• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
১৬২৬ কোটি টাকায় রেলের ২০০ বগি কিনবে সরকার
বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০ বগি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় এক হাজার ৬২৬ কোটি টাকা। ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) এই অর্থায়ন করবে। বুধবার (৩ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান। তিনি জানিয়েছেন, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) অর্থায়নে বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০ ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহের একটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পে ব্যয় হবে এক হাজার ৬২৬ কোটি ৪৯ লাখ ৭২ হাজার ১৯৫ টাকা।  ভারতীয় প্রতিষ্ঠান বিআইটিইএস লিমিটেড ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজগুলো সরবরাহ করবে বলে জানিয়েছেন তিনি।  এ ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ‘৩৫টি ড্রেজার ও সহায়ক জলযানসহ আনুষঙ্গিক সরঞ্জামাদি সংগ্রহ এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের প্যাকেজ-২৯ এর আওতায় খুচরা যন্ত্রাংশসহ ১টি ট্রেইলিং সাকশন হোপার ড্রেজার (হোপার ক্যাপাসিটি ১০০০ ঘনমিটার) সংগ্রহের ক্রয়প্রস্তাবও অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ২৩৯ কোটি ৬৪ লাখ ৬৭ হাজার ১০৩.৫৫ টাকা। ভারতের কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের কাছ থেকে এ ড্রেজার কেনা হবে।
০৩ এপ্রিল ২০২৪, ১৮:১৫

নাঙ্গলকোটে ট্রেনের ৫ বগি উদ্ধার, লাইন সচল হতে লাগবে ৩ দিন
কুমিল্লার নাঙ্গলকোটের তেজের বাজারে বিজয় এক্সপ্রেসের লাইনচ্যুত ৯টি বগির মধ্যে ৫টি বগি উদ্ধার করা হয়েছে। এখনও ডাউন লাইনে চলাচল করতে হচ্ছে ট্রেনগুলোকে। উভয় রেললাইনে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আরও তিনদিন সময় লাগবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। বুধবার (২০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামস্থ রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত লাইনচ্যুত ট্রেনটির ৫টি বগি উদ্ধার করা হয়েছে। এখনও ৪টি বগি উদ্ধার বাকি রয়েছে। উদ্ধার ও মেরামত কাজ শেষ করতে আরও ২ দিন লাগবে। তিনি আরও জানান, উভয় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে আরও ৩ দিন। এ দিকে উদ্ধার ও মেরামত কাজের সময় ডাউন লাইনে ট্রেন চলাচল কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয়। এতে করে ট্রেন চলাচলের নিয়মিত সিডিউল কিছুটা বিঘ্নিত হচ্ছে। উল্লেখ্য, ১৭ মার্চ কুমিল্লার নাঙ্গলকোটের তেজের বাজার এলাকায় চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়েছিল। এতে বেশ কয়েকজন আহত হয়। সেদিন থেকে এখনও উদ্ধার ও মেরামত কাজ চলছে।
২০ মার্চ ২০২৪, ১২:০৮

এবার পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
টাঙ্গাইলে পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সোমবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে বঙ্গবন্ধু সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল‌স্টেশ‌নের মাস্টার (বু‌কিং) রেজাউল ক‌রিম বিষয়টি নিশ্চিত ক‌রে‌ছেন। তিনি জানান, পঞ্চগড় থে‌কে ছে‌ড়ে আসা পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেন‌টি যাত্রা বিরতি শে‌ষে ঢাকার দি‌কে যাওয়ার সময় একটি ব‌গির চারটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনের চাকায় ত্রুটির কার‌ণে এ দুর্ঘটনা ঘটনা ঘ‌টেছে।  এর আগে রোববার (১৭ মার্চ) কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেনটি ৯টি বগি যাত্রী নিয়ে রেললাইনের পাশে পড়ে যায়। এ ঘটনায় অন্তত ১৫ আহত হন। 
১৯ মার্চ ২০২৪, ০১:০০

কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত
কুমিল্লার নাঙ্গলকোটে চট্টগ্রাম থেকে জামালপুর যাওয়ার পথে বিজয় এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার (১৭ মার্চ) দুপুর দেড়টার দিকে নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রোববার (১৭ মার্চ) রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্ধারিত সময়ের অনেক পরে ময়মনসিংহ অভিমুখী বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছেড়ে আসে। চৌদ্দগ্রামের গুণবতী স্টেশন পার হয়ে নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে প্রবেশের সময় আউটারে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়। হঠাৎ গরমের কারণে এমন হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ঘটনায় অর্ধশত যাত্রী আহত হয়েছেন এবং অন্তত তিন থেকে চার জন গুরুতর আহত হয়েছেন।  নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এটা বিজয় এক্সপ্রেস ট্রেন। হাসানপুর থেকে ৫ কিলোমিটার দূরে নাঙ্গলকোটের আগে ঘটনাটি ঘটেছে। ইঞ্জিন লাইনে আছে। তবে ৬ থেকে ৭টি কোচ লাইনচ্যুত হয়েছে। আমরা প্রাথমিকভাবে এ বিষয়টুকু জেনেছি। রিলিফ ট্রেন পাঠানোসহ আরও কিছু প্রাথমিক কাজ আছে, সেগুলো আমরা এই মুহূর্তে করছি। নাঙ্গলকোট রেল স্টেশন মাস্টার জামাল হোসেন বলেন, বগিগুলো ঢাকা-চট্টগ্রাম রেলপথের উভয় লাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকায় ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, চট্টগ্রাম-চাঁদপুর, চট্টগ্রাম-জামালপুর রোডে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। হতাহতের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।   প্রাথমিকভাবে দুর্ঘটনায় হতাহতের কোনো খবর জানা যায়নি। তবে দুর্ঘটনার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে ট্রেনটির কয়েকটি বগি ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। 
১৭ মার্চ ২০২৪, ১৮:০১

মন্ত্রী যেতেই ট্রেনে ১৮ বছরের পুরোনো বগি
পদ থেকে সরে যেতেই সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনের এলাকায় ট্রেনের বগি পরিবর্তন করে ১৮ বছরের পুরোনো জরাজীর্ণ বগি সংযোজিত করা হয়েছে। এতে যাত্রীরা ক্ষোভে ফুঁসছেন। জানা গেছে, দেশের সবচেয়ে দীর্ঘ বিরতিহীন ট্রেন সার্ভিস পঞ্চগড় এক্সপ্রেস। ঢাকা থেকে ঠাকুরগাঁও-পঞ্চগড় রেলপথের দৈর্ঘ্য ৬৩৯ কিলোমিটার। ট্রেনযাত্রায় স্বস্তি হওয়ায় দুটি জেলার মানুষের পছন্দের তালিকার প্রথমে রয়েছে রেলপথে ভ্রমণ। ফলে দুই জেলার বাসিন্দাদের মধ্যে ঢাকায় যাতায়াতে ট্রেনের চাহিদা বাড়ছে। ট্রেনটিতে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা আধুনিক সুবিধা সম্পন্ন মোট ১২টি বগি নিয়ে পঞ্চগড়-ঠাকুরগাঁও-ঢাকা পথে সরাসরি চলাচল করে আসছিল। কিন্তু নুরুল ইসলাম সুজন রেল মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব হারানোর পর পঞ্চগড়-ঠাকুরগাঁও আন্তঃনগর ট্রেনগুলোতে সংযুক্ত করা হয়েছে ১৮ বছরের পুরোনো নড়বড়ে ও মেয়াদোত্তীর্ণ বগি। যাত্রীরা বলছেন, আধুনিক সুবিধাসম্পন্ন ট্রেনটির বগি পরিবর্তন করে সংযোজন করা হয়েছে দীর্ঘদিনের পুরনো আর ভাঙাচোরা মুড়ির টিনের মতো বগি। যেগুলোতে বসতে গেলে সিটের সঙ্গে হাঁটু আটকে যায়। এভাবে পুরোনো সিটগুলো দিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের হয়রানি করছে। বিষয়টির দ্রুত সমাধান করা উচিত। তা না হলে সাধারণ মানুষ রেলপথ ভ্রমণ থেকে মুখ ফিরিয়ে নিবে। বগি পরিবর্তনের বিষয়টি নিয়ে উত্তরবঙ্গের মানুষের মধ্যে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। ঠাকুরগাঁও রোড স্টেশন মাস্টার মো. আক্তারুল বলেন, পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রীরা এসে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। আমাদের কিছু করার নেই। রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী এসব পরিবর্তন হয়েছে। তিনি বলেন, আগে ঠাকুরগাঁও থেকে আগে যে রেলের বগিগুলো চলাচল করতো সেগুলোর বগি ছিল নতুন। বর্তমানে পুরাতন বগি দেওয়া হয়েছে। বগিগুলোর সিট যদিও ছোট কিন্তু সিট সংখ্যা বাড়ানো হয়েছে। পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিয়মিত যাত্রী শাহাদাত রহমান বলেন, আগের সিটগুলো অনেক ভালো ছিল। এখনকার সিটগুলো খুব খারাপ, চাপা ও পুরাতন। ঢাকা-পঞ্চগড় দূরত্ব বিবেচনায় এমন সিট দেওয়া খুবই ন্যক্কারজনক। কামরুল হাসান নামে এক টিটি বলেন, বর্তমানের সিটগুলো অনেক পুরাতন এবং এখানে নামাজঘর নাই। এই বগিগুলোর সিট অনেক চাপা। পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম মো. আবদুল আউয়াল ভুঁইয়া বলেন, আগে পঞ্চগড়-ঠাকুরগাঁওয়ে চলাচল করা বগিগুলো চায়না বডি ছিল, খুব বেশি নষ্ট হতো। তাই বগিগুলোকে রাজশাহীতে নিয়ে আসা হয়েছে। অন্যদিকে বর্তমানের ইন্ডিয়ান বগিগুলো রাজশাহীতে ছিল। যা দীর্ঘ পথ পাড়ি দিলেও নষ্ট হয় না। সে জন্য এগুলো পঞ্চগড়-ঠাকুরগাঁওয়ে দেওয়া হয়েছে। তবে বগিগুলো ১৮ বছরের পুরানো।
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২৫

