• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
যত টাকা বেতন পান আনুশকা-বিরাটের দেহরক্ষী
বলিউড তারকারা খ্যাতি পাওয়ার পরই নিজেদের নিরাপত্তার জন্য দেহরক্ষী নিয়োগ দেন। বিশ্বস্ত ও অনুগত দেহরক্ষী থাকা যেন তাদের জন্য আশীর্বাদ। বলিউডের বড় বড় সব তারকারই বিশ্বস্ত দেহরক্ষী রয়েছে। যেমন— বলিউড অভিনেতা সালমান খানের দেহরক্ষী শেরা, অমিতাভ বচ্চনের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী জিতেন্দ্র শিন্ডে, শাহরুখ খানের রবি সিং। জনপ্রিয় এ তারকাদের ছায়ার মতো অনুসরণ করেন দেহরক্ষীরা। অন্যদিকে তারকাদের বদৌলতে তাদের দেহরক্ষীরাও জনপ্রিয় হয়ে উঠেছেন। পাশাপাশি কুড়িয়েছেন অর্থ-সম্মানও।  ব্যক্তিগত জীবনে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা বিয়ে করেছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে। এই তারকা দম্পতিরও দেহরক্ষী রয়েছে। যার নাম প্রকাশ সিং সোনু। তবে কত টাকা বেতন পান সোনু?      ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, আনুশকা-বিরাটের বডিগার্ড সোনুর বার্ষিক বেতন ১ কোটি ২০ লাখ রুপি; যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৫৭ লাখ টাকার বেশি।  তারকাদের দেহরক্ষীর বেতনের পরিমাণ জানার পর অনেকের চোখই কপালে উঠতে পারে। কারণ ভারতের অনেক প্রতিষ্ঠানের সিইও-এর বেতনের চেয়েও বেশি।  তবে বিরাটের সঙ্গে পরিচয়ের আগে থেকেই আনুশকার দেহরক্ষী হিসেবে কাজ করতেন সোনু। বিয়ের পর থেকে তাদের দুজনেরই দেহরক্ষী হিসেবে কাজ করছেন তিনি। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ে করেন আনুশকা-বিরাট। ২০২১ সালের ১১ জানুয়ারি কন্যাসন্তানের মা হন আনুশকা। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি পুত্র সন্তানের মা-বাবা হন তারা।  সূত্র : সিয়াসাত ডটকম   
১৮ এপ্রিল ২০২৪, ১০:৩৩

ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি, কারাগারে ইউএনওর দেহরক্ষী
নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাসের দেহরক্ষী আনসার সদস্য আকাশ বিশ্বাসকে (২৭) চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত আকাশ খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর গ্রামের মৃত নিহার বিশ্বাসের ছেলে। গত দুই বছর ধরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার দেহরক্ষী হিসেবে কাজ করছিলেন। মামলা বিবরণে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি অজ্ঞাতনামা এক ব্যক্তি লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যবহৃত নম্বরের হোয়াটসঅ্যাপে কল করে জানান, একটি অশ্লীল ভিডিও আছে, যেটির জন্য ১০ লাখ টাকা না দেওয়া হলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেওয়া হবে।  একাধিকবার অজ্ঞাতনামা চাঁদাবাজ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার স্ত্রীর মুঠোফোনে হুমকি দেন। ভয়ে বিপাশা বিশ্বাস তার স্বামীর সম্মান ও জীবনের নিরাপত্তায় পর্যায়ক্রমে হুমকিদাতার ব্যাংক অ্যাকাউন্টে ৮ লাখ ৯৪ হাজার টাকা দেন। হুমকিদাতার নির্দেশনায় টাকা পাঠানোর দিনে ইউএনওর গাড়িতে থাকা তার দেহরক্ষী আনসার সদস্য আকাশ পরামর্শ দেন ডাচ বাংলা ব্যাংকের বুথ থেকে একাউন্টে টাকা পাঠানো যায়। এ কথার সূত্র ধরে আনসার সদস্য আকাশকে সন্দেহ করেন ইউএনওর স্ত্রী।   পরে গত সোমবার (১১ মার্চ) বিকেলে খুলনার ডুমুরিয়া থেকে ছুটি শেষে কাজে যোগদানের উদ্দেশে আকাশ লক্ষীপাশা বাসস্ট্যান্ডে নামলে পুলিশ তাকে আটক করে। এরপর মঙ্গলবার (১২ মার্চ) ইউএনওর স্ত্রী বিপাশা বিশ্বাস চাঁদাবাজির অভিযোগ এনে লোহাগড়া থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরদিন বুধবার (১৩ মার্চ) আকাশকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এ বিষয়ে ভুক্তভোগী ইউএনও অনিমেষ বিশ্বাসের স্ত্রী বিপাশা বিশ্বাসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে ইউএনও অনিমেষ বিশ্বাসের দাবি, তার স্ত্রীর করা চাঁদাবাজি মামলার ব্যাপারে তিনি কিছুই জানেন না। তাকে মামলার বিষয়ে কিছু জানানো হয়নি। তবে অভিযুক্ত আকাশ বিশ্বাস কারাগারে থাকায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।   লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, একটি চাঁদাবাজি মামলায় সম্পৃক্ততার কারণে আকাশকে গ্রেপ্তার করা হয়েছে। পরে জানতে পেরেছি, তিনি আনসার সদস্য ও ইউএনওর দেহরক্ষী। তাই বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে জানানো হবে।
১৫ মার্চ ২০২৪, ১৩:৫৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়