• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
এক চুমুতে আড়াই বছরের জেল!
গতবছর নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে পুরস্কার বিতরণের সময়ে ফুটবলার জেনিফার হারমোসোকে জড়িয়ে ধরে চুম্বন করে বসেন স্পেন ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সাবেক সভাপতি লুইস রুবিয়ালেস। এতে সব ধরনের ফুটবল থেকে তিন বছরের জন্য নিষিদ্ধ হন তিনি।  এবার চুমুকাণ্ডে দেশটির রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রুবিয়ালেসের ৩০ মাস বা মোট আড়াই বছরের কারাদণ্ড চেয়েছেন। উচ্চ আদালতে আবেদনটি করেছেন এক প্রসিকিউটর। আদালতের নথির বরাতে বুধবার এমনটাই জানিয়েছে ইউরোপিয়ান সংবাদ মাধ্যমগুলো। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দোষী সাব্যস্ত হলে কারাগারে যেতে পারেন রুবিয়ালেস। ৪৬ বছর বয়সী রুবিয়ালেসের বিরুদ্ধে যৌন নিপীড়ন এবং জবরদস্তিমূলক কর্মকাণ্ডের অভিযোগ এনেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মার্তা দুরান্তেজ। প্রথম অপরাধের জন্য ১ বছর এবং দ্বিতীয়টির জন্য ১৮ মাস বা দেড় বছরের সাজা চেয়েছেন দুরান্তেজ। একই সঙ্গে হেরমোসোকে ৫০ হাজার ইউরো (বাংলাদেশি টাকায় ৫৯ কোটি ৪০ লাখ) ক্ষতিপূরণ দেওয়ারও কথা দাবি জানিয়েছেন। এদিকে স্পেন নারী দলের বিশ্বকাপজয়ী কোচ হোর্হে ভিলদা, ফেডারেশনের ক্রীড়া পরিচালক আলবার্ত লুকি, মার্কেটিং বিভাগের প্রধান রুবেন রিভেরার বিরুদ্ধেও অভিযোগ এনেছেন এই সরকারি আইনজীবী। তাদের বিরুদ্ধে রুবিয়ালেসকে সমর্থন এবং ‘চুমুটি দুজনের সম্মতিতেই হয়েছিল’- জোরপূর্বক হেরমোসোকে দিয়ে এমন কথা বলানোর অভিযোগ আনা হয়েছে। তাদেরও ১৮ মাস করে জেল হতে পারে। সূত্র : ডয়চে ভেলে
২৮ মার্চ ২০২৪, ২০:৩২

স্কয়ারের কসমেটিকস গোডাউনে আগুন, আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
পাবনা সদর উপজেলার লস্করপুরে স্কয়ারের একটি কসমেটিকসের গোডাউনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। পরে আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন ফায়ার সার্ভিসের সদস্যরা। বুধবার (২৭ মার্চ) দুপুর সাড়ে ১১টার দিকে শহরের লস্করপুরের খাঁ পাড়ায় অবস্থিত স্কয়ারের কসেমটিকস গোডাউনে এ আগুন লাগার ঘটনা ঘটে।  পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শরিফুল আহসান ভূঁঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর সাড়ে ১১টার দিকে আগুন লাগলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ১২টার দিকে আমাদের ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। শহরের পাঁচটি ইউনিট, আটঘরিয়ার একটি ও সাঁথিয়ার একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। সব মিলিয়ে সাতটি ইউনিটের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন।  তিনি জানান, কীভাবে আগুন লেগেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আড়াই ঘণ্টার চেষ্টায় বেলা ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।  তবে স্থানীয়রা জানান, হঠাৎ করে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। তখন কসমেটিকস গোডাউনের কর্মরত শ্রমিকরা আতঙ্কে বাহিরে বের হয়ে আসেন। পরে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯- এ ফোন করলে ফায়ার সার্ভিসের লোকজন আসে।  পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শরিফুল আহসান ভূঁঞা আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্তে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে। এটা মূলত স্কয়ারের পুরোনো কসমেটিকস গোডাউন। আগুন কিভাবে লেগেছে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি তা শিগগিরই বের করবে।
২৭ মার্চ ২০২৪, ১৬:৩৩

