• ঢাকা শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১
logo
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে কলেজ শিক্ষার্থী ও প্রবাসী একজন নিহত হয়েছেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে কাপাসিয়া-মনোহরদী সড়কের উপজেলার শালদৈ মোল্লাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কাপাসিয়া উপজেলার নরোত্তমপুর গ্রামের শরিফ হোসেনের ছেলে সৌদি প্রবাসী ইমরান হোসেন (২৩) এবং একই গ্রামের প্রতিবেশী আসাদুজ্জামানের ছেলে খিরাটি কারিগরি কলেজের শিক্ষার্থী জহিরুল ইসলাম (২৫)। দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ মিয়া। পুলিশ জানায়, মোটরসাইকেলে করে কাপাসিয়া থেকে বাড়ি ফিরছিলেন ওই দুই যুবক। কাপাসিয়া-মনোহরদী সড়কের সালদৈ মোল্লাবাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলসহ দুই যুবক সড়কে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে একজন কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপরজনকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান। এসআই রাশেদ মিয়া জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করে স্থানীয় আড়াল পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে। আরটিভি/এমএ
১৮ সেপ্টেম্বর ২০২৪, ২২:২৭

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
যশোরের ঝিকরগাঝা ও কেশবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।  বুধবার (১৮ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ। জানা যায়, যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছার পারবাজার এলাকায় ইঞ্জিন চালিত ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ইঞ্জিন চালিত ভ্যান অপু দাস নিহত হন। নিহত অপু ঝিকরগাছার কাউরিয়া গেট এলাকার স্বপন দাসের ছেলে।  অপরদিকে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে যশোর-চুকনগর সড়কের কেশবপুরের আলতাপোল তেইশ মাইল বুজতলা এলাকায় সাতক্ষীরাগামী একটি পরিবহন মোশাররফ হোসেন ও রবিউল ইসলামকে ধাক্কা দিয়ে আহত করে। আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোশাররফ হোসেন মারা যান। মোশাররফ হোসেন উপজেলার আলতাপোল গ্রামের মৃত শের আলি দফাদারের ছেলে।  আরটিভি নিউজ/এমকে
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৬

মির্জাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী হাসপাতালে 
টাঙ্গাইলের মির্জাপু‌রে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিউলি আক্তার (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন চালক স্বামী শরিফুল ইসলাম। পরে তা‌কে উদ্ধার করে কুমু‌দিনী মে‌ডি‌কেল হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়।  মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টার দি‌কে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের মির্জাপুর ক‌্যা‌ডেট ক‌লে‌জের সাম‌নে এ দুর্ঘটনা ঘ‌টে। শিউলি আক্তার মির্জাপু‌রে স্কয়ার ফার্মা‌সিউটিক‌্যাল লি‌মি‌ডে‌টের প্রোডাকশন বিভা‌গের সহকা‌রী টিম লিডার হি‌সেবে কর্মরত ছিলেন। আর স্বামী শ‌রিফুল ওই কোম্পানির ইঞ্জি‌নিয়ারিং বিভা‌গের সি‌নিয়র সহকা‌রী ফিটটার হি‌সে‌বে কর্মরত। মির্জাপুর থানার উপপ‌রিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বলেন, ‘রা‌তে তারা স্বামী-স্ত্রী কর্মস্থল থে‌কে মোটরসাইকেলে করে বাসায় যা‌চ্ছি‌লেন। এ সময় মহাসড়‌কের মির্জাপুর ক‌্যা‌ডেট ক‌লে‌জের সাম‌নে অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেল‌টি‌কে ধাক্কা দি‌লে ঘটনাস্থ‌লেই শিউলি আক্তার মারা যান। এতে গুরুতর আহত হন তার স্বামী। তা‌কে উদ্ধার ক‌রে কুমুদিনী হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।’   আরটিভি/এমকে/এআর
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:১২

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা ও অটোরিকশা চালক নিহত
গাজীপুরের কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকা এবং গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহত শিক্ষিকার স্বামী।  মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় কাপাসিয়ার চরমার্তা মসজিদ সংলগ্ন স্থানে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে শিক্ষিকা এবং বাসের সঙ্গে ধাক্কায় চালক নিহত হন। নিহত সিদ্দিকা বেগম কাপাসিয়া উপজেলার মৌশাধামনা গ্রামের আতাউর রহমানের স্ত্রী। তিনি কাপাসিয়া উপজেলার কাজাহাজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। কাপাসিয়ার উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম বলেন, মঙ্গলবার সকালে গাজীপুরের বাসা থেকে প্রধান শিক্ষিকা সিদ্দিকা বেগম তার স্বামী মোটরসাইকেলে করে কাপাসিয়ার কাজাহাজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। গাজীপুর-কাপাসিয়া সড়কের চরমার্তা এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি মোটরসাইকেলই সড়কে পড়ে গেলে ঘটনাস্থলে শিক্ষিকা সিদ্দিকা বেগম নিহত হন। এ সময় শিক্ষিকার স্বামী আতাউর রহমানসহ (৬০) আরও তিনজন গুরুতর আহত হন। শিক্ষিকার স্বামীর অবস্থাও আশঙ্কাজনক। গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ আবুল ফজল বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত প্রধান শিক্ষিকার মরদেহ হাসপাতালে আনা হয়েছে। গুরুতর আহত আরও দুজনকে আশঙ্কাজন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অপরদিকে একইদিন সকাল ৮টার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানার চৌধুরী বাড়ি এলাকায় ঢাকা-ময়মসিংহ মহাসড়কে বাসের সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশা চালক হারুন-অর রশিদ নিহত হয়েছেন। নিহত হারুন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ মরুয়াদহ গ্রামের সাহেব উদ্দিনের ছেলে। সে গাজীপুর মহানগরীর গাছা থানার হারিকেন এলাকার রত্না খাতুনের বাড়ির ভাড়াটিয়া। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভোগড়া থেকে চান্দনা চৌরাস্তা যাওয়ার পথে বাসের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই অটোরিকশা চালক হারুন নিহত হন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে নিহত অটোরিকশা চালক হারুন-অর রশিদের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরটিভি/এমকে
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩১

