• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
কুড়িগ্রামে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১০
কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি পাগলা কুকুর নারী- শিশুসহ দশজনকে কামড়িয়ে আহত করেছে। শনিবার (২০ এপ্রিল) সকাল ৮টা থেকে দুপুর আড়াইটার মধ্যে উপজেলা সদরের পানিমাছকুটি ও পার্শ্ববর্তী চন্দ্রখানা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- পানিমাছকুটি গ্রামের জালাল উদ্দীন (৩৬), মীম আক্তার (১১), মুবিন (৫), নুরনাহার বেগম (৩৬), মোহাম্মদ আলী (১৫), আশিক (৯), চন্দ্রখানা গ্রামের তৈয়ব আলী (৬৯) ও আনছার আলীসহ (৫১) অজ্ঞাত আরও দু’জন। আহতরা সবাই ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।  কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সকালে ভারতীয় সীমান্ত এলাকা থেকে পাগলা কুকুরটি উপজেলার পানিমাছকুটি গ্রামে প্রবেশ করে। কুকুরটির মুখ দিয়ে লালা পড়ছিল। পথচারীদের দু-একজন কুকুরটিকে দেখে পাগলা কুকুর, পাগলা কুকুর বলে চিৎকার করতে থাকে। কিন্তু লোকজন কিছু বুঝে ওঠার আগেই কুকুরটি যাকে সামনে পায় তাকেই কামড়াতে শুরু করে। পরে লোকজন লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করলে উপজেলার ব্র্যাক মোড় হয়ে চন্দ্রখানা কদমতলা অভিমুখে যাওয়ার সময় কুকুরটি পশ্চিম পানিমাছকুটি কাশিয়াবাড়ী গ্রামের হাছেন বাবুর্চির দুটি গরুকে কামড়িয়ে আহত করে। এরপর কিছুদূর গিয়ে চন্দ্রখানা কদমতলা এলাকায় কয়েকজনকে কামড়িয়ে দেয়। এ সময় লোকজন ঘেরাও করে পিটিয়ে কুকুরটিকে মেরে ফেলেন। ওই এলাকার বেলাল মিয়া ও রফিকুল ইসলাম বলেন, পাগলা কুকুরটি এই এলাকা দিয়ে যাওয়ার সময় বেশ কয়েকটি বেওয়ারিশ কুকুরকেও কামড়িয়েছে। এখন তো সেগুলোও পাগল হয়ে মানুষসহ গরু-ছাগলকে কামড় দেবে। এ নিয়ে আমরা আতঙ্কে আছি। ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কান্তি সাহা জানান, পাগলা কুকুরের কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আমাদের হাসপাতালে জলাতঙ্ক ভ্যাকসিন সরবরাহ নেই। তাই তাদেরকে জরুরি ভিত্তিতে জেলা সদরে গিয়ে জলাতঙ্ক ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
২২ এপ্রিল ২০২৪, ১৪:২৯

মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে নারী-শিশুসহ নিহত ৩
ঝালকাঠিতে গবাদি পশু আনতে গিয়ে বজ্রপাতে দুই নারী ও এক শিশু নিহত হয়েছেন। রোববার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল। নিহতরা হলেন হেলেনা বেগম (৪০), মিনারা বেগম (৩৫) ও মাহিয়া আক্তার ঈশানা (১১)।  নিহত হেলেনা বেগমের বাড়ি ঝালকাঠির কাঠালিয়া উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামে, মিনারা বেগমের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট গ্রামে ও মাহিয়া আক্তার ঈশানার বাড়ি পোনাবালিয়া গ্রামে।  এর মধ্যে হেলেনা বেগম ও মিনারা বেগম গৃহিনী এবং মাহিয়া আক্তার ঈশানা আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।  এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল বলেন, কালবৈশাখী ঝড়ে মাঠ থেকে গবাদি পশু আনতে গিয়ে তারা বজ্রপাতে নিহত হয়েছেন। তিনি আরও বলেন, আজ সকাল ১০টার দিকে হঠাৎ করে ঝালকাঠির আকাশ কালো মেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে রাতের পরিবেশ সৃষ্টি হয়। সেই সঙ্গে বৃষ্টি ও দমকা বাতাস ছিল। কালবৈশাখী ঝড়ের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
০৭ এপ্রিল ২০২৪, ১৭:৩৫

