• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
দস্যুদের কবলে জিম্মি জাহাজ / মুক্তির পর আমিরাত থেকেই ফিরতে চান নাবিকরা
সোমালিয়ার উপকূলে জলদস্যুদের কবলে জিম্মি ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ এখনো মুক্ত হয়নি। দ্রুতই জাহাজটি মুক্তি পাবে এমন আশা করছেন মালিকপক্ষ। জাহাজটি মুক্তির পর যাতে দ্রুত নাবিকদের দেশে ফিরিয়ে আনা যায়, তাই আগাম প্রস্তুতি নিয়ে রাখছেন জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপ। এমনটিই জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র।  প্রক্রিয়ার অংশ হিসেবে জাহাজটি মুক্ত হলে নাবিকেরা কোথা থেকে সাইন অফ করবেন তথা জাহাজের কর্ম হতে অব্যাহতি নিবেন, তার তালিকা জাহাজের ক্যাপ্টেনকে দেওয়ার জন্য মালিকপক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে । সেই নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার (৯ এপ্রিল) নাবিকরা একটি তালিকা দিয়েছেন বলে নিশ্চিত করেছে সূত্রটি।  সূত্র জানায়, মালিকপক্ষের নির্দেশনার পরজাহাজের ২৩ নাবিকের মধ্যে ১৮ জন সংযুক্ত আরব আমিরাতের বন্দর থেকে সাইন অফ করবেন বলে সিদ্ধান্ত জানিয়েছেন। জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছালে বাকি পাঁচজন সাইন অফ করবেন। জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, আলোচনার অগ্রগতি হচ্ছে। আশা করছি, কম সময়ের মধ্যে নাবিকদের জিম্মিদশা থেকে মুক্ত করতে পারব। কয়লা নিয়ে জাহাজটি মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে দস্যুদের কবলে পড়ে। জাহাজটি মুক্ত হলে প্রথমে সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দরে নেওয়া হবে। সেখানে কয়লা খালাসের পর চট্টগ্রাম বন্দরে আসার কথা রয়েছে। তাই নাবিকদের মধ্যে কারা সংযুক্ত আরব আমিরাত থেকে সাইন অফ করবেন, তাদের তালিকা প্রস্তুত করছে মালিকপক্ষ। যতজন নাবিক সংযুক্ত আরব আমিরাতের বন্দর থেকে নেমে যাবেন, ততজন নাবিক বাংলাদেশ থেকে সেখানে পাঠানো হবে। প্রসঙ্গত, গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। জাহাজটি সোমালিয়া উপকূলে নেওয়ার ৯ দিনের মাথায় দস্যুরা মুক্তিপণের জন্য জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপের সঙ্গে যোগাযোগ করে। দর-কষাকষির পর দস্যুদের সঙ্গে সমঝোতার অগ্রগতি হয়েছে বলে  জানিয়েছে কবির গ্রুপ। তবে এখনো চূড়ান্ত সমঝোতার কথা বলেনি তারা।
১০ এপ্রিল ২০২৪, ০৮:৩২

দলে ফিরতে যা করতে হবে সৌম্যকে
