• ঢাকা মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
logo
পুলিশের ব্যারিকেড ভেঙে চাকরির বয়স ৩৫ প্রত্যাশীদের অবরোধ
রাজধানীতে চাকরির বয়স ৩৫ করার দাবিতে আন্দোলনরত চাকরিপ্রত্যাশীদের গণভবন অভিমুখে পদযাত্রায় বাধা দেয় পুলিশ। এরপর পুলিশ ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন চাকরির বয়স ৩৫ প্রত্যাশীরা। এতে শাহবাগ এলাকায় যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।  শনিবার (১১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এর আগে বিকেল পৌনে ৩টার দিকে রাজু ভাস্কর্য থেকে পদযাত্রা নিয়ে গণভবন অভিমুখে যাত্রা করলে পুলিশ বাধা দেয়। পরে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনরত চাকরিপ্রত্যাশীরা।  এ সময় তারা ‘পঁয়ত্রিশ আমার অধিকার’, ‘পদ্মা মেঘনা যমুনা, ৩৫ আমার ঠিকানা’, ‘৩০-এর শৃঙ্খল ভেঙে দাও’ ও ‘নির্বাচনী ইশতেহার পালন করতে হবে’সহ নানান স্লোগান দেন। সরকারি চাকরির বয়স ৩৫ করার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন একদল চাকরিপ্রত্যাশী। সবশেষ শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দেন তারা। পরে শিক্ষামন্ত্রী চাকরির বয়স ৩৫ করার দাবিতে জনপ্রশাসনমন্ত্রীকে সুপারিশ করেন এদিন সকাল থেকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে জড়ো হন ৩৫ প্রত্যাশীরা। চট্টগ্রাম, কুমিল্লা মানিকগঞ্জ, গাজীপুরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩৫ প্রত্যাশীরা এসে জড়ো হন। এরপর রাজু ভাস্কর্য থেকে পদযাত্রা নিয়ে গণভবন অভিমুখে রওনা হলে শাহবাগ থানার সামনে তাদেরকে বাধা দেয় পুলিশ। ৩৫ প্রত্যাশীর জানান, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ৩৫ বছর করার দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার পরে ৩৫ প্রত্যাশীরা লাগাতার কর্মসূচির কথা ভাবছেন। তারই অংশ হিসেবে আজকের সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছিল। উল্লেখ্য, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ৩৫ বছর চেয়ে আন্দোলন করে আসছেন।
১১ মে ২০২৪, ১৭:৩৫

চাকরির বয়স ৩৫ প্রত্যাশীদের পদযাত্রায় পুলিশের বাধা
রাজধানীতে চাকরির বয়স ৩৫ করার দাবিতে আন্দোলনরত চাকরিপ্রত্যাশীদের গণভবন অভিমুখে পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। শনিবার (১১ মে) বিকাল ৩টার দিকে এ পদযাত্রা করেন তারা।  এদিন সকাল থেকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে জড়ো হন ৩৫ প্রত্যাশীরা। চট্টগ্রাম, কুমিল্লা মানিকগঞ্জ, গাজীপুরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩৫ প্রত্যাশীরা এসে জড়ো হন। এরপর রাজু ভাস্কর্য থেকে পদযাত্রা নিয়ে গণভবন অভিমুখে রওনা হলে শাহবাগ থানার সামনে তাদেরকে বাধা দেয় পুলিশ। ৩৫ প্রত্যাশীর জানান, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ৩৫ বছর করার দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার পরে ৩৫ প্রত্যাশীরা লাগাতার কর্মসূচির কথা ভাবছেন। তারই অংশ হিসেবে আজকের সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছিল।  উল্লেখ্য, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ৩৫ বছর চেয়ে আন্দোলন করে আসছেন।  
১১ মে ২০২৪, ১৬:৩৪