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল নারী-শিশুসহ ১০ জন
অবৈধভাবে ভারতে পাচার হওয়া ১০জন বাংলাদেশিকে প্রত্যাবাসন প্রক্রিয়ার মাধ্যমে ত্রিপুরাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহযোগিতায় ফেরত পাঠিয়েছে ভারত সরকার। পাচার হওয়াদের মধ্যে নারী, পুরুষ, শিশুসহ একজন নবজাতক রয়েছে। শনিবার (২ মার্চ) দুপুরে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে আখাউড়া-আগরতলা ইমিগ্রেশন সীমান্তের শূন্য রেখায় ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনারের কাউন্সিল কর্মকর্তা ওমর শরিফ আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রশান্ত চক্রবর্তীর কাছে হস্তান্তর করেন। পাচারের শিকার হওয়া ব্যক্তিরা জানান, ভালো কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে অবৈধভাবে সীমান্তপথে তারা ভারতে পাড়ি জমায়। পরে দালালরা তাদের সেখানে ফেলে পালিয়ে আসে। এরপর ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময়ে তাদের আটক করে জেল হাজতে পাঠায়। সেখানে পাচার হওয়া ১০ জন বাংলাদেশি বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদের সহযোগিতায় ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মাধ্যমে স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ায় তাদেরকে ফেরত আনা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনের কর্মকর্তা মো. ইলিয়াস, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ওসি হাসান আহমেদ ভূঁইয়া প্রমুখ। 
০২ মার্চ ২০২৪, ১৫:২২

বাসচাপায় নারী-শিশুসহ ২ জনের মৃত্যু, গ্রেপ্তার ৩
নোয়াখালীর সদর উপজেলায় এক ভবঘুরে নারীকে রাস্তা পার করে দিতে গিয়ে ট্রাকচাপায় এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসচালক ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। একই সঙ্গে বাসটি আটক করা হয়।     শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতের দিকে তাদের হবিগঞ্জ সদর উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে, একই দিন সন্ধ্যার দিকে নোয়াখালী পৌরসভার সোনাপুর পুরান বাসস্ট্যান্ড বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।   গ্রেপ্তারকৃতরা হলেন মিজানুর রহমান (৩১) সিলেটের বালাগঞ্জ থানার হামছাপুর গ্রামের মৃত মজমিল আলীর ছেলে ও আবু তাহের (২৬) সিলেটের সিরাজ উদ্দিনের ছেলে এবং সুনামগঞ্জের জসিম উদ্দিনের ছেলে তারেক আহমদ (১৮)।     নিহত জান্নাতুল ফেরদাউস (৮) সদর উপজেলার চর করম উল্যা গ্রামের জাকের হোসেনের মেয়ে ও অজ্ঞাত নারী (৬০) ভবঘুরে। তবে তাৎক্ষণিক পুলিশ ভবঘুরে নারীর পরিচয় জানাতে পারেনি।   স্থানীয় সূত্রে জানা যায়, ভবঘুরে বৃদ্ধ নারী সোনাপুর এলাকায় থাকত মাঝে মাঝে ভিক্ষা করত। শুক্রবার দুপুরের দিকে তাকে নিহত জান্নাতুলের পরিবার বাসায় দুপুরের খাবার খাওয়াতে নিয়ে যায়। ওই নারী চোখে কম দেখত। এজন্য সন্ধ্যার দিকে নিহত জান্নাতুল তাকে রাস্তাপার করে দিতে বাসা থেকে নিয়ে আসে। একপর্যায়ে নোয়াখালী পৌরসভার সোনাপুর পুরান বাসস্ট্যান্ড বাইপাস সড়কের সোনাপুর ক্লোড স্টোরেজের সামনে তাদের বেপরোয়া গতির মাইজদীগামী সাগরিকা পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে তারা গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।   র‍্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. গোলাম মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেন বলেন, ঘটনার পর পরই গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ ও র‍্যাব-১ যৌথ অভিযান চালিয়ে চালকসহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৮