ঘরের মাঠে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন সৌম্য সরকার। একটি বাউন্ডারি বাঁচাতে গিয়ে বাঁ-পায়ের হাঁটুতে চোট পেয়েছিলেন এই অলরাউন্ডার। যে কারণে ওই ম্যাচে আর ব্যাট হাতে নামা হয়নি তার। এরপর থেকেই বিশ্রামে আছেন বাঁ-হাতি এই ব্যাটার। সম্প্রতি ক্র্যাচে ভর দিয়ে সৌম্যকে হাঁটতে দেখা গেছে। এবার তার সবশেষ অবস্থার বিষয়ে জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থা-বিসিবি। জানা গেছে, দ্রুত মাঠে ফিরতে ইতোমধ্যেই রিহ্যাভ শুরু করেছেন সৌম্য। ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজের আগে ফিটনেস টেস্ট দিতে হবে তাকে। অবশ্য দলের সঙ্গে থাকা সব ক্রিকেটারকেই ফিটনেস পরীক্ষা দিতে হবে। তবে সৌম্যর জন্য সেই পরীক্ষা কিছু কঠিন হতে পারে। বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরীর ভাষ্য, ‘সৌম্য পায়ে ব্যথা পেয়েছিল, প্রায় ২১ দিন হয়ে গেল। এখন অনেকটাই ভালো, রিহ্যাভ চলছে। জিম্বাবুয়ে সিরিজের আগে ফিটনেস টেস্টের কথা বলেছে, ফিটনেস টেস্টে যদি ভালো করে তাহলে তো ঠিক আছে। ফিটনেস টেস্ট দিতে হবে, সেটা জিম্বাবুয়ের জন্য হোক বা বিশ্বকাপের জন্য, সবার জন্যই প্রযোজ্য। এটা কবে নাগাদ হবে নিশ্চিত নয়, তবে সিরিজের আগে হবে।’ উল্লেখ্য, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মে মাসে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। সূচি অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল। ঢাকায় পৌঁছে সেদিনই চট্টগ্রামের বিমান ধরবে রোডেশিয়ানরা।  এদিকে আগামী ৩ মে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের প্রথম তিনটি টি-টোয়েন্টি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। সেখানে বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে। অন্যদিকে সাগরিকা পর্ব শেষে দুই দলই ঢাকায় ফিরবে। সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি গড়াবে ঢাকায়। মিরপুরে ১০ ও ১২ মে হবে সিরিজের শেষ দুই ম্যাচ।
০৭ এপ্রিল ২০২৪, ১২:২১

সিরিজে ফিরতে টাইগ্রেসদের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য
ঘরের মাঠে অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সিরিজে ঘুরে দাঁড়াতে দ্বিতীয় ম্যাচে টাইগ্রেসদের সামনে জয়ের বিকল্প নেই। এমন সমীকরণে স্বাগতিকদের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে অজিরা। মঙ্গলবার (২ এপ্রিল) হোম অব ক্রিকেট মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬১ রানের সংগ্রহ পেয়েছে অজিরা। দলটির হয়ে জর্জিয়া ওয়ারহ্যামের ব্যাট থেকে সর্বোচ্চ ৫৭ রান এসেছে। টসে জিতে ব্যাটিংয়ে নেমেই ধাক্কা খায় অজিরা। দলীয় ১৫ রানে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার ফোবি লিচফিল্ড। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৭ বলে ২ রান।  এরপর শুরুর ধাক্কা সামাল দেন গ্রেস হ্যারিস ও জর্জিয়া ওয়ারহ্যাম জুটি। এই জুটি থেকে আসে ৯১ রান। আগ্রাসী ব্যাটিংয়ে হাফ-সেঞ্চুরির পর ৩০ বলে ৫৭ রান করে ফেরেন জর্জিয়া। এই ব্যাটারের বিদায়ের পরই মূলত অজিদের ব্যাটিং লাইন-আপে মূল ধস নামে। এরপর আর কোনো ব্যাটারই দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।  অন্যদিকে শেষ ওভারে অজি শিবিরে তাণ্ডব চালান টাইগ্রেস ফারিহা তৃষ্ণা। তার হ্যাটট্রিকে সংগ্রহ বড় করতে পারেননি অজিরা। শেষ দিকে অ্যালিসি পেরির ২৯ রানের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬১ রানের পুঁজি পায় সফরকারীরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন ফারিহা তৃষ্ণা।