ঈদ যাত্রা : আড়াই ঘণ্টায় পশ্চিমাঞ্চলের সাড়ে ১২ হাজার টিকিট বিক্রি
ঈদুল ফিতরে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রির ক্ষেত্রে বিড়ম্বনা এড়াতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এবারও অনলাইনে শতভাগ টিকিট বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ সকাল ৮টায়।  সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত পশ্চিমাঞ্চলের ১২ হাজার ৬০০ টিকিট বিক্রি হয়েছে।   রোববার (২৪ মার্চ) সকাল ১০টা ৪৫ মিনিটে এক ব্রিফিংয়ে এ কথা জানান ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার। তিনি বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী বেলা ১১টা পর্যন্ত ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের ট্রেনের ১২ হাজার ৬০০ টিকিট বিক্রি হয়েছে। এই অঞ্চলের মোট আসন সংখ্যা প্রায় ১৬ হাজার। সকাল সাড়ে আটটা পর্যন্ত প্রায় ১৫ লাখ সাবস্ক্রাইবার টিকিটের জন্য ওয়েবসাইটে হিট করেছে। এবার শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে দেওয়া হচ্ছে। কাউন্টার থেকে কোনো টিকিট প্রিন্ট করা হচ্ছে না। এবারে প্রথম ওটিপি সিস্টেম চালু করা হয়েছে, টিকিট যার ভ্রমণ তার নিশ্চিত করতে। তিনি বলেন, পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়। এদিন পাওয়া যাবে ৩ এপ্রিলের ট্রেনের অগ্রিম টিকিট।  জানা যায়, এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০টি। এবারও টিকিট যার, ভ্রমণ তার এই নীতি মেনেই ট্রেনে ভ্রমণ করতে হবে। ঈদযাত্রার অগ্রিম টিকিট রিফান্ড/ফেরত দেওয়া যাবে না। ঈদ স্পেশাল ট্রেনের টিকিটও অনলাইনে পাওয়া যাবে। একজন যাত্রী শুধুমাত্র ঈদের আগে একবার এবং ঈদের পরে একবার করে টিকেট নিতে পারবেন। একজন যাত্রী একটি আইডি দিয়ে মোট ৪টি টিকিট নিতে পারবেন, সেক্ষেত্রে যাত্রীর সঙ্গে থাকা বাকি ৩ সহযাত্রীর বিবরণ টিকেটে উল্লেখ করতে হবে।
২৪ মার্চ ২০২৪, ১২:৩৮

গোমস্তাপুরে দুই ক্লিনিককে আড়াই লাখ টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পর্যাপ্ত লোকবল ও যন্ত্রণাংশ না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুইটি ক্লিনিককে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৩ মার্চ) দুপুরে গোমস্তাপুর উপজেলার রহনপুর কলোনি বাজারের আল-মদিনা ক্লিনিককে ৫০ হাজার ও পুরাতন বাজারের জমজম নার্সিং হোমকে ২ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট নিশাত আনজুম অনন্যা। তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম অনুযায়ী যে ধরনের অবকাঠামো, লোকবল ও যন্ত্রাংশ নিয়ে ক্লিনিক পরিচালনার কথা রয়েছে, তা না থাকায় এ জরিমানা করা হয়েছে। এছাড়াও ক্লিনিকের পরিবেশ মোটেও স্বাস্থ্যকর নয়। ক্লিনিকের নামে রোগীদের সঙ্গে প্রতারণা করার দায়ে দুটি ক্লিনিককে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল হামিদ প্রমুখ। প্রসঙ্গত, সম্প্রতি এ দুই ক্লিনিকে দুই প্রসূতি মায়ের মৃত্যুও ঘটনার পর, উপজেলা স্বাস্থ্য বিভাগ এ অভিযান পরিচালনা করে।
২৩ মার্চ ২০২৪, ১৯:৩৪

