• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
ফ্যানফেয়ারের মেগা ভিডিও কন্টেস্টের বিজয়ীদের পুরষ্কার তুলে দিলেন টেক ব্লগার হিমেল
সম্প্রতি ফ্যানফেয়ারের স্টুডিওতে মেগা ভিডিও কন্টেস্ট ”অনর প্রেজেন্টস ফোন মেনিয়া”- এর বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন এ এফ আর টেকনোলজির জনপ্রিয় টেক রিভিউয়ার হিমেল আহমেদ। 'অনর প্রেজেন্টস ফোন মেনিয়া’ মেগা কন্টেস্টে প্রায় হাজার খানিকের মত ভিডিও পাঠিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটররা। টেক ব্লগার থেকে শুরু করে প্রায় সব কন্টেন্ট ক্রিয়েটররাই অংশগ্রহন করেন এই মেগা কন্টেস্টে। সেখান থেকে বাছাই করে সেরা ৫ জন বিজয়ী অনরের পক্ষ থেকে স্মার্টফোন, স্মাটওয়াচ, এয়ারবাডসহ আকর্ষনীয় সব পুরষ্কার জিতে নেন। পুরষ্কার পেয়ে বিজয়ীরা ছিলেন আনন্দিত আর উচ্ছ্বসিত। পুরষ্কার গ্রহনের পর বিজয়ীরা জানান, ফ্যানফেয়ার এমন একটি মাধ্যম যেখানে কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতিভার মূল্যায়ন হয়। অনুষ্ঠানে হিমেল বলেন, বর্তমান সময়ে খুবই কঠিন, জনপ্রিয় এবং তথ্যযুক্ত ব্লগিং হলো টেক ব্লগিং। এর মধ্যেও ফ্যানফেয়ার এবং অনর যে টেক নিয়ে কাজ করছে সেটি সত্যিই প্রশংসার দাবিদার। তিনি আরও বলেন, টেক ব্লগিং বা রিভিউ নিয়ে অনেকেই কাজ করতে  চায় কিন্ত সুযোগ বা দিক নির্দেশনার অভাবে অনেকেই করতে পারেননা তবে ফ্যানফেয়ার ইতিমধ্যেই সবার জন্য সেই সুযোগ তৈরি করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনর বাংলাদেশের জি এম আবদুল্লাহ আল মামুন ও ফ্যানফেয়ারের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ফ্যানফেয়ার বাংলাদেশের প্রথম সোশ্যাল কমার্স প্ল্যাটফর্ম যা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও ই-কমার্স হিসেবে সুনামের সাথে কাজ করছে। প্রতিষ্ঠানটি দেশের স্বনামধন্য বিভিন্ন ব্র্যান্ড ও ইউজারদেরকে প্রাধান্য দিয়ে সফলতার সাথে কাজ করে আসছে। ফ্যানফেয়ার অ্যাপে ভালমানের কন্টেন্ট চাইলেই ইউজাররা শেয়ার করতে পারেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির বিভিন্ন ধামাকা কন্টেস্টেও অংশগ্রহণ করেন এই অ্যাপের ইউজাররা। মানসম্মত ভিডিও শেয়ার করে ক্রিয়েটররা প্রতিনিয়ত জিতে নিচ্ছেন আকর্ষনীয় সব পুরষ্কার। আর মানসম্মত ভিডিওতে তারা ব্র্যান্ড ফোকাস করে শেয়ার করলেই থাকছে মনিটাইজেশনের সুবিধা। বর্তমানে ফ্যানফেয়ার অ্যাপে চলছে ’টেস্ট অফ রামাদান’ নামের একটি মেগা ভিডিও কন্টেস্ট।  সম্প্রতি রমজান মাসকে ঘিরে এই মেগা ভিডিও কন্টেস্টের আয়োজন করা হয়েছে। রমজান মাসে ইফতারি বাজার, ইফতারি করা সহ রমজান সম্পর্কিত যেকোন ভিডিও ব্লগিং বা রিভিউ শেয়ার করা যাবে এই কন্টেস্টে।  এই মেগা ভিডিও কন্টেস্টের পুরষ্কার হিসেবে থাকছে ঢাকা-কক্সবাজার-ঢাকা কাপল টিকিট ট্রিপ, আড়ং এর গিফট ভাউচার এবং বাটার গিফট ভাউচার। Android: https://cutt.ly/IwjFnDOY  বা IOS: https://cutt.ly/ywqyfgCz  লিংকে গিয়ে ফ্যানফেয়ার অ্যাপ ডাউনলোড করে যে কেউ চাইলেই অংশগ্রহন করতে পারবেন ফ্যানফেয়ারের যে কোনও কন্টেস্টে।
০৬ এপ্রিল ২০২৪, ১৩:২৬