০২ এপ্রিল ২০২৪, ১৪:০৩

নববধূ ফিরতে না চাওয়ায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা
চাঁদপুরে হাজীগঞ্জে বিয়ের ১৫ দিনের মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে মিলন মুন্সী (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।  বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের সুবিদপুর উত্তর পাড়া গ্রামের প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে। মিলন মুন্সী হাজিগঞ্জ উপজেলার ৪ নম্বর কালোচোঁ ইউনিয়নের উড়পুর মুন্সীর বাড়ির বাদল মুন্সীর ছেলে। স্বজনরা বলছেন, বিয়ের কয়েক দিন পর বাবার বাড়িতে যান তার স্ত্রী আকলিমা আক্তার (১৮)। এরপর স্ত্রী ফিরে আসতে না চাওয়ায় অভিমানে শ্বশুরবাড়িতে গিয়ে আত্মহত্যা করেন ওই যুবক। মিলন মুন্সীর বাবা বাদল মুন্সী জানান, গত ৫ মার্চ তার ছেলের সঙ্গে পারিবারিকভাবে আকলিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের আড়াই দিন পর বাবার বাড়িতে যান আকলিমা। এরপর ফিরে আসতে আর রাজি হচ্ছিলেন না তার ছেলের স্ত্রী। বৃহস্পতিবার তার ছেলে স্ত্রীকে নিতে শ্বশুরবাড়ি যান। সেখানে তার শাশুড়ি শাহানারা বেগম (শানু) তার মেয়েকে দেবেন না বলে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় মিলন পকেট থেকে বিষের বোতল বের করে খেয়ে ফেলেন। এরপর স্থানীয় চিকিৎসা শেষে কুমিল্লায় নেওয়ার পথে মৃত্যু হয়। গৃহবধূ আকলিমা আক্তারের বাবা আব্দুর রহিম বলেন, মেয়ে বিয়ে দেওয়ার পর বুঝতে পারে ছেলের কয়েকটি সমস্যা রয়েছে। যার কারণে এর আগেও দুই বার তারা আকলিমাকে নিতে আসলে দেওয়া হয়নি। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, মূলত এই ছেলেকে আগেও একবার গ্রেপ্তার করা হয়েছিল। সে তার বাবাকেও মারধর করত। সে নেশাগ্রস্ত থাকে। যার কারণে উত্তেজিত থাকে এবং মানসিক সমস্যাও রয়েছে। এই ঘটনায় মিলন মুন্সীর বাবা বাদল মুন্সী থানায় একটি মামলা করেছেন।
২২ মার্চ ২০২৪, ১৮:৫৮

জাতীয় দলে ফিরতে অধিনায়ক শান্তর সমর্থন চান সাইফউদ্দিন
