• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
‘নতুন করে জনগণের পকেট কাটার উৎসব শুরু করেছে সরকার’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জানিয়েছে, নিজেদের আর্থিক সংকট মোকাবিলা ও বিভিন্ন সংস্থার নির্দেশ মেনে মূল্যবৃদ্ধির মাধ্যমে নতুন করে জনগণের পকেট কাটার উৎসব শুরু করেছে সরকার। শুক্রবার (১৯ জানুয়ারি) সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এ কথা বলেন। বিবৃতিতে বলা হয়, নিজেদের আর্থিক সংকট মোকাবিলা এবং বিশ্ব ব্যাংক, আইএমএফের নির্দেশ মেনে চলতে নানা খাতে মূল্যবৃদ্ধি করে জনগণের পকেট কাটার উৎসবের আয়োজন আবারও শুরু হয়েছে। আকস্মিকভাবে চালের দাম, গ্যাসের মিটার ভাড়া বাড়িয়ে জনগণের পকেট কাটা চলছে। সারাদেশে নিয়মিত গ্যাস সরবরাহ করতে না পারলেও আবারও গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা চলছে। মূল্য সমন্বয়ের নামে বিভিন্ন খাতে প্রতিনিয়ত দাম বাড়ানোর কথাও ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। এতে বলা হয়, আয় কমা, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি ও বছরের শুরুতে বাড়ি ভাড়া বৃদ্ধিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। শ্রমিকদের বাঁচার মতো জাতীয় ন্যূনতম মজুরি ঘোষিত হয়নি। সব মানুষের মানসম্মত ৩৬৫ দিনের কাজের নিশ্চয়তা নাই। শিক্ষা-স্বাস্থ্য মানুষের নাগালের বাইরে। এ অবস্থায় লুটপাটের ধারা অব্যাহত রাখতে এবং বিশ্ব ব্যাংক আইএমএফ’র সিদ্ধান্ত মানতে মূল্যবৃদ্ধির উৎসব করা হচ্ছে ও হবে। বিবৃতিতে আরও বলা হয়, জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া বর্তমান সরকার মুক্তবাজারের নামে চলমান লুটপাটের অর্থনীতির ধারাকে বহাল রাখছে। তারা আবারো দেশকে লুটপাটের অবাধ ক্ষেত্র তৈরি করবে। এর বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে। এটি না পারলে সাধারণ জনগণের পকেট কাটা নয় পকেট নিংড়ানোর উৎসব চলবে। নিত্যপণ্যসহ দৈনন্দিন ব্যবহারযোগ্য দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সিপিবি।
১৯ জানুয়ারি ২০২৪, ১৯:২৭

হাছান মাহমুদকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর অভিনন্দন
নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে অভিনন্দন জানিয়েছেন চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিটিকাল ব্যুরো সদস্য ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও ওয়াং ই। এ সময় চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় উন্নীত করতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। মঙ্গলবার (১৬ জানুয়ারি) ঢাকাস্থ চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে।  অভিনন্দন বার্তায় ওয়াং ই লিখেছেন, প্রতিবেশী দেশ চীন ও বাংলাদেশের বন্ধুত্বের দীর্ঘ ইতিহাস রয়েছে। ১৯৭৬ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে বিগত ৪৯ বছরে দুই দেশ সর্বদা একে-অপরকে সম্মান করেছে, একে-অপরের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করেছে। একইসঙ্গে পারস্পরিক সুবিধা এবং জয় অর্জন করেছে। ঢাকা-বেইজিং একে-অপরের মূল স্বার্থের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোতে দৃঢ়ভাবে সমর্থন করেছে। এ সময় দুই দেশের সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে উল্লেখ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে, গত রোববার (১৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
১৬ জানুয়ারি ২০২৪, ২২:৩৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়