয়ায়রি) সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে সংবাদপত্রের তৃণমূল পর্যায়ের কর্মীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান পীরের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র নাদের বখত।   সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরীর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশীদ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, সহসভাপতি বাসস প্রতিনিধি আল হেলাল, সিনিয়র সাংবাদিক জসীম উদ্দিন, মাসুম হেলাল, সেলিম আহমদ তালুকদার, শহীদনূর আহমেদ প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক জুনু চৌধুরী, মাসুক মিয়া, শাজাহান চৌধুরী, হাসান চৌধুরী, আব্দুস সালাম, একে কুদরত পাশা, শামসুল মিছবাহ, আমিনুল হক, দেওয়ান তাছাদ্দুক রাজা ইমন, সমাজকর্মী নুরুল হাসান আতাহের, নজরুল ইসলাম, কর্ণ বাবু দাস, ফুয়াদ মনি প্রমুখ।  
২৬ জানুয়ারি ২০২৪, ১৩:৪৯

সাভারে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ
সাভারের ভাকুর্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।      সোমবার (২২ জানুয়ারি) দুপুরে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঁচ শতাধিক শীতার্তদের মধ্যে শীতবস্ত্র তুলে দেন সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। ভাকুর্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী লিয়াকত হোসেনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী শাহাবুদ্দিন আহমেদসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।   সাভারের প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ডে শীতার্তদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে জানিয়ে সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব স্থানীয় জনপ্রতিনিধি ও বৃত্তবানদের শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
২২ জানুয়ারি ২০২৪, ২১:২১

সাজেকে বিজিবির শীতবস্ত্র বিতরণ 
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে খাগড়াছড়ি সেক্টর অধীনস্থ বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) কর্তৃক স্থানীয় দুস্থ ও দরিদ্র ১০০ পরিবারের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) বাঘাইহাট ব্যাটালিয়ন( ৫৪ বিজিবি) সদর দপ্তরে হাগালা পাড়া, মুসলিম পাড়া, ১০ নাম্বার বাঘাইহাট, হাজাছড়া, ভাইবোনছড়া এলাকার শীতার্ত ১০০ পরিবারের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান, পিএসসি, জি।  শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মেজর মো. নাজমুল হাসান, এএমসি, ভারপ্রাপ্ত উপ অধিনায়ক, সহকারী পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক ভূঁইয়া, কোয়াটার মাস্টার, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ৷  শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এলাকার শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার জন্য জনসাধারণের সহযোগিতা  কামনা করেন, এবং ভবিষ্যতেও এই জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাহাড়ে প্রচন্ড শীতে কম্বল পেয়ে সুবিধাভোগীরা বাঘাইহাট ব্যাটালিয়নের প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করনে।  
২৩ জানুয়ারি ২০২৪, ১২:৫৪

মনপুরায় শীতবস্ত্র বিতরণ করলেন এমপি জ্যাকব
ভোলা-৪ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টানা চতুর্থবার বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার পর প্রথম সফরে ভোলার মনপুরায় এসে শীতবস্ত্র বিতরণ করেছেন আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। শনিবার (২০ জানুয়ারি) বিকেলে নির্বাচন পরবর্তী সফরে এসে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় কার্যালয়ের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।  বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সরকারের ধারাবাহিক উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে হবে। সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করতে হবে। এ ছাড়াও এমপি জ্যাকব চরফ্যাশন-মনপুরার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।  মতবিনিময় সভায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন এমপি জ্যাকব। কর্মীসভায় ও কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন, দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, উপজেলা যুবলীগ সভাপতি ও হাজিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নিজামউদ্দিন হাওলাদার, মনপুরা ইউপি চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীর, মনপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আলাউদ্দিন হাওলাদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও হাজির হাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাতাব্বর। 
২০ জানুয়ারি ২০২৪, ২১:৩৩

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাভারে শীতবস্ত্র বিতরণ 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সাভারের আমিনবাজারে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) দুপুরে সাভারের আমিনবাজার মীরপুর মফিদ-ই-আম স্কুলপ্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। আমিনবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রকিব আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ সময় ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লাসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।   পর্যায়ক্রমে সাভারের প্রতিটি ইউনিয়নে এবং ওয়ার্ড পর্যায়ে শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানান সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। 
২০ জানুয়ারি ২০২৪, ২১:১২

