• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
আরটিভিতে আজ যা দেখবেন
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন- সকাল ৯টায় লাইভ টকশো ‘আজ পত্রিকায়’।  সকাল ৯টা ৪৫মিনিটে ‘সকালের সংবাদ’।  সকাল ১১টা ২মিনিটে ‘ঢাকা আই কেয়ার হসপিটাল সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি’। প্রযোজনা- এম শামসুদ্দিন মিঠু।  সকাল ১১টা ৩০মিনিটে সরাসরি অনুষ্ঠান ‘সুস্থ্য থাকুন’। প্রযোজনা- এম শামসুদ্দিন মিঠু।  দুপুর ২টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘মন বসে না পড়ার টেবিলে’। অভিনয় করেছেন- রিয়াজ, শাবনূর।   বিকেল ৫টা ৩০মিনিটে ‘নির্বাচিত নাটক’।   রাত ৮টায় ‘শুক্রবারের বিশেষ নাটক’।  রাত ৯টা ২০মিনিটে শুক্র, শনি ও রবিবার ধারাবাহিক নাটক ‘ট্রাফিক সিগনাল’।  পরিচালনা- ইকবাল মাহমুদ বাবুল।  অভিনয় করেছেন- আখম হাসান, সাইদ বাবু, হোমায়রা হিমু, নাফিজা, শিরিন আলম, প্রাণরায়, আমিরুল হক চৌধুরী, চিত্রলেখা গুহ প্রমুখ। রাত ১০টায় প্রতি শুক্র, শনি, রবি, সোমবার ধারাবাহিক নাটক- ‘চিটার এন্ড জেন্টেলম্যান’।  রচনা ও পরিচালনা- সঞ্জিত সরকার।  অভিনয় করেছেন- মীর সাব্বির, নাদিয়া আহমেদ, আখম হাসান, উর্মিলা শ্রাবন্তি কর, সাজু খাদেম, নাবিলা ইসলাম, আরফান আহমেদ, প্রাণ রায়, আইরিন তানি, ডাঃ এজাজ, তাহমিনা সুলতানা মৌ, ফারুক আহম্মেদ, ওলিউল হক রুমি, রিমি করিম, শ্যামল জাকারিয়া, তারেক স্বপন, আব্দুল্লা রানা, মিলন ভট্ট, হোসনে আরা পুতুল, শফিক খান দিলু, বিনয় ভদ্র, মিলি বাসার, আমিন আজাদ, পারভেজ আক্তার, অনামিকা, সিলভিও তন্ময় সোহেল প্রমুখ।  রাত ১০টা ৪৫ মিনিটে ‘রাতের সংবাদ’।  রাত ১১টা ২৫ মিনিটে টকশো ‘এই মুহূর্তে বাংলাদেশ’।  রাত ১২টায় ‘দূর পরবাসে’।  রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ’। 
১৯ এপ্রিল ২০২৪, ০৮:৩০

জয়কে নিয়ে নেওয়া সিদ্ধান্তে মন খারাপ শাকিবের পরিবারের
শাকিব-অপু দম্পতির একমাত্র সন্তান আব্রাম খান জয়কে বিদেশ পাঠাচ্ছেন ঢাকাই সিনেমার এই তারকা জুটি। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন অপু বিশ্বাস। অপু বিশ্বাস বলেন, শাকিব ও আমি দুজন মিলেই ছেলেকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। চলতি বছরই পড়াশোনার জন্য জয় বিদেশে যাবে। সময় যত ঘনিয়ে আসছে, বুকটা কেমন জানি ভারি হয়ে যাচ্ছে। বলে বোঝানো যাবে না। তবে সাবেক এই তারকা দম্পতি তাদের ছেলেকে কোন দেশে পাঠাচ্ছেন, তা আপাতত গোপন রেখেছেন অপু। শাকিব-অপুর ছেলে জয়ের বয়স এখন মাত্র ৮ বছর। এই বয়সেই তাকে একা বিদেশ পাঠানো হবে? এমন প্রশ্নের জবাবে অপু বলেন, না না আমি ওকে একা রাখব না। আমি বাবা-মা, আমরা ফ্যামেলির সবাই মিলেমিশে থাকা হবে। জয় শুধু আমার জীবনেই গুরুত্বপূর্ণ নয় ও আমাদের পরিবারের সবার কাছেই গুরুত্বপূর্ণ। ভিডিও সাক্ষাৎকারে অপু আরও বলেন, যখন আমি আমার জয়কে নিয়ে প্রথম টিভিতে আসি, তখন শুধুই একজন মায়ের জায়গা থেকে এসেছিলাম। এটার জন্য অনেক কথা শুনতে হয়েছে। সেই সঙ্গে এখন সামাজিকমাধ্যম যতটা উপকারী আমার মনে হয় তার থেকে বেশি ক্ষতিকর। মানুষ অনেক কথাই বলবে। সেগুলোকে পাত্তা দিলে নিজেদের ক্ষতি। যাইহোক, সব কিছু মিলে বছরটি সাজিয়েছি। এদিকে অপু জানান,  সন্তানকে বিদেশ পাঠানোর সিদ্ধান্তে মন খারাপ হয়েছিল শাকিবের পরিবারের। তবে তাদের বুঝিয়ে রাজি করাতে সক্ষম হয়েছেন নায়িকা। 
১৬ এপ্রিল ২০২৪, ১৭:১৮

