• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
মোটরসাইকেলে বেপরোয়া গতি, সড়কে ঝরল ২ বন্ধুর প্রাণ
গাজীপুরের কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় শফিউদ্দিন ও রায়হান নামে ২ বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন৷ সোমবার (১৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার আটাবহ ইউনিয়নের শেওড়াতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শফি উদ্দিন (১৮) আশুলিয়ার গোয়াইলবাড়ি গ্রামের নুর ইসলামের ছেলে ও রায়হান (২০) একই গ্রামের নুরুল আমিনের ছেলে। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তির নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। জানা যায়, সোমবার (১৫ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে গাজীপুরের কালিয়াকৈরের আটাবহ ইউনিয়নের শেওড়াতলি এলাকায় শফি উদ্দিন, রায়হান ও তাদের আরেক বন্ধু মোটরসাইকেলে ঘুরতে যায়। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে ধাক্কা দেয়। এতে তিনবন্ধু গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শফি উদ্দিন ও রায়হানকে মৃত ঘোষণা করেন। কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) জোবায়ের আহমেদ জানান, খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অপরজনকে উন্নত চিকিৎসার নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৫ এপ্রিল ২০২৪, ২০:০১

মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে প্রাণ গেল দুই বন্ধুর
টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে প্রাণ হারিয়েছেন দুই বন্ধু।  শনিবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার কাকরাইদ এলাকায় মোটরসাইকেল-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে আরেক বন্ধু। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। কাকরাইদ এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী একটি প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। আহত আহত হন দুইজন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  তিনি আরও জানান, হাসপাতালে নেওয়ার পথে আরেক জনের মৃত্যু হয়। অপরজনের অবস্থাও আশংকাজনক।  
১৩ এপ্রিল ২০২৪, ২১:০৯

ঈদে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে স্বামী-স্ত্রী নিহত
ঈদের ছুটিতে মোটরসাকেলে বাড়ি ফেরার পথে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) সকাল ৮টার দিকে ময়মনসিংহের হালুয়াঘাটের লক্ষ্মীকুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুড়িগ্রামের রৌমারী উপজেলার সাইদুর রহমান (২৮) তার স্ত্রী সোনিয়া আক্তার (২২)। পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সাইদুর রহমান ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চাকরি করতেন। ঈদের ছুটিতে স্ত্রী সোনিয়া আক্তারকে নিয়ে তিনি মোটরসাইকেলে করে নিজ বাড়ি কুড়িগ্রামের রৌমারী যাচ্ছিলেন। পথে লক্ষ্মীকুড়া বাজার এলাকায় পৌঁছাতেই একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে তাদের মোটরসাকেলের ধাক্কা লাগে। এতে এতে ঘটনাস্থলেই সাইদুরের মৃত্যু হয়। আর স্থানীয়রা তার স্ত্রীকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
০৫ এপ্রিল ২০২৪, ১৬:৪০

জৈন্তাপুরে মোটরসাইকেলে পিকআপের ধাক্কা, নিহত বেড়ে ৩
সিলেটের জৈন্তাপুরে পিকআপের ধাক্কায় পাভেল আহমদ নামে আহত আরেক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জন। মঙ্গলবার (৫ মার্চ) দিবাগত রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পাভেল উপজেলার মোকামবাড়ী এলাকার আব্দুল হান্নানের ছেলে। এর আগে এ দুর্ঘটনায় মারা যান মোকামবাড়ী এলাকার আলাউদ্দিনের ছেলে শিহাব উদ্দিন (২২) ও জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলীর ছেলে ফয়সাল রেজা (১৯)। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মোকামপুঞ্জি এলাকার খট খাশিয়ার ছেলে আর্মি খাশিয়া (১৭)। মঙ্গলবার রাত পৌনে ১০টায় সিলেট-তামাবিল সড়কের জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে ডিআই পিকআপের ধাক্কায় এ হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নলজুরীগামী পিকআপ বেপরোয়া গতিতে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে একে একে দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুটি মোটরসাইকেলই দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিহাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন। পরে ফয়ছল রেজাকে গুরুতর আহতাবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর রাতে চিকিৎসাধীন অবস্থায় পাভেল আহমদেরও মৃত্যু হয়। এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ২ মোটরসাইকেলে আরোহী ৬ জন ছিলেন। ঘটনাস্থলে একজন ও সিলেট হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।
০৬ মার্চ ২০২৪, ১২:৪৫