অবন্তিকার মায়ের সঙ্গে আড়াই ঘণ্টা কথা বলেছে তদন্ত কমিটি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তার মায়ের সঙ্গে আড়াই ঘণ্টা বৈঠক করেছেন বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির সদস্যরা। শুক্রবার (২২ মার্চ) সকালে কুমিল্লা শহরের বাগিচাগাঁও এলাকায় অবন্তিকার বাড়িতে যান তদন্ত কমিটির পাঁচ সদস্য। এ সময় তারা অবন্তিকার মা তাহমিনা শবনম ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলেন। তারা হলেন- তদন্ত কমিটির আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. জাকির হোসেন, সদস্য সচিব ও আইন বিভাগের ডেপুটি রেজিস্ট্রার অ্যাডভোকেট রঞ্জন কুমার দাস, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল হোসেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ ও সংগীত বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর আহমেদ। তদন্ত কমিটির আহ্বায়ক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. জাকির হোসেন জানান, অবন্তিকার মায়ের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে বেলা দেড়টার দিকে তারা ঢাকার পথে রওনা হন।  অধ্যাপক ড. মো. জাকির হোসেন বলেন, আড়াই ঘণ্টা ধরে অবন্তিকার মায়ের সঙ্গে কথা বলেছি। তিনি যা জানেন সেগুলো আমাদের বলেছেন। তবে তদন্তের স্বার্থে সেগুলো এখনই বলা সম্ভব হচ্ছে না। তদন্তের স্বার্থে অভিযুক্ত রায়হান সিদ্দিকী আম্মান ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হবে।  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা গত শুক্রবার (১৫) মার্চ রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মানকে দায়ী করে গলায় ফাঁস নেন। ঘটনার পর শুক্রবার রাতে তার মা তাহমিনা শবনম বাদী হয়ে সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও আম্মান সিদ্দিকীকে আসামি করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। এ ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
২৩ মার্চ ২০২৪, ০৯:২৬

নাটোরে ট্রেনের ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
নাটোরে লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল আড়াই ঘণ্টা বন্ধ ছিল। রাত সাড়ে ১০টার দিকে আব্দুলপুর থেকে উদ্ধারকারী ট্রেন এসে বিকল ইঞ্জিনটি উদ্ধার করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। নাটোর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. আসাদুজ্জামান বলেন, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালমনি এক্সপ্রেসর ইঞ্জিন বিকল হয়ে জংলি ও ইয়াসিনপুরের মাঝখানে প্রায় দুই ঘণ্টা আটকে ছিল। তিনি বলেন, রাত সাড়ে ১০টার দিকে বিকল ইঞ্জিনটিকে উদ্ধার করা হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
২১ মার্চ ২০২৪, ০৪:৫৭