মেঘনা নদী থেকে ৪২০ মন জাটকা জব্দ
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদী থেকে ১৬ হাজার ৮০০ কেজি (৪২০) মন জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। একই সঙ্গে ১৬ জন জাটকা পরিবহনকারীকে আটক করা হয়।  শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মেঘনার ঢালচর এলাকা থেকে জাটকাসহ তাদের আটক করা হয়।   বিজ্ঞপ্তিতে বলা হয়ে, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনার হাতিয়ার ঢালচর এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। অভিযানে ভোলার মনপুরা থেকে নোয়াখালীর চেয়ারম্যান ঘাটগামী একটি বাল্কহেডে অভিযান চালানো হয়। পরে বাল্কহেডে তল্লাশি করে প্রায় ৪২০ মণ জাটকাসহ ১৬ জনকে আটক করা হয়। পরবর্তীতে হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম সরোয়ারের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরিব ও অসহায় দুস্থ পরিবারের মাঝে জাটকাগুলো বিতরণ করা হয় এবং আটককৃত ব্যক্তিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
২৬ জানুয়ারি ২০২৪, ১৮:১২

নায়িকার মন রাখতে প্রতিজ্ঞা ভাঙলেন সৌরভ
দীর্ঘদিন ধরে একটি কাজ থেকে বিরত ছিলেন সৌরভ গাঙ্গুলী। কারও অনুরোধেই পুনরায় করেননি। এবার দেখা গেল ব্যতিক্রম চিত্র। এতদিন যা করেননি সুন্দরী নায়িকা তিয়াসা লেপচার অবদার রাখতে গিয়ে সেটিই করে বসলেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। দাদাগিরির মঞ্চে সৌরভের জন্য দিদুনের হাতে বানানো পিঠে নিয়ে এসেছিলেন তিয়াসা রায়। দিদুনের হাতে বানানো পিঠে তাই ডায়েট ভুলেই চেখে দেখলেন সৌরভ। এখানেই কিন্তু শেষ নয়, নারকেলের পুর জোটেনি প্রথমে, তাই তাও চেয়ে নিতে দেখা গেল তাকে। একই সঙ্গে করলেন গালভরা প্রশংসাও। নেটিজেনদের মন্তব্য, “যত যাই করুন না কেন, দিনের শেষ আপনি যে বাঙালি। পিঠের মোহ ফেলবেনই বা কী করে?” গত বছরই স্বামী সুবান রায়ের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তিয়াসার। শোনা যাচ্ছিল টলিপাড়ার অভিনেতা সোহেলের সঙ্গে এই মুহূর্তে সম্পর্কে রয়েছেন তিনি। সম্প্রতি এক রিয়েলিটি শোয়ে এসেছিলেন তিনি। সেখানেই তিয়াসা জানান ২০২৫-এর অক্টোবরের পর বিয়ে করছেন তিনি। কিন্তু কাকে? হেসে তিয়াসা বলেছিলেন, এবার একটা ছেলে পেলেই হলো। এরপরই প্রশ্ন ওঠে তবে কি সেই সম্পর্কে বিচ্ছেদ হয়ে গিয়েছে। তিয়াসা যদিও নীরব। এদিকে তোড়জোড় চলছে সৌরভের বায়োপিক নিয়ে। এরমধ্যে চিত্রননাট্য লেখার কাজ শেষ। এই ক্রিকেট কিংবদন্তির চরিত্রে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে। ছবিটি বিক্রমাদিত্য মোটওয়ানের পরিচালনার কথা। 
১৫ জানুয়ারি ২০২৪, ১৩:৫১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়