• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
পাঁচবিবি সীমান্তে বিজিবি-বিএসএফের ঈদ শুভেচ্ছা বিনিময়
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবির হাটখোলা সীমান্তে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।   বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে সীমান্তের ২৮১ মেইন পিলারের ১১নং সাব-পিলারের শূন্যরেখায় বিজিবির হাটখোলা ক্যাম্প কমান্ডার সুবেদার একরামুল হক বিএসএফের ভারতীয় চকগোপাল ক্যাম্প কমান্ডার এসআই কুরান দেবকোকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানান। একই সময় মেইন পিলারের ২৮১-এর ৪নং সাব-পিলারের শূন্যরেখায় ভারতের গোসাইপুর ক্যাম্প কমান্ডার এসআই সাদাতকে মিষ্টি উপহার দেওয়া হয়।  এ সময় বিজিবি-বিএসএফ উভয় বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। হাটখোলা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার একরামুল হক বলেন, সীমান্তে ২ বাহিনীর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে দুদেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবে আমরা পরস্পর মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি। এতে করে সীমান্তে দায়িত্ব পালনে উভয় বাহিনীর মাঝে সুসম্পর্ক বজায় থাকে।   এ সময় চকগোপাল ক্যাম্প কমান্ডার এসআই কুরান দেব ও গোসাইপুর ক্যাম্প কমান্ডার এসআই সাদাত ভারতীয় বিএসএফের পক্ষ থেকে সকল বাংলাদেশিকে ঈদের শুভেচ্ছা জানান।
১১ এপ্রিল ২০২৪, ১৭:৪৪

পাঁচবিবি সীমান্তে স্বর্ণসহ ৩ পাচারকারী আটক
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে ৩ স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।  বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জয়পুরহাট ২০ বিজিবির উপ-অধিনায়ক মেজর আতিক হাসান সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। আটককৃতরা হলেন- পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা গ্রামের রহিদুল ইসলাম (৪০), মঞ্জুর  রহমান (৪২) ও ফরিদুল ইসলাম (৪৫)। তিনি বলেন, বুধবার সন্ধ্যায় উপজেলার উষ্ণা সীমান্ত এলাকা থেকে ১০টি স্বর্ণের বারসহ ওই ৩ জন পাচারকারীকে আটক করা হয়। একদল স্বর্ণ চোরাচালানকারী বাংলাদেশ থেকে ভারতের স্বর্ণ পাচার করছে, এমন সংবাদের ভিত্তিতে ২০ বিজিবি ব্যাটালিয়নের জোয়ানরা ঘটনাস্থল থেকে ১০টি স্বর্ণবার, ১টি মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোন ও নগদ ৪৯ হাজার ৩০ টাকাসহ তাদের আটক করা হয়। আটককৃত মালামালের বর্তমান বাজার মূল্য হবে ১ কোটি ১২ লাখ ৬ হাজার ৪১৯ টাকা। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃতদের পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়