• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
মুজিবনগরে ট্রলি উল্টে চালক নিহত
মেহেরপুরের মুজিবনগরে ট্রলি উল্টে লিটন আলী (৩৮) নামের এক চালক নিহত হয়েছেন। এ সময় পাওয়ার ট্রিলারে থাকা আরও ৫ যাত্রী আহত হয়েছেন। শনিবার (২০ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।  নিহত লিটন আলী মুজিবনগরের বাবরপাড়া গ্রামের নাসির উদ্দীনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর-মহানমহনপুর সড়ক দিয়ে নির্মাণ শ্রমিক নিয়ে কাজে যাচ্ছিল একটি পাওয়ার ট্রিলার ট্রলি। ঘটনাস্থলে গিয়ে সামনে থেকে  আসা একটি মাটি বহনকারী ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে ঘটনাস্থলেই পাওয়ার ট্রিলার ট্রলি চালক লিটন আলীর মৃত্যু হয়।  আহত হয় ট্রলির যাত্রী নির্মান শ্রমিক সুমন (২০), ইদ্রিস (৪৫), দেলোয়ার (২৬), নজরুল (৬৫) ও আহসান (২০) ।  স্থানীয়রা তাদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুজিনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি উজ্জল কুমার দত্ত। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
২০ এপ্রিল ২০২৪, ২২:৫০

দ্রুত সময়ের মধ্যে মুজিবনগরে স্থলবন্দর হবে : জনপ্রশাসনমন্ত্রী 
ঐতিহাসিক মুজিবনগরে স্থলবন্দরের কাজ দ্রুত সময়ের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, স্থলবন্দরের জন্য আমাদের এপারে যেমনি সড়ক নির্মাণ করা হয়েছে ওই দিকেও (ভারতের অংশে) রাস্তা নির্মাণের কাজ চলছে।  বুধবার (১৭ এপ্রিল) সকালে মুজিবনগর দিবসের অনুষ্ঠানে ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। জনপ্রশাসনমন্ত্রী বলেন, একটি স্থলবন্দর হতে গেলে দুই অংশের (বাংলাদেশ-ভারত) রাস্তাঘাট ঠিক করতে হয়। সেক্ষেত্রে আমরাও বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা মুজিবনগর-দর্শনা সড়কটি প্রশস্ত করেছি। এখান থেকে অন্যান্য সংযোগ সড়কগুলোর ডিপিপি কার্যক্রম চলমান আছে। স্থলবন্দরের জন্য দুদেশেরই কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, দ্বিপাক্ষিক কার্যক্রম বাস্তবায়নের মধ্য দিয়ে শিগগিরই স্থলবন্দর চালু হবে।’ এর আগে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জনপ্রশাসনম্ত্রী ও মেহেরপুর জলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। এরপর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন তিনি। 
১৭ এপ্রিল ২০২৪, ১৫:২৭

মুজিবনগরে পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৫ 
মেহেরপুরের মুজিবনগরে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শনিবার (২৪ ফেব্রয়ারি) বিকেলে উপজেলার শিবপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অনলাইন জুয়ায় এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে অস্ত্র নিয়ে তারা অবস্থান করছিলেন বলে ধারণা পুলিশের। গ্রেপ্তাররা হচ্ছেন মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের শাহজুল শেখের ছেলে শেখ বিজয় (২১), কোমরপুর গ্রামের বিল্লাল শেখের ছেলে প্রিন্স শেখ (৩৪) ও সিরাজুল ইসলামের ছেলে শাহিন রেজা (২৪), যশোরের কোতোয়ালি থানার আবদুল খালেকের ছেলে রাজন হাসান (২৯) ও শফিকুল ইসলামের ছেলে আলামিন (৩১)। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল দত্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে অনলাইন জুয়াড়ি বিজয় শেখের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় বিজয় শেখসহ তার সঙ্গীয় চারজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে বাড়ির সেপটিক ট্যাংক থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। গ্রেপ্তার বিজয় শেখের নামে অনলাইন জুয়ার মামলা রয়েছে বলে জানায় পুলিশ। মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান বলেন, তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য সেখানে অস্ত্র নিয়ে অবস্থান করছিলেন বলে জানতে পারে পুলিশ। তারা অনলাইন জুয়া ছাড়াও সন্ত্রাসী কর্মকাণ্ড জড়িত কি না তা তদন্ত করা হচ্ছে।
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়