• ঢাকা শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
logo

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৭
বন্দর থানা
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে সড়ক দুর্ঘটনায় তাহসিন নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তানিম নামে একজন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাঙ্গাল নামক এলাকায় রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে।

আহত তানিম জানান, তারা মোটরসাইকেলযোগে ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছিলেন। বন্দর উপজেলার জাঙ্গাল এলাকায় ইউটার্ন নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান তাহসিন।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারায়ণগঞ্জে স্ত্রী হত্যায় যুবকের মৃত্যুদণ্ড
ত্বকী হত্যা মামলার আরও এক আসামি গ্রেপ্তার
ফতুল্লায় বহুতল ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিক নিহত
রিমান্ড শেষে কারাগারে গোলাম দস্তগীর গাজী