সাকিব আল হাসান সরিয়ে শান্তকে জাতীয় দলের তিন ফরম্যাটে অধিনায়ক ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা সিরিজ শুরু হবে নাজমুল হাসান শান্ত অধ্যায়। তাই জাতীয় দলে ফিরতে টাইগার অধিনায়কের সমর্থন আশা করেছেন তরুণ পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। ইনজুরির কারণে দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে রয়েছে সাইফউদ্দিন। ইনজুরি ভালোভাবে না সেরে ওঠাই চলমান বিপিএলের ঢাকা ও সিলেট পর্বে খেলতে পারেননি তিনি। তবে মাঝপথে ফিরেছেন  ফিরেছেন তিনি। প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ২৪ রান দিয়ে ১ উইকেট পান তিনি। ওই ম্যাচে ২ চার ও সমান ছক্কায় ১৮ বলে ৩০ রান করেন সাইফউদ্দিন।   পরের ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ব্যাট হাতে নামার সুযোগ না পেলেও বল হাতে নেন তিন উইকেট। সবশেষ ম্যাচে ব্যাট ও বল হাতে আলো ছড়িয়েছেন এই অলরাউন্ডার। ৪ ওভারে ২৬ রান দিয়ে তিন উইকেট নেন। এর আগে ব্যাট হাতে ৬ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলেন।  তবে শ্রীলঙ্কা সিরিজের দলে জায়গা হয়নি তার। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামে ফরচুন বরিশালের অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সাইফউদ্দিন। সেখানে তিনি বলেন, গতকালকে ফোনে ওর সঙ্গে আমার কথা হয়েছে। আমি অনেক খুশি কারণ, সেই বাল্যকাল থেকে বয়সভিত্তিকে খেলে আসছি, দীর্ঘদিন আবাহনীর হয়ে খেলছি। আমাকে ও ভালো বুঝবে। ওর সামনে আমি অনেকগুলো সেরা ইনিংস সেটা ব্যাটিং হোক, বোলিং হোক করে দেখিয়েছি। আমার বিশ্বাস ও আমাকে সমর্থন দেবে দলে ফেরার ক্ষেত্রে।  শ্রীলঙ্কা সিরিজে না থাকলেও জতীয় দলে ফেরা নিয়ে সাইফউদ্দিন বলেন, কিছুদিন আগে আমি ইনজুরি থেকে উঠে এসেছি তাই হয়ত শ্রীলঙ্কা সিরিজে পরিকল্পনায় রাখেনি। আমি আশাবাদী যদি আরও ভালো খেলি। যেহেতু শ্রীলঙ্কা সিরিজ মিস হয়েছে, সামনে বিশ্বকাপের আগে যে সিরিজ থাকবে সেখানে হয়ত বিবেচনা করবে। সেই লক্ষ্যে আমি আমার সেরাটা দিয়ে অনুশীলন করার চেষ্টা করব, নির্বাচকদের নজরে আসার চেষ্টা করবো।  ‘সত্যি বলতে আমার তো আর হারানোর কিছু নেই, পাওয়ার অনেক কিছু ছিল। ইনশাআল্লাহ আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করতেছি। দেয়ালে পিঠ ঠেকে গেলে যেমন নিজের সেরাটা দিয়ে সামনে এগিয়ে যেতে চায় আমিও ওই চিন্তা ভাবনা নিয়েই মাঠে নেমেছি। যদিও আমি আমার সেরাটা দিতে পেরেছি কি না জানি না। তবে চেষ্টা করছি আরও ভালো করতে নিজের সেরাটা দিয়ে দলকে সামনে নিয়ে যেতে। ’ সবশেষ ২০২২ সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে সাইফউদ্দিন। এরপর থেকেই দলের বাইরে রয়েছেন তিনি।
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩৭

জান্তার পতন হলেই নিজভূমে ফিরতে পারবেন রোহিঙ্গারা? 