১০ জনকে নিয়োগ দেবে ওয়ালটন, বয়স ২০ হলেই আবেদন
নিয়োগি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.। প্রতিষ্ঠানটি তাদের ‘কল সেন্টার এক্সিকিউটিভ’ পদে ১০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম : ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি. পদের নাম : কল সেন্টার এক্সিকিউটিভ পদসংখ্যা : ১০টি বয়স : ২০ থেকে ৩০ বছর কর্মস্থল : ঢাকা (মিরপুর) বেতন : ১৭,০০০- ২০,০০০ টাকা (মাসিক) অভিজ্ঞতা : সর্বোচ্চ ৮ বছর কাজের ধরন : চুক্তিভিত্তিক কর্মঘণ্টা : ফুল টাইম প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) শিক্ষাগত যোগ্যতা : স্নাতক/ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অন্যান্য সুবিধা : মোবাইল বিল, পারফরমেন্স বোনাস, লাভ শেয়ার, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি বোনাস ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। যেভাবে আবেদন করবেন : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ : ১৫ মে ২০২৪ পর্যন্ত।
১১ মে ২০২৪, ১৩:৪৬

স্ট্যান্ডার্ড ব্যাংকে চাকরির সুযোগ, বয়স ৫৫ হলেও আবেদন
সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি। এ ব্যাংকে হেড অফ ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়ান্স (আইসিসি) পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি পদের নাম: হেড অফ ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়ান্স (আইসিসি) শূন্য পদ: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: কোনো তৃতীয় শ্রেণি/বিভাগ ছাড়া স্নাতকোত্তর ডিগ্রি কাজের ধরন: ফুল-টাইম অভিজ্ঞতা: কমপক্ষে ২০ বছর বয়সসীমা: কমপক্ষে ৫৫ বছর কর্মস্থল: বাংলাদেশের যে কোনো স্থানে আবেদনের নিয়ম: বিজ্ঞপ্তিটি বিস্তারিত জানতে এখানে ক্লিক করুণ।   আবেদনের শেষ দিন: ১৫ এপ্রিল ২০২৪ পর্যন্ত।
০২ এপ্রিল ২০২৪, ০৮:৫২

দেড় লাখ টাকা বেতনে চাকরি, বয়স ৬০ হলেও আবেদনের সুযোগ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড। সংস্থাটি ঢাকায় টেকনিক্যাল অ্যাডভাইজার–হিউম্যানিটারিয়ান অ্যান্ড রেসিলিয়েন্স পদে নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম : কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড পদের নাম : টেকনিক্যাল অ্যাডভাইজার-হিউম্যানিটারিয়ান অ্যান্ড রেসিলিয়েন্স শিক্ষাগত যোগ্যতা : সোশ্যাল স্টাডিজ, হিউম্যানিটারিয়ান অ্যাকশন, ডেভেলপমেন্ট স্টাডিজ, ডিজাস্টার ম্যানেজমেন্ট, ক্লাইমেট চেঞ্জ বা এ–সংক্রান্ত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অন্যান্য বিষয়ে পেশাদার ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাবেন। বয়স : সর্বোচ্চ ৬০ বছর চাকরির ধরন : দুই বছরের চুক্তিভিত্তিক কর্মস্থল : ঢাকা বেতন : ১ লাখ ৬১ হাজার ৬৯৪ টাকা অন্যান্য সুযোগ-সুবিধা : বছরে তিনটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, জীবন ও স্বাস্থ্যবিমা, ওপিডি ভাতা, মোবাইল ফোন বিলসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে আবেদনের নিয়ম : আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় : ৩ এপ্রিল ২০২৪ পর্যন্ত।
২৩ মার্চ ২০২৪, ০৯:৩২