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে শীতার্ত মানুষ ও মাদ্রাসাছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।  শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে শহরের ধানবান্ধিতে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী ও মাদ্রাসা ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাকালীন সদস্য, সিরাজগঞ্জ-২ সদর আসনের প্রাক্তন সংসদ সদস্য মরহুম মির্জা মোরাদুজ্জামানের জ্যৈষ্ঠ পুত্র জেলা দলের সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের নিজ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ হয়। শীতবস্ত্র বিতরণের আগে জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা। পরে স্থানীয় মাদ্রাসা ছাত্রদের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা ও তাদের মাঝে শীতবস্ত্র এবং মিষ্টি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আকাশ খন্দকার, সদস্য সোহেল রানা হামিদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান এবং সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল হক আন্নু প্রমুখ।
১৯ জানুয়ারি ২০২৪, ১৯:০০

জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির শীতবস্ত্র বিতরণ
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে শীতবস্ত্র বিতরণ করছে দলটি। এতে নেতৃত্ব দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে খিলগাঁও আনসার ক্যাম্প থেকে খিদমাহ হাসপাতালের আশপাশে এ বিতরণ কর্মসূচি চালান তিনি। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, সদস্য আমিনুল ইসলাম, কেন্দ্রীয় ড্যাব নেতা শরীফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক লোহানী তাজুল ইসলাম, যুবদল কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্তসহ অনেকে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী আজ (১৯ জানুয়ারি)। ১৯৩৬ সালে বগুড়ার গাবতলীর ছায়া সুনিবিড় নিভৃত জনপদ বাগবাড়ির বনেদি মুসলিম পরিবারে জন্ম নেন তিনি। ১৯৫৩ সালে যোগ দেন সেনাবাহিনীতে। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন জিয়াউর রহমান। আরও পড়ুন : সংসদে বিরোধী দল জাতীয় পার্টি, খবরটি ভুল   ১৯৭৫ সালের ৭ নভেম্বর রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন জিয়াউর রহমান। তিনি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ১০ দিনের কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে এক বার্তায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারী হয়ে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন এবং যুদ্ধে অসীম বীরত্বের পরিচয় দেন। চরম হতাশায় দেশ যখন নিপতিত, জাতি হিসেবে আমাদের এগিয়ে যাওয়া যখন বাধাগ্রস্ত, ঠিক সেই সংকটের একপর্যায়ে জিয়াউর রহমান জনগণের নেতৃত্বভার গ্রহণ করেন। জাতির এক ক্রান্তিকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঐতিহাসিক যুগান্তকারী দায়িত্ব পালন করেন উল্লেখ করে রিজভী বলেন, বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির আন্তর্জাতিক খেতাবপ্রাপ্ত হতে হয়, জাতির সেই চরম দুঃসময়ে ৭ নভেম্বর শহীদ জিয়া ক্ষমতার হাল ধরেন। ক্ষমতায় এসেই তিনি বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করেন। আরও পড়ুন : ওয়াজ চলাকালে গাড়ি ভাঙচুর, খুলে নিয়ে গেল তাহেরীর হেডলাইটের বাল্ব   তিনি আরও বলেন, শহীদ জিয়ার বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনেই আমাদের জাতিসত্তার সঠিক স্বরূপটি ফুটে ওঠে, যা আমাদের ভৌগলিক জাতিসত্তার সুনির্দিষ্ট পরিচয় দান করে। বিশ্বমানচিত্রে আমাদের আত্মপরিচয় উদ্ভাসিত হয়ে ওঠে।  রিজভী বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখারও অবিনাশী দর্শন। শহীদ জিয়ার জন্মদিনে তাঁর প্রদর্শিত পথেই আমরা আধিপত্যবাদের থাবা থেকে মুক্ত হবো ও গণতন্ত্রকে নব্য বাকশালী বন্দিদশা থেকে ফিরে পাব। আর এজন্য সর্বশক্তি দিয়ে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে স্বৈরাচারের কারাগার থেকে মুক্ত করতে হবে। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে নিহত হন।
১৯ জানুয়ারি ২০২৪, ১২:০৬

আখাউড়ায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ভাসমান ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।  শনিবার (১৩ জানুয়ারি) রাতে রেলস্টেশনে অসহায় অর্ধ শতাধিক ভাসমান শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।  ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য মো. সাইফুল ইসলামের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণের সময় আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন মিশু, আমেরিকা প্রবাসী মোহাম্মদ আলী, শেখ কামাল, হাসানুল হক বুধু প্রমুখ উপস্থিত ছিলেন।  এদিকে, কয়েকদিন টানা ঘনকুয়াশা ও শৈত্য প্রবাহের দাপটে সূর্যের দেখা না মেলায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছিন্নমূল নারী ও শিশুসহ ভাসমান মানুষরা জবুথবু অবস্থায় আছেন। সন্ধ্যা নামতেই তীব্র শীত ও ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
১৪ জানুয়ারি ২০২৪, ১৭:৩৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়