জ্বর-পেটব্যাথা নিয়ে দুর্গম বরকলে আড়াই মাসে ৫ মৃত্যু
রাঙ্গামাটি বরকল উপজেলার দুর্গম এক গ্রামে তীব্র জ্বর, রক্তবমি, পেটব্যথাসহ আরও বিভিন্ন উপসর্গে জানুয়ারি থেকে এই পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া কমপক্ষে আরও ১০ জন এসব উপসর্গে আক্রান্ত হয়েছেন। এদিকে, রোগটি নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক থাকলেও জেলা সিভিল সার্জন জানিয়েছেন, খাদ্যাভ্যাসের কারণে এমন হচ্ছে। মেডিক্যাল টিম ইতিমধ্যে দুর্গম ওই গ্রামে রওনা দিয়েছে। স্থানীয় ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের শুইছড়ি গ্রামের চান্দবিঘাট এলাকায় বিভিন্ন উপসর্গ নিয়ে জানুয়ারি মাস থেকে এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ১৫ জন। এর মধ্যে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১০ জানুয়ারি। চান্দিনাঘাট গ্রামের লবিন্দর চাকমা ও স্নেহবালা চাকমার ছেলে পত্ত রঞ্জন চাকমা (২৫) প্রথম এই রোগে মারা যান। এরপর ৭ ফেব্রুয়ারি বিমলেশ্বর চাকমা (৫৫), ২৬ ফেব্রুয়ারি ডালিম কুমার চাকমা (৩৫), ১৫ মার্চ চিত্তি মোহন চাকমা (৬০) ও সবশেষ চলতি মাসের ১৭ তারিখ সোনি চাকমা নামের আট বছর বয়সী এক শিশু মারা যান। এলাকাটি অতি দুর্গম পাহাড়ি এলাকা হওয়াতে সেখানে কোনও মোবাইল নেটওয়ার্ক নেই এবং আশপাশে নেই কোনও চিকিৎসাকেন্দ্র। স্থানীয় কবিরাজির মাধ্যমে আক্রান্তদের চিকিৎসা দেওয়া হয়েছে। বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফোরকান এলাহি অনুপম বলেন, আমি সকালে এই বিষয়ে একটি খবর পাওয়ার পর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানিয়েছি। তিনি জানিয়েছেন, এই বিষয়ে একটি মেডিকেল টিম ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। তারা সেখানে যাওয়ার পর প্রয়োজনীয় চিকিৎসাসহ এই বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে। এই বিষয়ে বরকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মং ক্যছিং সাগর বলেন, আমি বিষয়টি জেনেছি। গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর বিষয়টিও জেনেছি। ইতিমধ্যে আলোচনা করে একটি মেডিক্যাল টিম গঠন করেছি, যেটি আগামীকাল ঘটনাস্থলে পৌঁছাবে। তিনি আরও বলেন, এই রোগের প্রাথমিক উপসর্গ হিসেবে আমরা জ্বর, বমি, পেট ও শরীরব্যথার কথা জানতে পেরেছি। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে যারা অসুস্থ আছেন তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করতে বলেছি। রাঙ্গামাটির সিভিল সার্জন নিহার রঞ্জন নন্দী বলেন, তীব্র জ্বর, পেটব্যথা, রক্তবমির উপসর্গ নিয়ে জানুয়ারি থেকে এই পর্যন্ত পাঁচ জন মারা গেছে বলে আমরা খবর পেয়েছি। তবে এটা কোনও অজ্ঞাত রোগ নয়। খাদ্যাভ্যাসের কারণে তাদের এই সমস্যা সৃষ্টি হতে পারে। দুর্গম অঞ্চল হওয়ায় সরকারি হাসপাতালে এসে চিকিৎসার বিষয়ে তেমন একটা আগ্রহ না থাকার কারণে বিভিন্ন উপসর্গ নিয়ে তারা মারা যেতে পারে। তিনি বলেন, খবর পাওয়ার পর আজকেই একটি পাঁচ সদস্যের মেডিকেল টিম ওই গ্রামে পাঠিয়েছি। এলাকাটি যেহেতু খুবই দুর্গম তাই সেখানে পৌঁছাতেও বেশ সময়ের প্রয়োজন। পৌঁছানোর পর আক্রান্তদের কেস স্টাডির পর বিস্তারিত জানতে পারবো।
২০ মার্চ ২০২৪, ২২:০১

আড়াই মাসে ডেঙ্গুতে ২০ মৃত্যু, পরিস্থিতি আরও খারাপের শঙ্কা
দেশের ইতিহাসে গত বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছিল। কিন্তু চলতি বছর ডেঙ্গুর ‘পিক সিজন’ আসার আগেই গত আড়াই মাসে ২০ জনের মৃত্যু হয়েছে। এ অবস্থায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের ১৯ তারিখ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৫০০ ছাড়িয়েছে। এরমধ্যে এই সময়ে মারা গেছেন ২০ জন। এরমধ্যে নয়জন পুরুষ এবং ১১ জন নারী। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক মীরজাদী সেব্রিনা বলেন, ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৮৪৯ জনের মৃত্যু হয়েছিল। কিন্তু শুধু গত বছরই ডেঙ্গুতে ১ হাজার ৭০৫ জন মারা গেছেন। চলতি বছরের প্রথম আড়াই মাসে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা গত বছরের একই সময়ের চেয়ে বেশি।  তিনি আরও বলেন, মশা নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ নেওয়া না হলে চলতি বছর ডেঙ্গুর প্রাদুর্ভাব গত বছরের চেয়ে বেশি হওয়ার আশঙ্কা আছে। এদিকে, ডেঙ্গু ও চিকুনগুনিয়া নির্মূলে করণীয় বিষয়াদি নিয়ে মঙ্গলবার (১৯ মার্চ) ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে বৈঠক করেছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, সরকারের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। নাগরিকদের মশা নিধনে সক্রিয় হতে হবে। এ সময় ডেঙ্গু রোগীদের যথাযথ ও সময়মতো চিকিৎসাসেবা দিতে দেশের সব হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, গত বছর যেভাবে ডেঙ্গুর বিস্তার ছিল এতেই বোঝা যায়, এবার আগে থেকেই সতর্ক না হয়ে কোনো উপায় নেই।  বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার-প্রচারণা চালাতে হবে। একই সঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে। কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেনতনা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে। উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। এরমধ্যে মারা গেছেন এক হাজার ৭০৫ জন।
২০ মার্চ ২০২৪, ১৮:০৭

