• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
৭ ঘণ্টা পর দৌলতদিয়া নৌরুটে ফেরি চালাচল স্বাভাবিক
ঘন কুয়াশার কারণে দীর্ঘ ৭ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া ও রাজবাড়ী-পাবনা নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।  বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে পদ্মা নদীতে কুয়াশার তীব্রতা কমে গেলে এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। তবে ঘাটে ফেরি বেশি থাকায় কোন গাড়িকেই আর দীর্ঘ সময় ঘাটে বসে পারের জন্য অপেক্ষা করতে হচ্ছে না। এর আগে মঙ্গলবার রাত ৩টার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিন বাতি অস্পষ্ট হয়ে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ। এ তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক সালাউদ্দিন।  তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে পদ্মা নদীতে কুয়াশা পড়তে শুরু করে। দিবাগত রাত ৩টার পর থেকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নদীপথ অস্পষ্ট হয়ে যায়। তাই নৌ-দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।  কুয়াশা কেটে গেলে বুধবার সকাল ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।  বর্তমানে এ নৌরুটে ছোট বড় ১২টি ফেরি চলছে। 
২৪ জানুয়ারি ২০২৪, ১১:০৫

দৌলত‌দিয়া-পাটু‌রিয়া, রাজবাড়ী-পাবনা নৌরুটে ফে‌রি চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া ও রাজবাড়ী-পাবনা নৌরুটে ফেরি চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। সোমবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এই দুটি নৌরু‌টে কুয়াশা বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচল বন্ধ ক‌রে দেওয়া হয়। এ সময় দিক ভুলে যাওয়ায় ২টি লোড ফেরি মাঝ নদীতে পদ্মার চরে নোঙ্গর করে আটকা রয়েছে। আর ঘাটে লোড করে ৫টি ফেরি নোঙ্গর করে আছে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে নৈশ কোচ, ছোট গাড়ি ও পণ্যবাহী ট্রাকসহ শতাধিক যানবাহন আটকা পরে যাত্রীরা নদী পারের হিমেল বাতাসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিআইডব্লিউটিসি দৌলত‌দিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. আব্দুর রহিম জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় রাত সোয়া ১২টা থেকে এ রুটে ফে‌রি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে। বর্তমা‌নে এ রুটে ছোট বড় ১৪টি ফেরি চলাচল করছে। তবে কুয়াশা কেটে গেলে ফেরি চালু হলে ১ ঘণ্টার মধ্যেই দৌলতদিয়া প্রান্তের সব গাড়ি পার করা সম্ভব  হবে।  
২৩ জানুয়ারি ২০২৪, ০৯:৫০

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ৫ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ঘন কুয়াশা কেটে যাওয়ায় ৫ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।  সোমবার (২২ জানুয়ারি) সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু করার অনুমতি দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। আরও পড়ুন : শৈত্যপ্রবাহ নিয়ে ফের দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস   বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।  তিনি বলেন, রোববার দিনগত রাত থেকে প্রচণ্ড কুয়াশা দেখা দেয়। কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে রাত ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে ঘন কুয়াশা কেটে গেলে সোমবার সকাল ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ৫টি ফেরি চলাচল করছে। এর আগে রোববার রাত ৪টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
২২ জানুয়ারি ২০২৪, ১১:৫৮

৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে দীর্ঘ ৭ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া ও রাজবাড়ী-পাবনা নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।  শনিবার (২০ জানুয়ারি) সকাল ১০ টার দিকে পদ্মা নদীতে কুয়াশার তীব্রতা কমে গেলে এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে যানবাহনের দীর্ঘ সিরিয়াল তৈরি হয়েছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আব্দুর রহিম বলেন, শুক্রবার সন্ধ্যার পর থেকে পদ্মা নদীতে কুয়াশা পড়তে শুরু করে। রাত ৩টার পর থেকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নদীপথ অস্পষ্ট হয়ে যায়। তাই নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কেটে গেলে শনিবার সকাল ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এই নৌরুটে ছোট বড় ১১টি ফেরি রয়েছে।   
২০ জানুয়ারি ২০২৪, ১০:৪৩

