• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
মেছোবাঘ উদ্ধারে ৯৯৯-এ কল
পটুয়াখালীর কলাপাড়ার বালিয়াতলী থেকে মেছোবাঘ উদ্ধার করেছে পুলিশ। এতে সহায়তা নেওয়া হয়েছে স্থানীয়দের। পুলিশ জানায়, রোববার দুপুরে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে একজন নারী জানান, তাদের বাড়ির পাশে একটি মেছোবাঘ দেখা গেছে। সেটি লোকজনের তাড়া খেয়ে গাছের ওপর উঠে বসে আছে। মেছোবাঘটিকে উদ্ধার করা না হলে লোকজন পিটিয়ে মেরে ফেলতে পারে— এমন তথ্যের ভিত্তিতে ৯৯৯ কলটেকার কনস্টেবল অঞ্জন বড়ুয়া কলাতলী থানায় বিষয়টি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। পরবর্তীতে ৯৯৯ ডেসপাচার এসআই সালাউদ্দীন কলার এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে পুলিশি তৎপরতার আপডেট নিতে থাকেন।  প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কলাতলী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় মেছোবাঘটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে বন বিভাগের কাছে সেটি বুঝিয়ে দেওয়া হয়।
২৪ মার্চ ২০২৪, ১৯:২২

হাটহাজারীতে মেছোবাঘ উদ্ধার
হাটহাজারীতে খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে বিপন্ন প্রজাতির মেছোবাঘ (মেছো বিড়াল) ফাঁদে আটকা পড়েছে। পরে হাটহাজারী উপজেলা বন বিভাগের একটি টিম গিয়ে মেছোবাঘটি উদ্ধার করে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে খামারি আব্দুল হালিমের মুরগির ফার্মে বসানো ফাঁদে এটি আটকা পড়ে। হাটহাজারী উপজেলা রেঞ্জ কর্মকর্তা সাইফুল বলেন, খাঁমারির সঙ্গে যোগাযোগ করে মেছোবাঘটি উদ্ধার করেছি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান গণমাধ্যমকে বলেন, বিষয়টি নিশ্চিত হওয়ার পর মেছোবাঘটি রেসকিউ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্ধার করার জন্য বলেছি।  
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৪২

লোকালয়ে মেছোবাঘ শাবক, বনে অবমুক্ত 
বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাজার এলাকায় বন থেকে একটি মেছোবাঘের শাবক উদ্ধার করা হয়েছে। পরে  শাবকটিকে পার্শ্ববর্তী একটি বনে অবমুক্ত করেন পাথরঘাটা বনবিভাগ।  সোমবার (১ জানুয়ারি) বেলা ১১টার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাকচিড়া বাজারে ওই শাবকটি পাওয়া যায়। খোঁজ নিয়ে জানা যায়, কাকচিড়া বাজার এলাকার জামাল নামের স্থানীয় এক বাসিন্দা প্রথমে মেছোবাঘের বাচ্চাটি দেখতে পায়। পরে বিষয়টি স্থানীয়দের জানালে তারা বনবিভাগকে খবর দিলে পাথরঘাটা বনবিভাগের বিট কর্মকর্তা কবির উপস্থিত হয়ে মেছোবাঘ শাবকটি উদ্ধার করে পার্শ্ববর্তী একটি বনে অবমুক্ত করেন।  এ বিষয়ে পাথরঘাটা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, মেছোবাঘের বাচ্চাটি একদম ছোট থাকায় ধারণা করা হচ্ছে মা বাঘটিও ওই এলাকার কাছাকাছি কোথাও আছে। এ কারণেই বাচ্চাটিকে পার্শ্ববর্তী বনে অবমুক্ত করা হয়েছে।
০১ জানুয়ারি ২০২৪, ১৫:৪৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়