• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
নিখোঁজের ২ দিন পর স্কুলছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁও সদর উপজেলার মাদরাসা পাড়া থেকে নিখোঁজের দু’দিন পর বাড়ির পাশের গলি থেকে নিবিড় শেখ (১৩) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিবিড় ঠাকুরগাঁও পৌরসভার ১নং ওয়ার্ডের মাদরাসা পাড়া এলাকার বাসিন্দা ও পৌর শহরের ওমান প্রবাসী আব্দুস সালাম বাবলুর ছেলে। সে সালান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে পুলিশ। আটককৃত আলিফ এলাকার শিপন আলীর ছেলে ও লিখন একই এলাকার ফজর আলীর ছেলে। শনিবার (২০ এপ্রিল) সকালে বাড়ির পাশের গলিতে নিবিড়ের মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।  পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বাড়ি থেকে খেলতে বের হয়ে আর বাড়িতে ফেরেনি নিবিড়। এ নিয়ে সদর থানায় জিডি, মাইকিং ও ইন্টারনেটে ব্যাপক প্রচার এবং খোঁজ করা হলেও তার সন্ধান মেলেনি। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত ওসি মো. ফিরোজ ওয়াহিদ জানায়, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে বিস্তারিত জানানো হবে।
২০ এপ্রিল ২০২৪, ২২:৪৬

ভিসা প্রত্যাখ্যাত, বিশ্ববিদ্যালয় ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার
রাজধানীতে জহিরুল ইসলাম হিরু নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে মিরপুর-১২ নম্বরের ১৪ নম্বর সড়কের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, নিহত জহিরুল ইসলাম হিরু ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে একা বসবাস করছিলেন তিনি। ইউরোপের দেশে উচ্চশিক্ষার জন্য বেশ কয়েকবার কানাডা যাওয়ার চেষ্টা করেন হিরু। তবে বারবার ভিসা প্রত্যাখ্যাত হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি। এদিন রাতে ফ্লাট থেকে পচা গন্ধ পেয়ে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্থানীয়রা। পরে ওই ফ্লাট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি জহিরুল হতাশাগ্রস্ত ছিলেন। আমাদের ধারণা তিনি আত্মহত্যা করেছেন। তবে তদন্ত ছাড়া প্রকৃত কারণ জানা যাবে না। তার মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
১৫ মার্চ ২০২৪, ১৯:১৩

বালুর নিচ থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
টাঙ্গাইল কালিহাতীতে বালুর নিচে পুঁতে রাখা অবস্থায় অজ্ঞাত যুবকের (২৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার (১১ মার্চ) দুপুরে উপজেলার সল্লা ইউনিয়নের মীরহামজানি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী থানার এসআই মনির হোসেন। তিনি জানান, উপজেলার মীরহামজানি এলাকায় স্থানীয় লোকজন বালুর নিচে চাপা দেওয়া অবস্থায় অজ্ঞাত যুবকের মাথা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ওই মরদেহটি উদ্ধার করে।  তিনি আরও জানান, পরে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, প্রায় ৬-৭ দিন আগে ওই যুবককে হত্যা করে বালু চাপা দিয়ে রাখে দুর্বৃত্তরা।
১১ মার্চ ২০২৪, ১৭:২৪

সারিয়াকান্দিতে নিখোঁজ স্কুল শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
বগুড়া সারিয়াকান্দিতে নাছিম মিয়া (১৪) নামে একজন নিখোঁজ শিক্ষার্থীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার (৪ মার্চ) রাত ১০টায় গাবতলি উপজেলার নেপালতলী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামে তারই মামাতো ভাইয়ের গোয়ালঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  নাছিম সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের ওয়াজেল মিয়ার ছেলে এবং তিনি ফুলবাড়ী গমির উদ্দিন বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র।  জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি রোববার শবে বরাতের দিন এশার নামাজের পর নাছিম মোবাইল ফোন নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি বাড়িতে ফিরে আসেননি। তারপর নাছিমকে আর কোথাও খুঁজে না পেয়ে এ বিষয়ে নাছিমের বাবা ওয়াজেল গত ২৬ ফেব্রুয়ারি সোমবার সারিয়াকান্দি থানায় একটি হারানো ডায়েরি করেন। এ ঘটনায় গত রোববার সারিয়াকান্দি থানার পুলিশ বিকাশের দোকান থেকে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, নাছিমকে হত্যা করা হয়েছে। আটক অপহরণকারীর তথ্যানুযায়ী, সোমবার রাত ১০টার দিকে নাছিমের মামাতো ভাই এনামুলের (১৯) বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এনামুল গাবতলি উপজেলার নেপালতলী ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে। তিনি সারিয়াকান্দি সিনিয়র ফাজিল মাদরাসায় আলিম শ্রেণির ছাত্র। অভিযান পরিচালনা করে এনামুলের বসতবাড়ির একটি গোয়ালঘরে মাটি খুঁড়ে হাত পা বাঁধা অবস্থায় একটি বস্তার ভেতর নাছিমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।  এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলার সহকারী পুলিশ সুপার গাবতলি সার্কেল নিয়াজ মেহেদী, সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম প্রমুখ। পুলিশের বরাতে জানা যায়, অপহরণের পর একটি মোবাইল ফোনে নাছিমের বাবার নিকট থেকে ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারী। পরে নাছিমের বাবা ২০ হাজার টাকা বিকাশে মুক্তিপণ পাঠিয়ে দেন। মুক্তিপণের ওই ২০ হাজার টাকা তুলতে গিয়ে পুলিশের কাছে হাতেনাতে ধরা পরে অপহরণকারী। অপহরণকারীর নাম ঠিকানা পুলিশ পরে প্রকাশ করবে বলে জানিয়েছেন সারিয়াকান্দি থানার পুলিশ। এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (গাবতলি সার্কেল) নিয়াজ মেহেদী বলেন, নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধারের ঘটনায় একটি ব্রিফিং করা হবে। ব্রিফিংয়ে সবকিছু প্রকাশ করা হবে।
০৪ মার্চ ২০২৪, ২৩:৫০

পুকুরে ভাসছিল অর্ধগলিত মরদেহ, গন্ধ পেয়ে উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুর থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে আখাউড়া থানা পুলিশ।  শুক্রবার (৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার দেবগ্রাম এলাকার দাগন খানের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে এলাকার কয়েকজন গন্ধ পায়। অনেক খোঁজাখুঁজির পর দাগন খানের পুকুরে ভাসমান মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তার আনুমানিক বয়স ৬০ বছর। তার পরনে গেঞ্জি, শার্ট ও লুঙ্গি ছিল।  আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত মরদেহের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া মর্গে পাঠানো হয়েছে।
০৫ জানুয়ারি ২০২৪, ১৫:০০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়