২০২১ সালে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা বাহিনীর সঙ্গে সংঘাত চলছে স্বাধীনতাকামী জাতিগত গোষ্ঠীগুলোর স্বশস্ত্র বাহিনীর। সাম্প্রতিক সময়ে এই সংকট সামাল দিতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে দেশটির জান্তা বা সামরিক শাসকরা। বিশ্লেষকরা বলছেন, নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে এখন জান্তা সরকার। আভাস পাওয়া যাচ্ছে ক্ষমতার রদবদলের। ফলে অনেকেই মনে করছেন, জান্তা সরকারের পতনের মধ্য দিয়ে নিজ দেশে ফিরে যাওয়ার সময় আসছে প্রায় এক দশক ধরে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সামনে। ভারমুক্ত হওয়ার সুযোগ আসছে বাংলাদেশের সামনেও।  তবে, শুধুমাত্র জান্তা সরকারের পতন হলেই কি নিজভূমে ফিরে যেতে পারবেন রোহিঙ্গা শরণার্থীরা? আরাকান আর্মি কি আসলেই ভরসাযোগ্য? কিংবা অং সান সুচি মুক্তি পেলে সুগম হবে রোহিঙ্গাদের মাতৃভূমিতে প্রত্যাবর্তনের পথ?          স্বাধীনতার পর থেকে সাত দশকেরও বেশি সময় ধরে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সামরিক বাহিনীর সংঘাত চলমান থাকলেও,  গত বছরের অক্টোবরে হামলা শুরু হওয়ার পর থেকে হাজার হাজার সৈন্য তাদের অস্ত্রশস্ত্র নিয়ে বিদ্রোহী বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। মিয়ানমারের সামরিক জান্তার দখলে থাকা অনেক শহর ও এলাকা বিদ্রোহীরা নিয়ন্ত্রণে নিয়েছে বলেও খবর প্রকাশ হয়েছে। মিয়ানমারের গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে কাজ করা বিশেষজ্ঞদের একটি দল 'স্পেশাল অ্যাডভাইসরি কাউন্সিল ফর মিয়ানমার'। তাদের তথ্য অনুযায়ী, এই মূহুর্তে দেশটির জান্তা সরকারের 'পূর্ণ নিয়ন্ত্রণ' রয়েছে মাত্র ১৭ শতাংশ ভূখণ্ডের উপর, ২৩ শতাংশ ভূখণ্ড নিয়ে দ্বন্দ্ব রয়েছে এবং আরাকান আর্মিসহ বিদ্রোহী গোষ্ঠীদের দখলে রয়েছে ৫২ শতাংশের মতো ভূখণ্ড। থাইল্যান্ড ভিত্তিক মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীতে প্রকাশিত খবর অনুযায়ী, সামরিক বাহিনী জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে বিভিন্ন প্রদেশে ৩৩টি শহরের দখল হারিয়েছে। এর মধ্যে চিন, সাকাই, কিয়াং প্রদেশ এবং উত্তরাঞ্চলের শান এবং শিন রাজ্য উল্লেখযোগ্য। সর্বশেষ বাংলাদেশের সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যেরও দখল নিয়েছে আরাকান আর্মি। জানুয়ারির শেষ দিকে এসে বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন ও আরাকান রাজ্যে ভয়াবহ আকার ধারণ করে যুদ্ধ-পরিস্থিতি। আরাকান আর্মির হামলায় পর্যুদস্ত হয়ে চলতি মাসের ৪ তারিখ থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সশস্ত্র সদস্যরাও। এর আগে শত শত সৈন্য সীমান্ত দিয়ে চীন ও ভারতে পালিয়েছে। যুদ্ধ না করেই আত্মসমর্পণ করেছে জান্তা সমর্থিত হাজার হাজার সৈন্য। অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত ত্রিশ হাজারের মতো সেনা হারিয়েছে জান্তা সরকার। যেখানে মিয়ানমারের সামরিক বাহিনীতে সেনার সংখ্যা মাত্র দেড় লাখ। মিয়ানমারে প্রতিদিনই পরাজয়ের মুখে পড়ছে সামরিক বাহিনী এবং দখল হয়ে যাওয়া ভূখণ্ডের নিয়ন্ত্রণ ফিরে পেতেও ব্যর্থ হচ্ছে তারা। সব দিক দিয়েই এখন কোণঠাসা জান্তা সরকার। একের পর এক এলাকার নিয়ন্ত্রণ হারাচ্ছে দেশটির সেনা সরকার। নিশ্চিত তথ্য পাওয়া না গেলেও, বলা হচ্ছে আরাকানের বেশির এলাকাই এখন বিদ্রোহী আরাকান আর্মির নিয়ন্ত্রণে।  