সক্ষমতার জানান দিচ্ছে বাংলাদেশ / উদ্বোধনের অপেক্ষায় আরও ৬ মেগা প্রকল্প
বিস্ময়করভাবে একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সাম্প্রতিক সময়ে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হয়ে উঠেছে বাংলাদেশ। দ্রুততম সময়ের মধ্যে নিজেদের সক্ষমতার জানান দিয়ে চলেছে সরকার। অদম্য গতিতে এগিয়ে চলেছে ‘ভিশন ২০৪১’ লক্ষ্যপূরণের পথে। পদ্মা সেতু ও বঙ্গবন্ধু টানেলের মতো মেগা প্রকল্পের বাস্তবায়নের পাশাপাশি দেশের যোগাযোগ অবকাঠামোয় যুগান্তকারী পরিবর্তন এসেছে ২০২৩ জুড়ে। রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসতে শুরু করেছে মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুবাদে। উন্নয়নের আরও বার্তা আসছে নতুন বছরেও। ২০২৪-এ উদ্বোধনের তালিকায় আছে আরও ৬টি মেগা প্রকল্প। এগুলো হলো- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র, যমুনা বঙ্গবন্ধু রেলসেতু, ডিপেন্ডেবল রানওয়ে, গাজীপুরের বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাকি অংশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দিয়ে বিশ্বের ৩৩তম দেশ হিসেবে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের এলিট ক্লাবে যোগ দিয়েছে বাংলাদেশ। এ বছরের সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষামূলক ও বাণিজ্যিকভাবে উৎপাদনে যাবে ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। বগুড়া ও গোপালগঞ্জে ৪০০ কেভির দুটি এবং বাঘাবাড়ির ২৩০ কেভির একটি সঞ্চালন লাইন হয়ে এ বিদ্যুৎ সরবরাহ করা হবে। মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র : কক্সবাজারের মহেশখালী দ্বীপের মাতারবাড়ীতে ১ হাজার ৬০০ একরের পরিত্যক্ত লবণ মাঠে নির্মাণ করা হয়েছে ১২০০ মেগাওয়াট ধারণক্ষমতার কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র। এ মেগা প্রকল্পের নির্মাণ ব্যয় প্রায় ৫১ হাজার ৯৮৪ কোটি টাকা। এর মধ্যে জাপানের উন্নয়ন সংস্থা জাইকা দিয়েছে প্রায় ৪৩ হাজার ৯২১ কোটি টাকা। বাংলাদেশ সরকার ও কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (সিপিজিসিবিএল) নিজস্ব তহবিল থেকে অবশিষ্ট ৭ হাজার ৯৩৩ কোটি টাকা দেওয়া হয়েছে। ইতোমধ্যে ২০২৩ সালের নভেম্বরে প্রথম ইউনিটের বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। ২০২৪ সালের এপ্রিলে দ্বিতীয় ইউনিট বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হবে। যমুনা বঙ্গবন্ধু রেলসেতু : চলতি বছর দেশের রেলপথে সংযুক্ত হতে যাচ্ছে যমুনা বঙ্গবন্ধু রেলসেতু। এটি হতে যাচ্ছে বাংলাদেশের দীর্ঘতম ডুয়েলগেজ ডাবল ট্র্যাকার রেলসেতু। দেশে প্রথমবারের মতো তৈরি হচ্ছে স্প্যানের ওপর সরাসরি বসানো জাপানি রেললাইন প্রযুক্তি। অত্যাধুনিক প্রযুক্তির জাপানি রেললাইনের ওপর দিয়ে ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করতে পারবে। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু প্রকল্প অফিস সূত্রে জানা যায়, প্রকল্পের কাজের অগ্রগতি প্রায় ৮০ শতাংশ। প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ২০২৪ সালের আগস্ট পর্যন্ত। তবে চুক্তির মেয়াদ ৩-৪ মাস বাড়িয়ে এ বছরের ডিসেম্বরে উদ্বোধন করা হবে প্রকল্পটি। ডিপেন্ডেবল রানওয়ে : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ক্রমবর্ধমান ফ্লাইট এবং যাত্রীর চাপ সামলাতে নির্মাণ করা হয়েছে তৃতীয় টার্মিনাল। প্রকল্পটির ৯০ শতাংশ কাজ শেষ হয়ে যাওয়ায় গত বছর ৭ অক্টোবর এর আংশিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছরের অক্টোবরে থার্ড টার্মিনালকে পুরোদমে চালু করার পরিকল্পনায় এগোচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।  বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল যোগ হওয়াতে টার্মিনাল সংকট কাটলেও চাপ বাড়বে রানওয়েতে। এমনিতে উড্ডয়নের সময় উড়োজাহাজগুলোকে অপেক্ষা করতে হয়, তার ওপর ফ্লাইট বাড়লে এই জট আরও বাড়বে। প্রয়োজন থাকলেও জায়গা সংকটে নতুন করে পূর্ণাঙ্গ রানওয়ে করা সম্ভব হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বলছে, ফ্লাইটের চাপ সামলাতে নির্মাণ করা হবে ‘ডিপেন্ডেবল রানওয়ে’। তৃতীয় টার্মিনালকে গতিশীল রাখতে অগ্রাধিকার ভিত্তিতে এ বছরই শেষ করা হবে ডিপেন্ডেবল রানওয়ের নির্মাণকাজ। বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প : অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে ঢাকা-গাজীপুর রুটের বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প। চলতি বছরের জুনের মধ্যে এই প্রকল্পের সম্পূর্ণ কাজ শেষ হওয়ার বিষয়ে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গত ১৬ জানুয়ারি সেতু ভবনে এক সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী এ তথ্য জানান। প্রকল্পটি চালু হলে মাত্র ৪০ মিনিটে গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত যাতায়াত করা যাবে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট অনেকটাই কমে যাবে। যানজট কমানোর লক্ষ্যে ‘গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট’ প্রকল্পের (বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট) আওতায় ২০১২ সালের ১ ডিসেম্বর একনেক বিআরটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৬ সালের ডিসেম্বরে। এরপর কয়েক দফা সময় বাড়িয়ে ২০২৩ সালের ডিসেম্বর নির্ধারণ করা হয়েছিল। অর্থাৎ চার বছরের প্রকল্প শেষ করতে সময় লেগেছে ১২ বছর। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (বাকি অংশ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে ফার্মগেট অংশের উদ্বোধন করেন গত বছরের ২৩ সেপ্টেম্বর। এক্সপ্রেসওয়ে দিয়ে বিমানবন্দর থেকে ফার্মগেট এলাকায় যাতায়াতে সময় লাগছে মাত্র ১০ মিনিট। চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত বাকি অংশের কাজ ২০২৪ সালের মধ্যেই সম্পন্ন হওয়ার কথা।
২৬ জানুয়ারি ২০২৪, ১৬:৩৪

ফ্যানফেয়ারের মেগা কন্টেস্ট বিজয়ীরা পুরস্কৃত
