• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
মুন্সীগঞ্জ পৌরসভার প্রথম নারী মেয়র আফরিন
মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র পদের উপনির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন চৌধুরী ফাহরিয়া আফরিন।  শনিবার (৯ মার্চ) বিকেলে শহরের জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ বশির আহমেদ। তিনি জানান, পৌরসভার ৯টি ওয়ার্ডের ২৫টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হয়। পৌরসভাটিতে মোট ভোটার ৫৭ হাজার ৯৬২ জন। এই নির্বাচনে ৯ জন ম্যাজিস্ট্রেট, তিন প্লাটুন বিজিবি এবং র‌্যাব, পুলিশ ও আনসারসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী মাঠে ছিলেন। ইভিএম পদ্ধতিতে স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। চৌধুরী ফাহরিয়া আফরিন জগ প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৯৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহতাব উদ্দিন কল্লোল নারকেলগাছ প্রতীকে পান ৬১০ ভোট।  এর আগে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। ২৫টি ভোটকেন্দ্রে ১৫৭টি বুথে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। উল্লেখ্য, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব পদত্যাগ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন এবং বিজয়ী হন। সেই শূন্য পদের উপনির্বাচনে জয়ী হলেন তার স্ত্রী চৌধুরী ফাহরিয়া আফরিন।
০৯ মার্চ ২০২৪, ২৩:৪১

এসআরএফবির সভাপতি ফারুক খান, সম্পাদক আফরিন জাহান 
শিপিং রিপোর্টার্স ফোরাম বাংলাদেশ এর ২০২৪-২০২৫ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কণ্ঠের সম্পাদক ফারুক খান। এছাড়া বাংলাদেশ টেলিভিশনের আফরিন জাহান পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।  মঙ্গলবার (৫ মার্চ) রাজধানীর সেগুনবাগিচা এলাকার একটি রেস্টুরেন্টে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে বার্ষিক সাধারণ সভায় বিগত দুই বছরের আয়-ব্যয়সহ যাবতীয় প্রতিবেদন উপস্থাপন করা হয়।  সংগঠনের সাধারণ সম্পাদক আফরিন জাহানের সঞ্চালনায় সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি কাজী জেবেল। এসময় অর্থ সম্পাদক শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক আফরিন জাহান নিজ নিজ প্রতিবেদন উপস্থাপণ করলে কণ্ঠ ভোটে তা পাস হয়। এজিএমে সংগঠনের সদস্যরা তাদের মতামত তুলে ধরেন।  পরে প্রধান নির্বাচন কমিশন মোস্তফা কাজলের (বাংলাদেশ প্রতিদিন) নেতৃত্বাধীন নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করেন। কমিশনের অন্য দুই সদস্য হলেন শফিকুল ইসলাম (বাংলা ট্রিবিউন) ও কামাল হোসেন তালুকদার (বিডি নিউজ)।  নতুন এ কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি:   হাবিবুর রহমান (একাত্তর টেলিভিশন) যুগ্ম সাধারণ সম্পাদক: শফিকুল ইসলাম সবুজ (চ্যানেল টোয়েন্টিফোর), অর্থ সম্পাদক: শামছুল ইসলাম (নয়াদিগন্ত, পুন:নির্বাচিত) সাংগঠনিক সম্পাদক: মাহমুদ রাকিব (এখন টেলিভিশন) দফতর সম্পাদক: ফয়সাল আহমেদ (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড) ও প্রচার ও প্রকাশনা সম্পাদক: মেসবাহ উল্লাহ শিমুল (ভয়েস সেভেন নিউজ)। এছাড়া নির্বাহী সদস্য: কাজী জেবেল সংবিধান অনুযায়ি (বিদায় সভাপতি), রাশেদ আলী ( একুশে টেলিভিশন) আশীষ কুমার সেন (দৈনিক জনতা) রতন চন্দ্র বালো (আমার বার্তা) ও নির্বাহী কমিটি (একজন কো-আপ্ট করবেন)।
০৫ মার্চ ২০২৪, ১৮:১৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়