• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
পর্যটকবাহী বাস উল্টে আহত ২০
সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে পর্যটকবাহী বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন।  মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ধোপাগুল এলাকায় এ ঘটনা ঘটে।  আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।  জানা যায়, মঙ্গলবার দুপুরে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে পর্যটকবাহী একটি দ্রুতগতির বাস সিলেটের দিকে আসছিল। পথে বাসটি ধোপাগুল এলাকার একটি মোড়ে টার্ন নিতে গিয়ে উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা যাত্রীরা আহত হন। পরে স্থানীয়রা ৯৯৯-এ কল দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়রা বেশ কয়েকজন আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে পুলিশ এসে বাকিদের উদ্ধার করে। সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া গণমাধ্যমকে বলেন, অতিরিক্ত গতির কারণে বাসটি টার্ন নিতে গিয়ে উল্টে গেছে। এতে প্রায় ১৫ থেকে ২০ জনের মতো আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। 
০২ এপ্রিল ২০২৪, ১৭:০৫

মেঘনায় ট্রলারডুবি / পুলিশসহ নিখোঁজ ৬, নিহত ১
কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে পর্যটকবাহী একটি ট্রলার ডুবে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন এক যুবক। এ ঘটনায় পুলিশসহ ৬ জন নিখোঁজ রয়েছেন।  শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ভৈরবের মেঘনা নদীর রেলওয়ের ২ সেতুর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারীর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এছাড়া আহত যুবককে ঢাকায় রেফার্ড করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক। নিখোঁজের মধ্য যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন ভৈরব হাইওয়ে থানার কনস্টেবল সোহেল (৩০) এবং তার স্ত্রী ও দুই সন্তান, আনিকা বেগম (২০)।  আনিকার বাড়ি নরসিংদীর বেলাব উপজেলার নারায়নপুর এলাকার দড়িগাঁও গ্রামে। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, শুক্রবার বিকাল ৫টার দিকে একটি ট্রলারে করে ১৫-২০ জন নারী পুরুষ ভ্রমণের জন্য মেঘনা নদীতে ঘুরতে যায়। কিছুক্ষণ পর বিপরীত দিক থেকে আসা একটি পাথরবাহী বাল্কহেড ট্রলারটিকে ধাক্কা দিলে ট্রলারটি উল্টে গিয়ে নদীতে ডুবে যায়। এ সময় রুবা নামে এক ছাত্রী ও পুলিশ কনস্টেবলের ভাগ্নেসহ কয়েকজন সাঁতরিয়ে পাড়ে উঠলেও বাকিরা পানিতে ডুবে যান। তারা নিখোঁজ রয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানার ওসি মো. সাজু মিয়া। তিনি জানান, ঘটনায় তার থানার কনস্টেবল সোহেলসহ ছয়জন নিখোঁজ রয়েছেন। ঘটনার পর ফায়ার সার্ভিস ও নৌপুলিশ নদীতে ট্রলারটি উদ্ধারের জন্য চেষ্টা করছে।  তবে অন্ধকার থাকায় কাজ করতে সমস্যা হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
২২ মার্চ ২০২৪, ২৩:১০

যে কারণে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ
পর্যটক কমে যাওয়ার শঙ্কায় সেন্টমার্টিনগামী দুটি জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে সংশ্লিষ্ট কোম্পানি।  সোমবার (১১ মার্চ) থেকে কক্সবাজারের উখিয়ার ইনানি নৌবাহিনীর জেটিঘাট থেকে ছেড়ে যাওয়া জাহাজ দুটির চলাচল বন্ধ ঘোষণা হয়। এমভি বারো আউলিয়া জাহাজের পরিচালক মাহাবুব হোসেন জানান, মিয়ানমারের অভ্যন্তরে সীমান্তের কাছাকাছি গ্রামগুলোতে চলমান সংঘাতের কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ছিল। এরপরও পর্যটকদের জন্য উখিয়ার ইনানি নৌবাহিনীর জেটিঘাট থেকে কর্ণফুলী ও এমভি বারো আউলিয়া নামের দুটি পর্যটকবাহী জাহাজ চলাচল করে আসছিল। তবে রমজানে পর্যটকের সংখ্যা কমে যাবে। তাই সোমবার থেকে পর্যটকবাহী এ জাহাজ দুটি ইনানি আর ছেড়ে যাবে না। তিনি বলেন, সবশেষে জাহাজ দুটি সেন্টমার্টিনে গেছে। দ্বীপে থেকে যাওয়া পর্যটকদের নিয়ে জাহাজ দুটি ইনানি নৌবাহিনীর জেটিঘাটে ফিরে আসলে সোমবার হতে তা আর চলাচল করবে না। এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন বলেন, প্রশাসনের পক্ষ থেকে জাহাজ চলাচল বন্ধের কোনো নির্দেশনা নেই। হয়তো ব্যবসায়ীক পলিসির কারণে ক্ষতি এড়াতে কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।
১০ মার্চ ২০২৪, ১৯:২২

পর্যটকবাহী বাসে অতিরিক্ত টোল আদায়, ২ ইজারাদারকে ৫৫ হাজার টাকা জরিমানা
কুয়াকাটায় আগত পর্যটকবাহী বিভিন্ন যানবাহন থেকে অতিরিক্ত টোল আদায়ের কারণে শেখ রাসেল সেতু ও শেখ জামাল সেতুর ইজারাদারকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন। শনিবার (৯ মার্চ) সকালে পর্যটকদের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে জরিমানা করা হয়।  অতিরিক্ত টোল আদায় করা এ দুই সেতুর ইজারাদার মেসার্স রফিক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. রফিকুল হাসান। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসে তার সত্যতা পেয়ে শেখ রাসেল সেতুকে ২৫ হাজার ও শেখ জামাল সেতুকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, এই সেতু দুটিতে যাত্রীবাহী বাসের টোল ৯০ টাকা কিন্তু তারা পর্যটকবাহী বাসগুলোকে টার্গেট করে ১৮০ টাকা ভাড়া আদায় করছে। এমন অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে প্রাথমিকভাবে তাদেরকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে এমন অভিযোগ পেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
০৯ মার্চ ২০২৪, ১৮:৪৮

বান্দরবানে পর্যটকবাহী বাস উল্টে ২০ পর্যটক আহত
বান্দরবানে পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ২০ পর্যটক আহত হয়েছেন।  শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা সদরের রেইছা চেকপোস্ট এলাকায় ঢালে নামতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রামের হালিশহর বেপারী পাড়া থেকে ৩৫-৪০ জনের একটি দল বাস নিয়ে বেড়াতে আসেন বান্দরবানে। সারাদিন বান্দরবানের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরার পর বিকেলে চট্টগ্রামে ফেরার পথে বান্দরবান জেলা সদরের রেইছা চেকপোস্ট এলাকায় ঢালে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পর্যটকবাহী বাসটি। এ সময় বাসে থাকা ১৫-২০ জন পর্যটক গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করেন। এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল বলেন, পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে হতাহতের ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়