দৌলতদিয়া নৌরুটে ফেরি চালাচল স্বাভাবিক
ঘন কুয়াশার কারণে দীর্ঘ সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে পদ্মা নদীতে কুয়াশার তীব্রতা কমে গেলে এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। কুয়াশা কেটে গেলে সকাল থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এই নৌরুটে ছোট বড় ১৪টি ফেরি রয়েছে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে যানবাহনের কিছুটা লম্বা লাইন তৈরি হয়েছে। আরও পড়ুন : পদ্মায় ফেরিডুবি : ভেসে যাচ্ছে ট্রাক, বাঁচাও বাঁচাও আহাজারি   এর আগে মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ২টার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিন বাতি অস্পষ্ট হয়ে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আব্দুর রহিম বলেন, বুধবার সন্ধ্যার পর থেকে পদ্মা নদীতে কুয়াশা পড়তে শুরু করে। রাত ২টার পর থেকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নদীপথ অস্পষ্ট হয়ে যায়। তাই নৌ দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। 
১৭ জানুয়ারি ২০২৪, ১১:৫২

কুয়াশায় নৌরুটে ফেরি চলাচল বন্ধ, আটকা ৬ ফেরি
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজীরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।  মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিনগত রাত ২টা থেকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশাও বাড়তে থাকে। যে কারণে তিনটি নৌরুটে রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে মাঝ নদীতে আটকে পড়েছে ছোট-বড় ৬টি ফেরি। আরও পড়ুন : পাটুরিয়া-দৌলতদিয়া রুটে মাঝ নদীতে ডুবে গেছে ফেরি ‘রজনীগন্ধা’   দুর্ঘটনা এড়াতে এ তিন নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটের এজিএম শাহ মোহাম্মদ খালিদ নেওয়াজ।  তিনি জানান, রাত থেকেই এ তিন নৌ-রুটে কুয়াশা পড়তে শুরু করে। এতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। পরে রাত ২টার দিকে কুয়াশার মাত্রা আরও ঘন হয়। এতে ফেরি চলাচলের মার্কিং পয়েন্ট ও বিকনবাতির কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে রাতে নৌরুটগুলোতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।  এতে মাঝ পদ্মায় ছোট-বড় ৬টি ফেরি আটকা পড়েছে।
১৭ জানুয়ারি ২০২৪, ০৯:৩৯

ঘন কুয়াশায় পাটুরিয়ায়-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার সন্ধ্যার পর থেকে এই নৌরুটে কুয়াশা পড়তে থাকে। কুয়াশার কারণে দুর্ঘটনা রোধে রাত সাড়ে দশটার সময় ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। রাতে এ রিপোর্ট  লেখা পর্যন্ত  যাত্রী ও শ্রমিক নিয়ে চারটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। পরে পাটুরিয়ায় চারটি ও দৌলতদিয়ায় তিনটি ফেরি নোঙর করে রাখা হয়। আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ের তাপমাত্রা ৯ ডিগ্রিতে   প্রচন্ড শীতে আটকা পড়া যানবাহনের যাত্রী ও শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েন। এছাড়া কুয়াশায় আরিচা-কাজিরহাট নৌরুটেও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। জানা যায়, এই দুই নৌরুটে সন্ধ্যার পর থেকে কুয়াশা পড়তে শুরু করে। কুয়াশার ঘনত্বের কারণে ফেরি চলাচলের মার্কিং পয়েন্ট দৃষ্টিগোচর না হওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে দশটায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। আরও পড়ুন : আজ সাকরাইন, পুরান ঢাকায় উৎসবের আমেজ   বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম শাহ মুহাম্মদ খালেদ নেওয়াজ। তিনি বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রাত সাড়ে দশটায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার তীব্রতা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।
১৪ জানুয়ারি ২০২৪, ০৯:০০

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে ১২ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব কমে এলে এই নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।  এর আগে ঘন কুয়াশার কারণে বুধবার দিবাগত রাত দেড়টা থেকে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখেন কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, কুয়াশার কারণে এ নৌরুটে দুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশা কেটে গেলে সকাল ১০টার দিকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। তিনি আরও বলেন, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় পারের অপেক্ষায় শতাধিক যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী পরিবহন আগে পারাপার করা হবে। বর্তমানে এই রুটে ছোট-বড় ১৪টি ফেরি চলাচল করছে।
১১ জানুয়ারি ২০২৪, ১১:৪৫

তীব্র কুয়াশা, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি বন্ধ
ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।  মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ নৌরুটে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। আরও পড়ুন : শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু   ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে ছোট বড় বেশ কিছু যানবাহন নদীপারের অপেক্ষায় আটকা পড়েছে। বুধবার (৩ জানুয়ারি) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন। আরও পড়ুন : কুড়িগ্রামে কমেছে তাপমাত্রা, বেড়েছে শীতের তীব্রতা   তিনি জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় রাত সাড়ে ১১টা থেকে এরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।
০৩ জানুয়ারি ২০২৪, ০৯:৪৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়