• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
জমে উঠেছে লাখাই উপজেলা পরিষদের নির্বাচন, আলোচনায় ৬ প্রার্থী 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ করেছেন নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩০ এপ্রিল প্রথম ধাপে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।  আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা না দেওয়ার ঘোষণায় তফসিল ঘোষণা না হলেও জমে উঠেছে লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন। বিভিন্ন কৌশলে ভোটারদের মন জয় করতে ও জনসমর্থন আদায় করতে সামাজিক, পারিবারিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিচ্ছেন প্রার্থীরা।  আবার অনেক প্রার্থীরা উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে উঠান বৈঠক করছেন এবং ভোটারদের দোয়া ও সমর্থন চাচ্ছেন প্রতিনিয়ত।  উপজেলার বিভিন্ন হাট বাজারে ও চায়ের স্টলে প্রার্থীর সমর্থকদের মধ্যে আসন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ নিয়ে চলছে আলোচনা ও তর্ক-বিতর্ক।  এলাকার সাধারণ ভোটার ও সচেতন মহলের সঙ্গে আলাপ করে জানা যায়, সৎ, নিষ্ঠাবান ও গ্রহণযোগ্য প্রার্থীকে তারা বিজয়ী করতে চান।  উপজেলা নির্বাচন কার্যালয়ের সূত্রে জানা যায়, ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত লাখাই উপজেলা পরিষদ। লাখাই উপজেলার মোট ভোটার ১ লাখ ২৬ হাজার ৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৪ হাজার ১৩৭ জন ও মহিলা ভোটার ৬১ হাজার ৯৪১ জন এবং হিজড়া ভোটার ১ জন। ৩৯টি কেন্দ্রে উপজেলার ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।   লাখাই উপজেলা পরিষদের  চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা হলেন লাখাই উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মো. মুশফিউল আলম আজাদ, বামৈ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহফুজুল আলম মাহফুজ, লাখাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য রফিক আহমেদ, উপজেলা পরিষদের বর্তমান ভাইস-চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম আলম, লাখাই উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ইকরামুল মজিদ চৌধুরী শাকিল ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক ফয়সল চৌধুরী।
০২ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়