মঙ্গল-বুধবার আড়াই ঘণ্টা করে বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের পাক্কা রাস্তার মাথা এলাকায় মঙ্গলবার ও পরদিন বুধবার (১৩ ও ১৪ ফেব্রুয়ারি) ভোর পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত আড়াই ঘণ্টা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ থাকবে। ইউটার্ন নির্মাণের কাজ ও গ্যান্ট্রি স্থানান্তরের জন্য দু’দিনে মিলে ৫ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।  সোমবার (১২ ফেব্রুয়ারি) সড়ক ও জনপথ চট্টগ্রাম বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্মাণাধীন ইউটার্নের কাজ ও গ্যান্ট্রি স্থানান্তরের সময় যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে মহাসড়কটি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এজন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠানো হয়েছে। দু’দিন নির্দিষ্ট ওই সময়ে সাময়িক ভোগান্তির জন্য জনসাধারণ ও যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্রনাথ বলেন, ইউটার্ন নির্মাণ ও গ্যান্ট্রি স্থানান্তরের জন্য আড়াই ঘণ্টা করে দু’দিনে ৫ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রাখা হবে। তবে সময় যেন বেশি না লাগে, সেজন্য লোকবল বাড়িয়ে দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে।
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২১

স্ত্রীকে হত্যার আড়াই মাস পর স্বামী গ্রেপ্তার 
গাজীপুরের শ্রীপুরে স্ত্রী রিপাকে (২০) শ্বাসরোধ করে হত্যার ঘটনায় পলাতক আসামি স্বামী মনিরুল ইসলামকে (৩০) আড়াই মাস পর সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১ এর সদস্যরা।  বুধবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চালা এলাকা থেকে গ্রেপ্তার করে। র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পারভেজ রানা বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।   গ্রেপ্তার মনিরুল ইসলাম সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আবু বাহার সরকারের ছেলে। সে তার স্ত্রীকে গেল বছরের ৮ নভেম্বর দিবাগত রাতের কোনো এক সময় শ্বাসরোধ করে হত্যার পর বাইরে থেকে ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। নিহত রিপা আক্তার (২০) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কানিয়াকান্দি গ্রামের মনির হোসেনের স্ত্রী। সে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকার জনৈক বৃষ্টি আক্তারের বাড়িতে ভাড়া নিয়েথেকে স্থানীয় গোল্ডেন পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করতেন। সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পারভেজ রানা জানান, হত্যার আগেরদিন সকালে স্থানীয়রা স্বামী-স্ত্রী দুজনকে একসঙ্গে দেখতে পায়। পাশের ঘরের ভাড়াটিয়া জেসমিন আক্তার তাদের ঘরে দেখে কারখানায় চলে যায়। ওনদিন দুপুরে জেসমিন রিপাকে ফোন করলে তার ফোন বন্ধ পায়। কারখানা থেকে রাত সাড়ে ৮টায় বাসায় এসে বাইরে থেকে ঘর তালাবদ্ধ দেখতে পায় জেসমিন। দরজার নিচ দিয়ে লাশ দেখে ডাকাডাকি শুরু করলে স্থানীয়রা ৯৯৯ ফোন দিলে পুলিশ তালাবদ্ধ ঘরের খাটের ওপর থেকে পোশাক শ্রমিক রিপা আক্তারের লাশ উদ্ধার করে।  এ ঘটনায় ভিকটিমের মা রুবি খাতুন (৫৫) বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা (মামলা নং-০৬) দায়ের করেন। পরবর্তীতে র‌্যাব-১ এবং র‌্যাব-১২ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আসামি ভিকটিমের স্বামী মনিরুল ইসলামকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে ছায়া তদন্ত শুরু করে। পরে বুধবার  দিবাগত রাত সাড়ে ১২ টায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চালা এলাকা থেকে ঘাতক মনিরুল ইসলামকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে  গ্রেপ্তার আসামি মনিরুল ইসলাম র‌্যাবের কাছে স্বীকার করেছে সে তার স্ত্রী রিপাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, গ্রেপ্তার মনিরুল ইসলামকে শুক্রবার গাজীপুর আদালতে পাঠানো হবে।
১৮ জানুয়ারি ২০২৪, ২০:৫৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়