বৃদ্ধাকে রাস্তা পার করে দিতে গিয়ে নারী-শিশুসহ ২ জনের মৃত্যু
নোয়াখালীর সদর উপজেলায় এক ভবঘুরে নারীকে রাস্তা পার করে দিতে গিয়ে ট্রাক চাপায় এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। নিহত জান্নাতুল ফেরদাউস (৮) সদর উপজেলার চর করম উল্যা গ্রামের জাকের হোসেনের মেয়ে ও অজ্ঞাত নারী (৬০) ভবঘুরে। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ ভবঘুরে নারীর পরিচয় জানাতে পারেনি।    শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে নোয়াখালী পৌরসভার সোনাপুর পুরান বাসস্ট্যান্ড বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে স্থানীয় লোকজন একটি ট্রাক আটক করলে পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।     স্থানীয় সূত্রে জানা যায়, ভবঘুরে বৃদ্ধ নারী সোনাপুর এলাকায় থাকতেন। মাঝে মাঝে ভিক্ষা করতেন। শুক্রবার দুপুরের দিকে তাকে নিহত জান্নাতুলের পরিবার বাসায় দুপুরের খাবার খাওয়াতে নিয়ে যায়। ওই নারী চোখে কম দেখতেন। এ জন্য সন্ধ্যার দিকে নিহত জান্নাতুল তাকে রাস্তাপার করে দিতে বাসা থেকে নিয়ে আসে।  একপর্যায়ে নোয়াখালী পৌরসভার সোনাপুর পুরান বাসস্ট্যান্ড বাইপাস সড়কের সোনাপুর কোল্ডস্টোরেজের সামনে তাদের বেপরোয়া গতির মাইজদীগামী একটি ট্রাক চাপা দিলে তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।     ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রিয়াজ হাসান।   তিনি বলেন, বৃদ্ধার মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুর মরদেহ পরিবার নিয়ে গেছে। লিখিত অভিযোগে পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৬

কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৮
কুমিল্লার চৌদ্দগ্রামে কুকুড়ের কামড়ে নারী ও শিশুসহ অন্তত আটজন আহত হয়েছে। উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সলাকান্দি, শুভপুর ইউনিয়নের শুভপুর ও মুন্সিরহাট ইউনিয়নের চাঁন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হারুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। আহতরা হলেন সলাকান্দি গ্রামের টিটু চন্দ্র দে (৪০), বদরের নেছা (১০০), সামিয়া বেগম (৩৪), রাশিদা বেগম (৩৫), মীম আক্তার(৫৪), নুসরাত জাহান (১৫), শুভপুর গ্রামের উত্তর পাড়ার খাদিজা ইসলাম মীম (৬) ও চাঁনপুর গ্রামের আবদুল্লাহ (৪)। আহত সলাকান্দি গ্রামের টিটু চন্দ্র দে বলেন, সোমবার সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় হঠাৎ একটি কুকুড় ডান পায়ে কামড় দেয়। তাৎক্ষণিক উপজেলা সরকারি হাসপতালে গিয়ে চিকিৎসা নিয়েছি। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হারুনুর রশীদ গণমাধ্যমকে বলেন, সোমবার হাসপাতালে কুকুরের কামড়ে আহত আটজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
১৬ জানুয়ারি ২০২৪, ১৭:১০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়