মুন্সীগঞ্জে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল কলেজছাত্রীর
মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলআরোহী স্বর্ণা আক্তার (১৭) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও এলাকায় শ্রীনগর-দোহার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বর্ণা ঢাকার দোহার উপজেলার মোকসেদপুর গ্রামের সেকেন্দার খালাসির মেয়ে।  তিনি দোহার পদ্মা কলেজের দ্বাদশ মানবিক বিভাগের ছাত্রী। স্থানীয়রা জানান, আজ সকালে শ্রীনগর-দোহার সড়কের দোহারগামী রাস্তায় অজ্ঞাত যুবকের মোটরসাইকেলে বালাসুর বাজার থেকে আল-আমিন বাজারের দিকে যাচ্ছিলো নিহত স্বর্ণা। পথে কামারগাও এলাকায় একটি দ্রুত গতির ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে কলেজছাত্রী স্বর্ণা মোটরসাইকেল থেকে ছিটক পড়েন। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান ওই অজ্ঞাত যুবক। ঘাতক ট্রাকটিকেও আটক করতে পারেনি পুলিশ। এ বিষয়ে শ্রীনগর থানার ওসি হেদায়েতুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  মরদেহ পুলিশ হেফাজতে থানায় রাখা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৬

৫ লাখ টাকার বাইক পুড়িয়ে 'জুনিয়র টাইগার শ্রফে'র ২২ হাজার আয়!
রাজধানীর বাড্ডায় আফতাবনগর হাউজিং এলাকায় ট্রাফিক পুলিশের বিরুদ্ধে অন্যায় মামলার অভিযোগ তুলে নিজের মোটরসাইকেল পুড়িয়ে দেন মো. রাসেল মিয়া নামে এক যুবক। পরে মোটরসাইকেল পোড়ানোর দৃশ্য ভিডিওতে ধারণ করে সেটি ভাইরাল করতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন তিনি। মূলত, ‘ভাইরাল হিরো’ হতেই রাসেল এমন কাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছে  ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে 'জুনিয়র টাইগার শ্রফ' পরিচয় দিতেন তিনি। রোববার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য দেন ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, কিছুদিন আগে ঢাকা থেকে রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। মোটরসাইকেল চালানো নিয়ে তার বিরুদ্ধে কখনো কোনো মামলা করা হয়নি। তবে তার এক বন্ধু ট্রাফিক আইন লঙ্ঘন করায় তার বিরুদ্ধে মামলা করা হয়। রাসেল সেই মামলার স্লিপ দেখিয়ে নিজের পাঁচ লাখ টাকা দামের মোটরসাইকেলে আগুন দেন। মূলত ভাইরাল হতেই এ কাণ্ড ঘটান তিনি। পাঁচ লাখ টাকার মোটরসাইকেলটি পুড়িয়ে সেই দৃশ্য ফেসবুকসহ সামাজিক যোগাযোগের অন্যান্য মাধ্যমে ছড়িয়ে দিয়ে ২০০ ডলার (প্রায় ২২ হাজার টাকা) আয় করেছেন তিনি। ডিবি জানায়, মানিকগঞ্জের দৌলতপুর এলাকার প্রবাসী মা–বাবার সন্তান রাসেল মিয়া। তিনি নিজেকে সামাজিক যোগাযোগমাধ্যমে 'জুনিয়র টাইগার শ্রফ' পরিচয় দিতেন। এই নামে তিনি ফেসবুক ও ইউটিউবে অন্যের বানানো বিভিন্ন কনটেন্ট পোস্ট করতেন, যার বেশির ভাগই অর্থহীন, অশালীন ও দেশের আইনবিরোধী। ডিবি আরও জানায়, রাসেল মিয়া ২০২০ সালে এইচএসসি পাস করার পর আর পড়াশোনা করেননি। মাঝে কিছুদিন ভারতে গিয়ে মার্শাল আর্টের প্রশিক্ষণ নিয়ে নিজেকে 'জুনিয়র টাইগার শ্রফ' পরিচয় দিতেন। তিনি মোটরসাইকেল নিয়ে বিভিন্ন স্ট্যান্টের ভিডিও বানিয়ে ইউটিউবে ছাড়তেন। এতে তার সামান্য আয় হতো। ভাইরাল হয়ে আয় বাড়াতেই বাইকে আগুন দেওয়ার কাজটি করেন রাসেল।
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৫