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত
নারায়ণগঞ্জের বন্দরে সড়ক দুর্ঘটনায় তাহসিন নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তানিম নামে একজন। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাঙ্গাল নামক এলাকায় রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে। আহত তানিম জানান, তারা মোটরসাইকেলযোগে ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছিলেন। বন্দর উপজেলার জাঙ্গাল এলাকায় ইউটার্ন নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান তাহসিন। বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। আরটিভি/এফএ
১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৯

চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ নিহত ২
হবিগঞ্জের চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ দুজন নিহত হয়েছেন।  শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টায় উপজেলার চন্ডিছড়া চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায়। নিহতরা হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা গ্রামের মৌলদ মিয়ার ছেলে ও শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজ সরকার এবং একই উপজেলার তালুগড়াই গ্রামের হাজী কিম্মত আলীর ছেলে মোস্তাফিজুর রহমান। এ বিষয়ে ওসি হিল্লোল রায় বলেন, ‘হাফিজ ও মোস্তাফিজুর মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন। বাড়ি ফেরার পথে চন্ডিছড়া চা বাগানে মাজারের আগে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।’
১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৭

মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় তাইয়ান আহমেদ ফাহাদ (৩০) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ২জন।  শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে রাধিকা-নবীনগর সড়কের ব্রাহ্মণহাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত ফাহাদ জেলার বাঞ্ছারামপুর উপজেলার পৌর এলাকার হুমায়ুন কবিরের ছেলে ও উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব লিটন সরকার (৩০) ও সদর ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান (৪০) আহত হয়েছেন। হাসপাতাল ও দলীয় নেতাকর্মীরা জানান, বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়ার একটি সভায় অংশ নেওয়ার জন্য ওই দুই ছাত্রদল নেতাসহ চারজন দুটি মোটরসাইকেলযোগে কসবায় যাচ্ছিলেন। পথিমধ্যে ব্রাহ্মণহাতা এলাকায় পৌঁছালে একটি বেপরোয়া অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাইয়ানকে মৃত ঘোষণা করেন। বাকি দু্ইজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।  ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে। অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  আরটিভি/আইএম/এআর
১৪ সেপ্টেম্বর ২০২৪, ২২:০৬

সড়ক দুর্ঘটনায় মাদরাসাছাত্রীর মৃত্যু
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার বটতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় ফারজানা জান্নাত মুনতাহা (৮) নামের এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রিকশা থেকে ছিটকে পড়ার পর কেমিক্যাল পরিবহনে ব্যবহৃত ট্যাংকারের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়। এরপর মরদেহ পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। পরে ময়নাতদন্ত শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ফারজানা জান্নাত মুনতাহা বায়েজিদ বোস্তামী থানাধীন মাইজপাড়া এলাকার আবুল হাসেমের মেয়ে। সিএমপির সহকারী কমিশনার (পাঁচলাইশ) বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার জন্য দায়ী কেমিক্যাল পরিবহনের ট্যাংকার জব্দ করা হয়েছে। চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আরটিভি/ এফএ
১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৮

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় শ্বশুর-জামাই নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ মহাসড়কের লেন পরিবর্তনের সময় হঠাৎ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী জাহিদুল ইসলাম ও তার জামাই শামীম মণ্ডল নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বকচর এলাকার ফায়ার সার্ভিস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম। নিহত জাহিদুল ইসলাম (৪০) উপজেলার গোবিন্দনগর গ্রামের রমজান আলীর ছেলে। এছাড়া তার জামাই শামীম মণ্ডলের (২৫) বাড়ি পাশ্ববর্তী কোমরপুর গ্রামে। স্থানীয়রা জানান, রাতে জাহিদুল ইসলাম তার জামাই শামীমকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালিয়ে বগুড়া থেকে গোবিন্দগঞ্জে আসছিলেন। পথে বকচর এলাকায় পৌঁছালে মহাসড়কের লেন পরিবর্তনের সময় হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মোটরসাইকেলসহ দুজনেই মহাসড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর হন। পরে দুর্ঘটনার বিষয়টি তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে অবহিত করলে তাদের একটি টিম আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি শরিফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
০৬ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫৫

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪
কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার বাতিসা নানাকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন নিশ্চিত করেছেন। তিনি জানান, চৌদ্দগ্রামের বাতিসা নানাকরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা লেনে একটি পিকআপভ্যান দাঁড়িয়ে ছিল। ভোরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই পিকআপভ্যানের পেছনে ধাক্কা দেয়। এ সময় ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস গিয়ে ওই মাইক্রোবাসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়