বিয়ের সঠিক বয়স কত? জানা জরুরি
প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের মধ্যে ‘বিয়ে' শব্দটি অন্যরকম একটা আকর্ষণ সৃষ্টি করে। কেমন একটা মাদকতা কাজ করে, হৃদয়ে সহজেই শিহরণ জাগায় এই একটা শব্দ। বিয়ে জীবনকে করে সুশৃংখল। আবার এই বিয়েই জীবনটা করে দিতে পারে এলোমেলো। ভুল মানুষকে নির্বাচন করে আফসোস করতে হতে পারে সারা জীবন। নির্বাচন করতে হবে সঠিক মানুষকে।  পাশাপাশি বিয়ে হতে হবে সঠিক সময়। তাহলে কোন বয়সে বিয়ে করা উচিত? জীবনের কোন পর্যায়ে থাকলে বিয়ে করার সময়টাকে সবচেয়ে উপযুক্ত মনে হয়? বিয়ের সেরা সময় কোনটা? শুধু বয়স নয়, বিয়ের প্রসঙ্গ আসলে এর সঙ্গে জড়িয়ে থাকে আরও কিছু ব্যাপার। যিনি বিয়ে করবেন, সেই ছেলে বা মেয়েটি শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত কি না, নিজেকে উপযুক্ত ভাবছেন কি না, এমন ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক অনেক বিষয় কাজ করে। আবার বেশি বেশি ভাবতে গিয়ে অনেকের সঠিক সময়ে বিয়েটাই করা হয়না। যাই হোক নির্দিষ্ট বয়সে বিয়ে করা উচিত। যে বয়সে সংসার দায়িত্ব নেওয়া, স্থির চিত্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করা যায়। কিংবা জীবনটাকে গুছিয়ে নেওয়ার সবচেয়ে ভালো সময়।  হ্যা, বিশেষজ্ঞরা গবেষণা করে বলছেন বিয়ের জন্য শ্রেষ্ঠ সময় ২৮ থেকে ৩০ বছর। এই বয়সটাতেই কোনো ব্যক্তির সঙ্গে সারা জীবন কাটানোর পক্ষে সঠিক যুক্তি খুঁজে পায় মানুষ। এই বয়সেই পরিণতবোধ আসে। তারুণ্যের অস্থিরতা কাটতে থাকে। সঠিক সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেড়ে যায়। জীবনের এ পর্যায়ে এসে বুঝতে পারে, আসলেই এ মানুষটা তার যোগ্য কি না। কর্মজীবনেও এই বয়সে এসে স্থিতি আসে মানুষের জীবনে। তাই ২৮ থেকে ৩২ বছর বয়সের মধ্যেই বিয়েটা করা ভালো। সন্তান নেওয়া ও তাকে একটা পর্যায় পর্যন্ত অভিভাবকের ছায়া দেওয়ার জন্যও ভালো সময় পাওয়া যায়। তবে জীবনে অতীতে সম্পর্ক ভেঙে যাওয়ার বেদনা থাকতে পারে। অনেকে প্রতারণার ঘটনায় বিয়েতে বিতৃষ্ণায় ভুগতে পারেন। যদি এ ধরনের ঘটনা জীবনে থাকে, তবে বাস্তববাদী ও স্বাভাবিক থাকার চেষ্টা করতে হবে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে আঘাত আসতে পারে। অতীতের কষ্ট ভুলে নতুন সম্ভাবনাকে ইতিবাচকভাবে মেনে নিয়ে এগিয়ে যেতে হবে।
০৭ মার্চ ২০২৪, ০২:২০

একাধিক লোকবল নেবে ইবনে সিনা, বয়স ২১ হলেই আবেদন
ইবনে সিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বায়োকেমিস্ট পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ট্রাস্ট পদের নাম: বায়োকেমিস্ট পদসংখ্যা: নির্ধারিত নয়  শিক্ষাগত যোগ্যতা: বায়োকেমিস্ট্রি বিষয়ে বিএসসি (অনার্স) সহ এমএসসি। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। অন্যান্য যোগ্যতা: প্রতিষ্ঠিত ডায়াগনোস্টিক ল্যাবরেটরিতে বায়োকেমিস্টিতে অভিজ্ঞতা থাকতে হবে।  অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর চাকরির ধরন: ফুলটাইম  কর্মক্ষেত্র: অফিসে  প্রার্থীর ধরন: শুধু পুরুষ  বয়সসীমা: ২১ থেকে ৩০ বছর  কর্মস্থল: ঢাকা  বেতন: আলোচনা সাপেক্ষে  অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী  আবেদন যেভাবে: আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত। 
১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২১