এমন অবস্থায় দ্রুতই জনগণকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা হারাচ্ছে জান্তা সরকার। এরপরও নিজভূমে ফেরার স্বপ্ন দেখার সাহস পাচ্ছেন না বাংলাদেশের শরণার্থী রোহিঙ্গারা। আরাকান আর্মি সব নৃতাত্ত্বিক গোষ্ঠীকেই স্বীকৃতি দেয়ার কথা বললেও বিশ্বাস করতে পারছেন না তারা। বলছেন, এখন যে আরাকান বাহিনী জান্তা সরকারের বিরুদ্ধে লড়ছে, রোহিঙ্গাদের দেশত্যাগের পেছনে তাদেরও ভূমিকা ছিলো।  রোহিঙ্গা নেতা ও সাধারণেরা বলছেন, আরাকান আর্মির বেশিরভাগ সদস্যই রাখাইন জাতি গোষ্ঠীর সদস্য। আর এ রাখাইনরাই রোহিঙ্গাদের বেশি নির্যাতন করেছিলো। তাদের ভিটে মাটি দখলে নিয়েছিলো।  রোহিঙ্গাদের একটা অংশ আবার আশা করছেন সুচির নেতৃত্বাধীন এনইউজি ক্ষমতায় এলেই অবসান হবে রোহিঙ্গা সংকটের। তবে, ইতিহাস বলছে, সুচিও রোহিঙ্গাদের দূরে ঠেলেছেন। গণহত্যা অস্বীকার করেছেন। এমনকি সুচির এনইউজি সরকারেও রোহিঙ্গাদের পক্ষ থেকে রাখা হয়নি কোনও প্রতিনিধি। এমন অবস্থায় মিয়ানমারের জান্তা সরকার বিরোধী জোট রোহিঙ্গাদের ফেরত নেওয়ার যে মৌখিক প্রতিশ্রুতি দিচ্ছে, সেটির লিখিত দলিল চান রোহিঙ্গারা।  
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:০২

পর্দায় ফিরতে চান ঢাকাই সিনেমার তামান্না
ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা তামান্না। খুব অল্পদিনের ক্যারিয়ার হলেও দারুণভাবে আলো ছড়িয়েছিলেন চলচ্চিত্রে। ক্যারিয়ারের শুরুতেই শহীদুল ইসলাম খোকনের নির্মিত ‘ভণ্ড’ সিনেমার মাধ্যমে তারকাখ্যাতি পান তামান্না। এরপর বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি।   জনপ্রিয়তা পাওয়ার পরই অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেন তামান্না। অবশেষে দীর্ঘ বিরতির পর জানালেন, কাজে ফিরতে চান তিনি।   একই সময়ে ক্যারিয়ার শুরু করেন চিত্রনায়ক শাকিব খান ও তামান্না। এরপর অভিনয় করেন বাপ্পারাজ, রুবেল, রিয়াজ, শাকিল খান, মান্নার মতো জনপ্রিয় চিত্রনায়কদের সঙ্গে। তবে বর্তমানে মেধা আর পরিশ্রম দিয়ে শাকিব শীর্ষে অবস্থান করলেও দূরে সরে যান তামান্না। সুইডেনে বেড়ে ওঠা তামান্না অনেকটা বাবা-মার অনুমতি ছাড়াই চলচ্চিত্রে কাজ শুরু করেন। অভিনয়ের জন্য চলে আসেন ঢাকায়। তারকাখ্যাতি পাওয়ার পর ধীরে ধীরে অভিনয়ে থিতু হতে থাকেন এই নায়িকা।  