চলন্ত অবস্থায় ট্রেনের তিন বগি বিচ্ছিন্ন
ময়মনসিংহের গফরগাঁও-আওলিয়া নগরের মাঝামাঝি বালিপাড়া এলাকায় চলন্ত অবস্থায় ট্রেনের তিনটি বগি বিচ্ছিন্ন হয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে। এতে করে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি পথিমধ্যে গফরগাঁও-আওলিয়া নগরের মাঝামাঝি বালিপাড়া এলাকায় আসতেই পেছন থেকে তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। তিনি আরও বলেন, দ্রুত ট্রেনটির সঙ্গে বগি তিনটি জোড়া লাগানো হবে। এর পরেই ট্রেনটি রওনা দেবে। 
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৭

ফেনীতে সাগরিকা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীতে সাগরিকা এক্সপ্রেস নামের একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ পথে চলাচল বন্ধ থাকলেও স্টেশনের মূল প্লাটফর্মের ১ নম্বর ও ২ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।    শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৫৬ মিনিটে ফেনী রেলস্টেশনে এ ঘটনা ঘটে।     ফেনী রেল স্টেশন মাস্টার মো. হারুন উর রশিদ জানান, চাঁদপুর থেকে চট্টগ্রামমুখী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৪টা ৫৬ মিনিটে ফেনী স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করছিল। এ সময় হঠাৎ ট্রেনটির চারটি চাকাসহ একটি বগি লাইনচ্যুত হয়। তবে ট্রেনের গতি কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধারকারী ট্রেন এলেই বগিটি সরানোর ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।  ফেনী রেল স্টেশনের জিআরপি পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনা কবলিত ট্রেনটি ফেনী স্টেশনের প্ল্যাটফর্মেই রয়েছে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।  
১০ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪৩

বগি রেখেই ২ কিলোমিটার চলে গেল ট্রেন, অতঃপর...  
সীতাকুণ্ডে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেসের ইঞ্জিনের ক্লিপ ভেঙে ১৪টি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। ইঞ্জিনটি প্রায় দুই কিলোমিটার দূরে চলে যায়। তবে কোনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে সীতাকুণ্ড পৌরসভার উত্তরে ইয়াকুব নগর এলাকায় এ ঘটনা ঘটে। সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঢাকাগামী মহানগর এক্সপ্রেসের ইঞ্জিনবাহী বগির ক্লিপ ভেঙে যায়। এতে ইঞ্জিনটি প্রায় দুই কিলোমিটার দূরে চলে যায়। ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ১৪টি বগি। পরে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে একটি ইঞ্জিন বগি এনে সংযোজন করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিকল্প পথে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৩

চট্টলা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
পূর্বাঞ্চল রেলওয়ের চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘চট্টলা এক্সপ্রেস’ নামের একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) সকাল ৭টায় সীতাকুণ্ড পৌরসভার সিরাজ ভূঁইয়ার রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ট্রেনের যাত্রীরা জানান, সকাল ছয়টার দিকে চট্টলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে আসে। ট্রেনটি উপজেলার শুকলালহাট প্রগতি ইন্ডাস্ট্রিজ এলাকায় পৌঁছালে ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়। এরপর ঘটনাস্থল থেকে অন্তত এক কিলোমিটার দূরে সিরাজ ভূঁইয়ার রাস্তার মাথা এলাকায় গিয়ে ট্রেনটি থেমে যায়। রেলওয়ে পুলিশের (জিআরপি) সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ এসআই আমজাদ হোসেন জানান, চট্টলা এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে ট্রেনটি লাইনচ্যুত অবস্থায় দেখতে পান। তবে কী কারণে ঘটনা ঘটেছে সেটি বলতে পারেননি। সীতাকুণ্ড রেলস্টেশনের মাস্টার মোজাম্মেল হোসেন বলেন, দুর্ঘটনা কবলিত ট্রেনটির উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। আপাতত ঢাকামুখী ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ আছে।
০৩ জানুয়ারি ২০২৪, ১২:৪৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়