• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
হাতীবান্ধায় ২ ইউনিয়নে কমিউনিটি হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আদর্শ যুব কর্মসংস্থান ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ও সমন্বিত গ্রামীণ উন্নয়ন কর্মসূচি (আইআরডিপি) এর উপজেলা ও ইউনিয়ন হেলথ কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় কমিউনিটি হেলথ কমপ্লেক্সের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (৯ মার্চ) সকালে হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ও পাটিকাপাড়া ইউনিয়নে পৃথক পৃথকভাবে কমিউনিটি হেলথ কমপ্লেক্সের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।  এ সময় উপস্থিত ছিলেন আইআরডিপির প্রকল্প পরিচালকের পক্ষে পরিদর্শক শফিকুল ইসলাম, চিফ কো-অর্ডিনেটর মাজেদুর রহমান, ডাউয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ৫নং ওয়ার্ড সভাপতি লাভলী বেগম, ইউপি সদস্য মাহাবুবার রহমান, জমিদাতা রাশিদুল ইসলাম ও পাটিকাপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, জমিদাতা খলিলুর রহমানসহ স্থানীয় ব্যক্তিবর্গ। প্রতিটি ইউনিয়নে ৪ কক্ষ বিশিষ্ট  হেলথ কমপ্লেক্সের নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় এক কোটি টাকা। এ সময় আইআরডিপির প্রকল্প পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, কমিউনিটি হেলথ কমপ্লেক্স চালু হলে এ প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নেওয়া সহজ হবে। প্রতিটি মানুষ হাতের নাগালে পাবে স্বাস্থ্যসেবা।
০৯ মার্চ ২০২৪, ১৭:৫৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়