• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
অবসর ভেঙে ফেরার ইঙ্গিত ওয়াসিমের
গত নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। সে সময়ে হঠাৎ করে তার এমন সিদ্ধান্তে অবাক হয়েছিলেন ক্রীড়াপ্রেমীরা। তবে দুই মাস যেতে না যেতেই ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত এই অলরাউন্ডারের। তবে অবসর নিয়ে কোনো আক্ষেপ নেই ইমাদের। তার দাবি, দলের প্রয়োজনে যদি অবসর ভেঙে ফিরতে হয়, তবে তা-ও করবেন তিনি। পাকিস্তানের এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে ইমাদ জানান, কখন কী হয়, বলা যায় না। তবে আমি এটাও বলছি, যে সিদ্ধান্ত আমি নিয়েছি, আমি সে সিদ্ধান্তে শতভাগ সম্মত ছিলাম এবং দিন শেষে এটা ছিল, শুধুই আমার সিদ্ধান্ত। তবে বলা যায় না, কখন পাকিস্তানের আমাকে দরকার হয়। সেক্ষেত্রে কিছু একটা তো করতে হবে। তবে এজন্য একটি শর্তও জুড়ে দিয়েছেন তিনি। ইমাদের ভাষ্য, আমি স্বচ্ছতা চাই। ব্যাপারটা আমাকে দায়িত্ব দেওয়া নয়, আমি অধিনায়কত্ব চাই না। কিন্তু সিনিয়র ক্রিকেটার হিসেবে মর্যাদা চাই। দল সিনিয়র ক্রিকেটারদের নিয়ে কি ভাবছে এবং দলটাকে কোথায় নিয়ে যেতে চাইবে এসব তো গুরুত্ব দেওয়া উচিত। নিজের অবসরের কারণ হিসেবে তার মন্তব্য, মানসিক দিক থেকে আমি সঠিক অবস্থায় ছিলাম না। যদি থাকতাম, আমি এমন সিদ্ধান্ত নিতাম না। বর্তমানে আইএল টি-টোয়েন্টি লিগে খেলছেন ইমাদ ওয়াসিম। সেখানে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে ২২ মাতাচ্ছেন তিনি। ২০১৫ সালে দ্য গ্রিন ম্যানদের জার্সিতে অভিষিক্ত এই অলরাউন্ডার ১২১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ১২১ ম্যাচে তার শিকার ১৯ উইকেট। এ ছাড়া ওয়ানডেতে ৯৮৬ এবং টি-টোয়েন্টিতে ৪৮৬ রান আছে তার নামের পাশে।
০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৪

পিএসএলকে ‘মিনি আইপিএল’ বললেন ওয়াসিম আকরাম
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কোনো তুলনাই চলে না— এমনটা উল্লেখ করে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের মন্তব্য, পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগটি হচ্ছে ‘মিনি আইপিএল’র মতো। ২০০৮ সালে মাঠে গড়ায় আইপিএলের উদ্বোধনী আসর। বর্তমানে বৈশ্বিক ক্রিকেটের কাঠামো বদলে দিতে বড় ভূমিকা রেখেছে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি এই লিগটি। অর্থের লোভে আইপিএল খেলতে অনেক ক্রিকেটারই জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ান।  বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্রথম আসরে বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার খেলেছিলেন। কিন্তু দুই দেশের মধ্যকার রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণে দ্য গ্রিন ম্যানদের আর এই টুর্নামেন্টে দেখা যায়নি। এমনকি মেয়েদের আইপিএলেও খেলেননি কোনো পাকিস্তানি ক্রিকেটার। অন্যদিকে পিএসএল ২০১৬ সালে শুরু হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে বিশ্বের সেরা লিগগুলোর একটিতে রূপ নিয়েছে পিএসএল। বর্তমানে বিশ্বসেরা ক্রিকেটাররা এই লিগে খেলতে আগ্রহ প্রকাশ করেন।  একসময় কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে কাজ করা আকরামকে দুই লিগের মধ্যে যেকোনো একটিকে বেছে নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে সাবেক পাক অধিনায়কের মন্তব্য, দুটিতেই কাজ করেছি। আইপিএল ও পিএসএলের আসলে তুলনা হয় না। আকরামের ভাষ্যমতে, আইপিএল বিশাল কিছু। পাকিস্তানেও পিএসএল নিঃসন্দেহে অনেক বড় কিছু। পাকিস্তানে এটা ‘মিনি আইপিএল’র মতো। এ সময়ে তার কাছে জানতে চাওয়া হয়, কোচ হওয়ার সুযোগ পেলে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যে কোন দলকে বেছে নেবেন। জবাবে আকরামের দাবি, অস্ট্রেলিয়া। তবে সেটি স্ত্রীর জন্যে নয়। অস্ট্রেলিয়ায় চাপ কম থাকবে। আমি আমার কাজ করতে পারব।
০১ জানুয়ারি ২০২৪, ১৭:৩৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়