এরপর তার ক্যারিয়ারে অন্যতম বাধা হয়ে দাঁড়ায় প্রেমের সম্পর্ক। ভালোবাসার বন্ধনে বাঁধা পড়ে দ্বিধায় ভুগতে থাকেন তিনি। অভিনেত্রীর ভাষ্য, একজন ভুল মানুষকে জীবনে বেছে নিয়েছিলেন তিনি। এটা তার জীবনে প্রেম নয়, ভুল ছিল। যেটা নিয়ে আক্ষেপ হয় তার। বর্তমানে সুইডেনেই থাকছেন তামান্না। সেখানেই দুই সন্তানকে বড় করছেন তিনি। কয়েকবছর একা থাকার পর এক গুজরাটি মুসলিমকে বিয়ে করে সংসারী হয়েছেন এই নায়িকা। এখন আবারও নিজেকে অভিনয়ে ব্যস্ত রাখতে চান তিনি। এ প্রসঙ্গে দেশের এক গণমাধ্যমে তামান্না বলেন, যদি কোনো অতিথি চরিত্রের কাজ হয় তাহলে করতে চাই। জীবনের অনেকগুলো বিকেলই তো পার হয়ে গেল। এখন এই ম্যাচিউরড সময়ে ভালো কিছু কাজ করে যেতে চাই। চিত্রনায়িকা আরও বলেন, দীর্ঘদিন অশান্তির সংসার বয়ে বেড়িয়েছি। একজন শিল্পীকে ধ্বংস করে দেওয়ার জন্য খারাপ সঙ্গীই যথেষ্ট। তাই খুব ভেবেচিন্তে জীবনসঙ্গী বেছে নেওয়া উচিত।
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪১

স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা / সংসদের প্রথম দিন হরতাল দিয়ে ‘মাঠের আন্দোলনে’ ফিরতে চায় বিএনপি
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ৩০ জানুয়ারি। ওই দিন হরতাল দিয়ে ‘মাঠের আন্দোলনে’ ফেরার কথা ভাবছে বিএনপি। সংসদ ভবন ঘেরাওয়ের মতো কর্মসূচিও দেওয়া হতে পারে নির্বাচন বর্জনকারী দলটির পক্ষ থেকে। গত মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮ তম জন্মবার্ষিকী আগামীকাল শুক্রবার। দিনটি পালনে আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। দলের নেতারা মনে করছেন, জন্মদিনের কর্মসূচির মাধ্যমে বর্তমান বিপর্যস্ত রাজনৈতিক অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজে পাবে বিএনপি।  স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে নেতারা বলেন, জিয়াউর রহমানের জন্মদিনের কর্মসূচিই হতে পারে স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম শুরুর প্রথম ধাপ। এর মাধ্যমে সারা দেশে নেতাকর্মীরা আত্মগোপন অবস্থা থেকে বের হয়ে স্বাভাবিক কার্যক্রম করার সুযোগ পাবেন। ফলে দলের প্রতিষ্ঠাতার জন্মদিনের কর্মসূচি ভালোভাবে পালন করার সিদ্ধান্ত হয়। গত ৭ জানুয়ারি একতরফা ও পাতানো নির্বাচনের মধ্য দিয়ে সরকার ক্ষমতায় এসেছে বলে অভিযোগ করে আসছে বিএনপি। আগের সংসদের মতো এই সংসদকেও দলটি অবৈধ বলছে। বিএনপি ও তার সমমনারা এক বছরের বেশি সময় ধরে আন্দোলন করলেও চূড়ান্ত সফলতা পায়নি। বরং তাদের ভোট বর্জনে দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ। এমন প্রেক্ষাপটে এখন নির্বাচনকেন্দ্রিক আন্দোলনের সফলতা ও ব্যর্থতা মূল্যায়ন করছে বিএনপি। এর অংশ হিসেবেই স্থায়ী কমিটির এই ভার্চুয়াল বৈঠক হয়। বৈঠক নিয়ে সূত্র জানায়, বিএনপি এখন ধীরে ধীরে নিয়মতান্ত্রিক কর্মসূচির মধ্য দিয়ে মাঠের আন্দোলনে ফিরতে চায়। এ বিষয়ে স্থায়ী কমিটির নেতারা তাদের মতামত তুলে ধরেন। কেউ কেউ ঢাকায় দ্রুততম সময়ে সমাবেশ করার পরামর্শও দেন। তাদের মতে, সমাবেশের মাধ্যমে নেতাকর্মীদের আবার একত্র হওয়ার সুযোগ তৈরি হবে। তবে অন্য নেতাদের মতে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ নেতাকর্মীরা এখনো সবাই জামিন পাননি। এ অবস্থায় সমাবেশ দিলে সেটি ঘিরে ফের গ্রেপ্তার অভিযান শুরু হতে পারে। এ জন্য নেতাকর্মীদের জামিন হওয়া পর্যন্ত বড় ধরনের সমাবেশে না যাওয়ার পক্ষে মত দেন তারা। সূত্র আরও জানায়, যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে দ্রুত সরকারবিরোধী কর্মসূচিতে যাবে বিএনপি। তবে জোরালো কর্মসূচি দেওয়ার সম্ভাবনা কম। মাঝে মাঝে ইস্যুভিত্তিক হরতাল দেওয়া হলেও ধারাবাহিক বড় কর্মসূচি দেবে না দলটি। পরবর্তী করণীয় নির্ধারণে ইতোমধ্যে যুগপৎ আন্দোলনে যুক্ত শরিক দলগুলোর সঙ্গে একদফা আলোচনা করেছে বিএনপি। সবশেষ গত শনিবার ভার্চুয়াল মাধ্যমে গণতন্ত্র মঞ্চের সঙ্গে দলটির হাইকমান্ডের বৈঠক হয়। আজ-কালের মধ্যে আবার শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে পারে বিএনপি।  
১৮ জানুয়ারি ২০২৪, ১২:৩৩

বিশ্বকাপের আগেই মাঠে ফিরতে চান এবাদত
বিদায়ী বছরের শুরুটা দুর্দান্ত করেছিলেন টাইগার পেসার এবাদত হোসেন। তবে ঘরের মাটিতে আফগানিস্তান সিরিজে ইনজুরিতে পড়ায় মিস করেছেন বছরের দুটি গুরুত্বপূর্ণ আসর এশিয়া কাপ ও বিশ্বকাপ। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই মাঠে ফিরতে চান এবাদত। ইনজুরি গুরুত্বর হওয়াই অস্ত্রোপচার করতে হয় এই পেসারকে। বর্তমানে তিনি বিসিবির চিকিৎসকদের অধীনে রিহ্যাব পালন করছেন। শনিবার (১৩ জানুয়ারি) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমে কথা বলেন এবাদত। কবে মাঠে ফিরতে পারবেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি তো আশা করছি বিশ্বকাপের আগেই ফিরব, ইনশাআল্লাহ। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেভাবে মেডিকেল বিভাগ সাপোর্ট দিচ্ছে এবং রিহ্যাবটা খুব ভালো করছি। স্ট্রেন্থ ফিরে পাচ্ছি। আশা করি সামনে ভালো কিছুই হবে। আসন্ন বিপিএলেও খেলা হচ্ছে না এবাদতের। তাই মাঠের ফেরার জন্য তাড়াহুড়োও করতে চান না। তিনি বলেন, আমি যে প্রক্রিয়া অনুসরণ করছি, খুব ভালোভাবে এগোচ্ছি। গত বৃহস্পতিবার আমার দুই পায়ের পেশির মাপ নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, খুব ভালোই রিকভার হয়েছে। এজন্যই মনে হচ্ছে, কষ্ট যেটা করছি সেটার ফলটা খুব ভালো পাচ্ছি। এরপর দীর্ঘ সময় খেলতে না পারার আক্ষেপও জানান এবাদত, আমি খেলোয়াড়, কিন্তু খেলতে পারছি না। ওরা বোলিং করছে, ম্যাচ খেলছে। কষ্ট লাগবেই, স্বাভাবিক। মনে হয় একটু বল ধরি, একটু বোলিং করি। এজন্য সেদিন দাঁড়িয়ে একটু বোলিং করা। যদিও বোলিং করাটা এখনও শুরু হয়নি। আস্তে আস্তে দৌড়ানো শুরু করব। এরপর একটু একটু করে বোলিং। আগামী ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। সাত জুন শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা।  
১৩ জানুয়ারি ২০২৪, ১৯:১৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়