সম্প্রতি ফ্যানফেয়ারের ধানমন্ডি কার্যালয়ে মেগা ভিডিও কন্টেস্ট ”মাই ভ্লগ মাই ডে”-এর বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েশন চ্যানেল kinGOPoLY-এর কনটেন্ট ক্রিয়েটর মি. তানভীর হায়দার তুষার। প্রায় দুই হাজারের মত ভিডিও থেকে বাছাইয়ের পর সেরা ৩ জন বিজয়ীরা জিতে নেন বাই-সাইকেল, ডিনার সেট ও স্কিন-কেয়ার সামগ্রীর গিফটবক্স।   পুরষ্কার পেয়ে বিজয়ীরা উচ্ছাসের পাশাপাশি এধরণের ক্রিয়েটিভ কন্টেন্ট তৈরির প্রতিযোগিতাকে স্বাগত জানান। অনুষ্ঠানে তানভীর এইচ তুষার বলেন, ”দেশের প্রথম সোস্যাল কমার্স প্রতিষ্ঠান হিসেবে ফ্যানফেয়ার যেভাবে কাজ করছে সেটি অভাবনীয়। প্ল্যাটফর্মটি কোয়ালিটি ভিডিও কন্টেন্টকে যেভাবে গুরুত্ব দিয়েছে সেটি প্রশংসার দাবিদার।'' ফ্যানফেয়ার বাংলাদেশের প্রথম সোস্যাল কমার্স প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠানটি দেশের স্বনামধন্য বিভিন্ন ব্র্যান্ড ও ইউজারদেরকে প্রাধান্য দিয়ে সফলতার সাথে কাজ করে আসছে। ফ্যানফেয়ার অ্যাপে ভালমানের কন্টেন্ট চাইলেই ইউজাররা শেয়ার করতে পারেন। এর পাশাপাশি বিভিন্ন ধামাকা কন্টেস্টেও অংশগ্রহণ করতে পারেন অ্যাপ ব্যাবহারকারীরা।  বর্তমানে ফ্যানফেয়ার অ্যাপে চলছে "Favorite Homemade Food" নামের একটি মেগা ভিডিও কন্টেস্ট।  যেখানে যে কেউ চাইলেই যেকোন খাবারের রেসিপি, ভ্লগ কিংবা খাবার পরিবেশন সম্পর্কিত যেকোন ভিডিও শেয়ার করতে পারবেন আর জিতে নেয়া যাবে মাইক্রোওভেন, ইলেকট্রিক স্টোভ ও রাইসকুকারের মত আকর্ষনীয় সব পুরষ্কার।   এই Android: https://cutt.ly/IwjFnDOY IOS: https://cutt.ly/ywqyfgCz লিংকে গিয়ে ফ্যানফেয়ার অ্যাপ ডাউনলোড করে যে কেউ চাইলেই অংশগ্রহন করতে পারবেন ফ্যানফেয়ারের সকল কন্টেস্টে।
২২ জানুয়ারি ২০২৪, ১৪:২৩

‘আমি দৌড়াতে পারি বলেই মেগা প্রকল্প আসছে’
নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, আমি একটা কাজে লেগে থাকতে পারি। কষ্ট করতে পারি। আমি মন্ত্রণালয়ে দৌড়াতে পারি। অফিস থেকে অফিসে দৌড়েছি বলেই আজকে নড়াইলে মেগা প্রকল্প আসছে। সোমবার (১ জানুয়ারি) লোহাগড়া উপজেলার কাশীপুর ইউনিয়নের গিলাতলা প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে পথসভায় এ কথা বলেন ম্যাশ। তিনি বলেন, আইটি পার্ক, ইঞ্জিনিয়ারিং কলে— এগুলো আপনাদের বাড়ির পাশেই হয়েছে। এগুলো যদি না আসে আপনাদের ছেলে-মেয়েরা পড়ালেখা করবে কোথায়, ট্রেনিং করবে কোথায়। সন্তানরা বড় হয়ে তাদের পরিবারকে সাপোর্ট দেবে, নিজেরা ভালো থাকতে পারবে। তবে সেই জায়গাটা আমাদের তৈরি করে দিতে হবে। ৭ জানুয়ারি আপনারা কষ্ট করে ভোটকেন্দ্রে গিয়ে মূল্যবান ভোটটি দেবেন। আমি নৌকা প্রতীক নিয়ে এসেছি। আমি বিশ্বাস করি, আপনারা আপনার সন্তানকে ভোটটা দিয়ে কাজ করার সুযোগ করে দেবেন। এ সময় উপস্থিত ছিলেন, নড়াইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. সৈয়দ আইয়ুব আলী, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আ. হান্নান রুনু, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিযুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফয়জুল হক রোম, কাশীপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন মুন্না, মো. ওবায়দুর রহমান বিপ্লব প্রমুখ।
০১ জানুয়ারি ২০২৪, ২৩:৪৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়