‘নায়িকাদের বয়স বাড়লে একটু ভয় লাগে’
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। বরাবরই ব্যক্তিগত বিষয় নিয়ে স্পষ্টভাষী তিনি। এবার নিজের বয়স নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। সম্প্রতি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বাংলাদেশে এসেছেন স্বস্তিকা।   বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের বেগম ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে ছিল স্বস্তিকা অভিনীত নতুন সিনেমা ‘বিজয়ার পরে’র প্রদর্শনী। এদিন সেখানে উপস্থিত ছিলেন স্বস্তিকা।  এসময় সাংবাদিকদের সঙ্গে নিজের নানান বিষয় নিয়ে কথা বলেন স্বস্তিকা। সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, নায়িকাদের বয়স বাড়লে একটু ভয় লাগে।     স্বস্তিকা বলেন, বর্তমানে আমার বয়স ৪৩ বছর। এমনিতেই বয়স বাড়লে একটু ভয় লাগে। মন খারাপ লাগে এই ভেবে যে, মনে হয় মানুষের ভালোবাসা বুঝি এই একটু কমে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে এসে সেই ধারণাটা আমার মন থেকে মুছে গেছে। ঢাকার দর্শকদের প্রতি ভালোবাসা জানিয়ে অভিনেত্রী আরও বলেন, সারা বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আপনারা যে ভালোবাসা দেন, এটা আমার জন্য বিশাল প্রাপ্তি। ঢাকায় এসে যেখানেই যাচ্ছি, এতো ভালোবাসা পাচ্ছি, এতো উন্মাদনা দেখছি।  তিনি জানান, ফেসবুকে ঢাকার দর্শকদের অনেকেই বলেছিলেন, ‘বিজয়ার পরে’ সিনেমাটি প্রদর্শনীর সময় যেন বাংলাদেশি শাড়ি পরে আসি। দেখুন, আমি বাংলাদেশের শাড়ি পরেই আসলাম। আপনাদের সবাইকে অনেক ভালোবাসা।  আত্মযন্ত্রণায় কাতর এক প্রবীণ দম্পতির গল্পে নির্মিত হয়েছে ‘বিজয়ার পরে’। মূলত এই চলচ্চিত্র উৎসবে অংশ নিতেই চারদিন আগে ঢাকায় এসেছেন স্বস্তিকা। প্রসঙ্গত, স্বস্তিকা ছাড়াও ‘বিজয়ার পরে’ সিনেমায় আরও অভিনয় করেছেন— মমতা শঙ্কর, দীপঙ্কর দে, মীর আফসার আলী, মিশকা হালিম, বিদীপ্তা চক্রবর্তী, ঋতব্রত মুখোপাধ্যায়, খেয়া চট্টোপাধ্যায়সহ অনেকেই।   
২৫ জানুয়ারি ২০২৪, ১৫:২৫

লোকবল নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, বয়স বেশি হলেও চলবে
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটির এসএমই এবং অ্যামেজিং কর্পোরেট বিজনেস বিভাগ আরও/আরএম (অফিসার-সিনিয়র এক্সিকিউটিভ অফিসার) পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড পদের নাম: আরও/আরএম (অফিসার-সিনিয়র এক্সিকিউটিভ অফিসার) বিভাগ: এসএমই এবং অ্যামেজিং কর্পোরেট বিজনেস পদসংখ্যা: নির্ধারিত নয়  শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা: ব্যাংকিং, আর্থিক পরিষেবা, এসএমই পণ্য বিষয়ে জ্ঞান থাকতে হবে। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন পরিচালনায় যথেষ্ট জ্ঞান থাকতে হবে।  অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর  চাকরির ধরন: ফুলটাইম  কর্মক্ষেত্র: অফিসে  প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) বয়সসীমা: ২২ থেকে ৫০ বছর  কর্মস্থল: দেশের যেকোনো জায়গায়  বেতন: আলোচনা সাপেক্ষে  অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী  আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ২০ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত।
২৫ জানুয়ারি ২০২৪, ০৯:৫৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়