• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
পাকিস্তানে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে সতর্কতা
যুক্তরাজ্যের নাগরিকদের ভ্রমণের জন্য ‘অতি বিপজ্জনক’ দেশের তালিকায় রয়েছে পাকিস্তান। যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এই তালিকায় রেখেছে পাকিস্তানকে। জিও নিউজ জানিয়েছে, এফসিডিও তাদের তালিকা হালনাগাদ করেছে এবং নতুন করে ১০টি দেশের নাম তালিকায় উঠে এসেছে। মোট ২৪টি গন্তব্যকে ব্রিটিশ নাগরিকদের জন্য বিপজ্জনক বলে উল্লেখ করেছে সংগঠনটি। অপরাধ, যুদ্ধ, সন্ত্রাস, রোগ, আবহাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগসহ ভ্রমণকারীদের নিরাপত্তা হুমকির মত বিষয়গুলো পর্যালোচনা করে এই তালিকা তৈরি করেছে এফসিডিও। তালিকায় নতুন করে যুক্ত করা হয়েছে রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, ইরান, সুদান, লেবানন, বেলারুশ ও ফিলিস্তিনি অঞ্চল। এই দেশগুলো ব্রিটিশ নাগরিকদের ভ্রমণের জন্য অনিরাপদ বলে জানানো হয়েছে। কালো তালিকায় রাখা হয়েছে আফগানিস্তান, বুরকিনা ফাসো, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, শাদ, হাইতি, ইরাক, ইসরাইল, লেবানন, লিবিয়া, মালি, নাইজার, উত্তর কোরিয়া, সোমালিয়া, সোমালিল্যান্ড, দক্ষিণ সুদান, সিরিয়া, ভেনিজুয়েলা এবং ইয়েমেন। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরও একটি ‘রেড লিস্ট’ করেছে। এই তালিকায় থাকা দেশগুলোতে খুব জরুরি নাহলে ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে ব্রিটিশ নাগরিকদের।
১৬ এপ্রিল ২০২৪, ২০:৩৯

নাগরিকদের ফেরত নিতে কক্সবাজারের পথে মিয়ানমারের জাহাজ
বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের বিভিন্ন বাহিনীর সদস্য ও নাগরিকদের ফেরত নিতে সামরিক জাহাজ পাঠাচ্ছে জান্তা সরকার। জাহাজটি শনিবার (১০ ফেব্রুয়ারি) কক্সবাজার উপকূলে পৌঁছানোর কথা রয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ইতোমধ্যে কূটনৈতিক পত্রের মাধ্যমে শনিবার জাহাজ এসে পৌঁছাবে বলে মিয়ানমার আমাদের জানিয়েছে। বাংলাদেশে পালিয়ে আসা সব মিয়ানমারের নাগরিককে কক্সবাজারে নেওয়া হবে। এরপর জাহাজটি যেহেতু খব বড় হওয়ায় উপকূলের কাছে আসতে পারবে না। তাই ছোট ছোট নৌকা বা ট্রলারে করে তাদের জাহাজে তুলে দেওয়া হবে। মিয়ানমার থেকে পালিয়ে আসা দেশটির বিভিন্ন বাহিনীর সদস্যসহ মোট ৩৩০ নাগরিককে টেকনাফের দুটি স্কুলে রাখা হয়েছে। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তত্ত্বাবধানে তারা সেখানে রয়েছেন। মিয়ানমার থেকে যেই জাহাজটি পাঠানো হচ্ছে এ ধরনের সামরিক জাহাজের সক্ষমতা প্রায় ৫০০ জন বহন করা। ফলে বাংলাদেশে পালিয়ে আসা সবাইকে এই জাহাজে পাঠানো সম্ভব বলে জানান কর্মকর্তারা। এর আগে, বৃহস্প‌তিবার সাপ্তা‌হিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন ব‌লেন, মিয়ানমা‌রের চলমান সংঘাতের কার‌ণে বাংলা‌দে‌শে আশ্রয় নেওয়া সেনা সদস‌্যদের নিরাপত্তার কথা চিন্তা করে তা‌দের গভীর সমুদ্র দিয়ে দে‌শে ফেরত পাঠানো হবে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে রাখাইন সীমান্তে মিয়ানমারের সরকারি বাহিনী আর বিদ্রোহী আরাকান আর্মির সংঘাত চলছে। সংঘাত চলাকালে প্রায় দুই ব্যাটালিয়ানের অফিসার, সৈনিক, মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ এবং কয়েকটি পরিবারের সদস্যরা বাংলাদেশে পালিয়ে আসেন। প্রথমে তাদের বিমানে ফেরত পাঠাতে চাওয়া হয়েছিল। কিন্তু এতে মিয়ানমার রাজি হয়নি। পরে সমুদ্রপথে তাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়।