মোটরসাইকেলে পিকআপের ধাক্কা, ছাত্রলীগ কর্মী নিহত
বগুড়া সদরে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছাত্রলীগ কর্মী মেহেদী হাসান (২৪) নিহত হয়েছেন। শনিবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার ঢাকা-রংপুর দ্বিতীয় বাইপাস মহাসড়কের মানিকচকে এ দুর্ঘটনা ঘটে। আরও পড়ুন : প্রাকৃতিক বিপর্যয় রোধে কাজ করছে ঝিনাইদহের সামাজিক বনায়ন   নিহত মেহেদী হাসান সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের মো. আতাউরের ছেলে। তিনি বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও সদর উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন, সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান। আরও পড়ুন : পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় আসর বাণিজ্য মেলা শুরু   তিনি বলেন, ছাত্রলীগ কর্মী মেহেদী সবগ্রাম এলাকা থেকে মাটিডালির দিকে যাচ্ছিলেন। মানিকচক এলাকায় পেছন থেকে দ্রুতগতির একটি পিকআপভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মেহেদী মহাসড়কে ছিটকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেহেদীর মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। ঘাতক পিকআপ শনাক্তে চেষ্টা চলছে। বগুড়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বলেন, মেহেদী ছাত্রলীগের সক্রিয় কর্মী ও মেধাবী শিক্ষার্থী। তার এইরকম মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। দ্রুত দোষী পিকআপ চালককে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
২১ জানুয়ারি ২০২৪, ১১:১৬

মোটরসাইকেলে মাওয়া যাওয়ার পথে প্রাণ গেল জবি শিক্ষার্থীর
মোটরসাইকেলে করে মাওয়া যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় অভিজিৎ হালদার অভি নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় অনন্যা হালদার অন্তু নামে আরেক শিক্ষার্থী আহত হন। শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে ঢাকা থেকে মাওয়া যাওয়ার পথে মুন্সীগঞ্জের  শ্রীনগরে এই দুর্ঘটনা ঘটে। নিহত অভিজিৎ হালদার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আর আহত অনন্যা হালদার অন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) এর ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ঢাকা থেকে মাওয়া যাওয়ার পথে শ্রীনগরে দুর্ঘটনা ঘটে। এতে অভি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। আর অন্তুকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তার সেখানেই চিকিৎসা চলছে। আর অভির মরদেহ হাইওয়ে পুলিশ আইনি প্রক্রিয়া শেষে আমাদের কাছে হস্তান্তর করেছে। এদিকে অভির মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তারা প্রয়াতের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
১৯ জানুয়ারি ২০২৪, ১৭:৪৫

মোটরসাইকেলে বগালেক-কেওক্রাডং ভ্রমণে নিষেধাজ্ঞা
বান্দরবানের বগালেক ও কেওক্রাডংয়ে মোটরসাইকেল নিয়ে পর্যটকদের যেতে নিরুৎসাহিত করেছে রুমা উপজেলা প্রশাসন।  বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তবে কোনো পর্যটক মোটারসাইকেল নিয়ে গেলে সেটি প্রশাসনের জিম্মায় রেখে দেওয়া হচ্ছে। তিনি জানান, রুমা-কেউকেরাডং সড়কে উন্নয়ন ও সম্প্রতি পাইন্দু ইউপি চেয়ারম্যানকে অপহরণের ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে। তাই পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে শুধুমাত্র মোটরসাইকেলে যাতায়াতে পর্যটকদের সাময়িকভাবে নিরুৎসাহিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় যেতে দেওয়া হবে। এছাড়া রুমা-কেউকেরাডং সড়কের বাসলং পাড়া, হারমুন পাড়া, দার্জিলিং পাড়া এলাকায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যদের অবস্থান দেখা যাওয়া পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা কষ্টসাধ্য। তাই পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মোটরসাইকেলে ওই স্পটগুলোতে যাতায়াতে নিরুৎসাহিত করা হয়েছে।
১৭ জানুয়ারি ২০২৪, ১৯:২৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়