১০ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩৬

নিজ নাগরিকদের রাখাইন ছাড়তে বলল ভারত
মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সরকারি বাহিনীর ব্যাপক লড়াই চলছে। এ অবস্থায় নিজেদের নাগরিককে এখনই রাখাইন ছাড়তে নির্দেশ দিয়েছে ভারত। একইসঙ্গে রাখাইন প্রদেশে না যেতে নাগরিকদের সতর্কতা জারি করেছে ভারত। মিয়ানমারে সামরিক বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর ভারত এই প্রথম এই ধরনের সতর্কতা জারি করল। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এনডিটিভি আরও জানায়, নিরাপত্তা পরিস্থিতির অবনতি, ল্যান্ডলাইনসহ টেলিযোগাযোগের মাধ্যম ব্যহত হওয়া এবং প্রয়োজনীয় জিনিসপত্রের তীব্র ঘাটতির প্রেক্ষিতে সকল ভারতীয় নাগরিককে মিয়ানমারের রাখাইন প্রদেশে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। এ ছাড়া যে সকল ভারতীয় নাগরিক ইতোমধ্যেই রাখাইন প্রদেশে রয়েছেন তাদের অবিলম্বে প্রদেশটি ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে, মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সরকারি বাহিনীর ব্যাপক লড়াই চলছে। মিয়ানমারের এই সংঘাতময় পরিস্থিতির প্রভাব বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায়ও পড়েছে। তাদের ছোড়া গুলি ও মর্টারশেল সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে এসে পড়ছে। এতে হতাহতের ঘটনাও ঘটছে। মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলছেন, পরিস্থিতি এখন পর্যন্ত  আমাদের নিয়ন্ত্রণে। কোনোভাবেই একজন রোহিঙ্গাকেও বাংলাদেশের ভেতরে ঢুকতে দেবো না। তিনি বলেন, আমরা ধৈর্য ধারণ করে আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেছি। প্রধানমন্ত্রীও ধৈর্য ধারণের নির্দেশনা দিয়েছেন, সে অনুযায়ী কাজ করে যাচ্ছি। উল্লেখ্য, গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে মিয়ানমারে সামরিক বাহিনীর সঙ্গে দ্বন্দ্ব-সংঘাত চলছে দেশটির বিভিন্ন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর। ২০২১ সালে ক্যুর মাধ্যমে জান্তার রাষ্ট্রক্ষমতা দখলের পর এ সংঘাত বেড়ে যায়। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে দীর্ঘ সীমান্ত রয়েছে মিয়ানমারের সঙ্গে।
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৭

মার্কিন নাগরিকদের পাকিস্তান সফরে যেতে সতর্ক করল যুক্তরাষ্ট্র
আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন উপলক্ষে পাকিস্তান সফরে ইচ্ছুক মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ পরামর্শে রাজনৈতিক কর্মকাণ্ড যেমন মিছিল, সমাবেশ এবং নির্বাচনের দিন পর্যন্ত সম্ভাব্য বিঘ্ন এবং সুরক্ষা উদ্বেগের বিষয়টি তুলে ধরা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচন। রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে দিন পর্যন্ত সক্রিয়ভাবে প্রচারণা চালাবে। এরই অংশ হিসেবে মিছিল, সমাবেশ ও বক্তৃতা অন্তর্ভুক্ত যা যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বাভাবিক কার্যক্রম। এতে ট্র্যাফিক অবরুদ্ধ, পরিবহন ব্যাহত হতে পারে। যার ফলে অবাধ চলাচল এবং সুরক্ষায় বাধা তৈরির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে পাকিস্তানে রাজনৈতিক কর্মকাণ্ডকে সহিংসতার লক্ষ্যবস্তু করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে হবে এবং তারা যেসব এলাকায় যেতে চান সেসব এলাকায় রাজনৈতিক সমাবেশের স্থান সম্পর্কে সচেতন থাকতে হবে। ৮ ফেব্রুয়ারি, নির্বাচনের দিন, ভোটকেন্দ্রের আশেপাশের এলাকাগুলোতে জনাকীর্ণ হতে পারে। মার্কিন নাগরিকরা পাকিস্তানের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বরং এসব তাদের এড়িয়ে চলা উচিত। পাকিস্তান সফরের পরিকল্পনা করা মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এবং তাদের পরিকল্পিত অঞ্চলে রাজনৈতিক সমাবেশের অবস্থান সম্পর্কে অবহিত করা হয়েছে। এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, নির্বাচনের দিন ভোটকেন্দ্রের আশপাশের নির্দিষ্ট এলাকায় ভিড় থাকবে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন নাগরিকদের এসব স্থান এড়িয়ে চলতে বলা হয়েছে।  
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৫৫

ইসরায়েলের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনিদের ওপর হামলার অভিযোগে চার ইসরায়েলির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ চার জনই সেখানকার অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী। নিষেধাজ্ঞা আরোপের নির্বাহী এ আদেশে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। নিষেধাজ্ঞা পাওয়া চার ইসরায়েলি হলো- ডেভিড চাই চাসদাই, আইনান তানজিল, শালোম জিকারম্যান ও ইয়িনন লেভি। খবর বিবিসির। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক নির্বাহী আদেশে জানানো হয়, নিষেধাজ্ঞার আওতায় ওই চার ইসরায়েলি যুক্তরাষ্ট্রে থাকা তাদের সম্পত্তি ও দেশটির আর্থিক ব্যবস্থা ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত হবেন। একই সঙ্গে নির্বাহী আদেশে আরও বলা হয় যে, পশ্চিম তীরে সহিংসতা ‘অসহনীয় পর্যায়ে’ পৌঁছেছে। এ বিষয়ে বাইডেন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দাঙ্গায় নেতৃত্ব দেওয়া অভিযুক্ত ব্যক্তিসহ ভবন নির্মাণ, ভূমি দখল, ও যানবাহনে আগুন ধরানো, বেসামরিক লোকদের ওপর হামলা ও সম্পত্তির ক্ষতি করার কারণে তাদের ওপর এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে একই দিনে নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়, নিষেধাজ্ঞাগুলো অপ্রয়োজনীয়। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় প্রতিদিন দীর্ঘ হচ্ছে লাশের সারি। ইতোমধ্যে নিহতের সংখ্যা প্রায় ২৭ হাজারে পৌঁছেছে। এ ছাড়া আহত হয়েছেন প্রায় ৬৬ হাজার মানুষ। তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে বলা হয়, প্রায় চারমাস ধরে গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতা চলছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানিয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ২৬ হাজার ৯০০ জনে পৌঁছেছে। এ ছাড়া হামলায় আরও ৬৫ হাজার ৯৪৯ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় ১৬টি ‘গণহত্যা’ চালিয়েছে। এর ফলে ১৫০ জন নিহত এবং ৩১৩ জন আহত হয়েছেন। এ ছাড়া অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছে এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতেও পারছেন না। উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। জবাবে ইসরায়েলও গাজা উপত্যকায় পাল্টা আক্রমণ শুরু করে। এরপর থেকে গত প্রায় চার মাস ধরে সেখানে সংঘাত চলছেই।
০৩ মার্চ ২০২৪, ১৯:১৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়