• ঢাকা শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১
logo
চাঁপাইনবাবগঞ্জে যুবদল-স্বেচ্ছাসেবক দলের ২ নেতাকে কুপিয়ে জখম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ২ নেতাকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার কালুপুর পাগলা সেতু সংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। আহতরা হলেন, শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর মহল্লার নজরুল ইসলামের ছেলে দিপু (৩৫) ও একই এলাকার হাউশ আলীর ছেলে সুবেল (৩০)। দিপু পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি ও সুবেল একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি।  আহতদের দলীয় পরিচয় নিশ্চিত করেছেন শিবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা শহিদুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে করে দুর্লভপুর বাজার থেকে শিবগঞ্জ বাজারে ফিরছিলেন দিপু ও সুবেল। পথে কালুপুর পাগলা সেতু এলাকায় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তাদের মারাত্মকভাবে কুপিয়ে জখম করে। তাদের পা ও হাতে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রবিউল ইসলাম বলেন, আহত দুজনের অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। শিবগঞ্জ থানার পরিদর্শক সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, কালুপুর পাগলা সেতু এলাকায় দুজনকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করেছে বলে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৮

মিরসরাইয়ে ত্রাণ বিতরণের সময় শিক্ষার্থীকে পিটিয়ে জখম
চট্টগ্রামের মিরসরাইয়ে ত্রাণ বিতরণের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আবদুল্লাহ আল তাহসিব নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে।  শুক্রবার (৩০ আগস্ট) সকালে বারইয়ারহাট পৌর বাজারে এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ফাহিম হোসেন। আহত আবদুল্লাহ আল তাহসিবের বাড়ি মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় গ্রামে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র।  এ বিষয়ে সহ-সমন্বয়ক ফাহিম হোসেন বলেন, ‘বন্যার্তদের ত্রাণ বিতরণের উদ্দেশে তাহসিব নিজ উপজেলা মিরসরাইয়ে আসেন। সকালে তিনিসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী উপজেলার ধুম ইউনিয়নে ত্রাণ বিতরণের উদ্দেশে পৌর সদরে জড়ো হন। এ সময় বারইয়ারহাট বাজারের মো. নাছির উদ্দিন নামের এক দোকানি কয়েকজনকে নিয়ে তাহসিবের ওপর হামলা করেন। এ সময় তাহসিবের মাথায় জখম হয়। আহত অবস্থায় তাহসিবকে উদ্ধার করে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’ ফাহিম হোসেন আরও বলেন, ‘২৫ আগস্ট ধুম ইউনিয়নে ত্রাণ বিতরণ করার সময় নাছির বাধা দিয়েছিলেন। নাছির বলেছিলেন, বণ্টনের জন্য ত্রাণসামগ্রী যাতে তাকে দেওয়া হয়। নাছিরের কথা না শুনে নিজেদের উদ্যোগে ত্রাণ বিতরণ করায় নাছির ক্ষিপ্ত ছিলেন। এর জেরে তাহসিবের ওপর হামলা হয়েছে।’ অভিযোগের বিষয়ে জানতে চেয়ে অভিযুক্ত মো. নাছির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) কানন সরকার বলেন, ‘হামলার ঘটনা শুনেছি। তবে এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
৩০ আগস্ট ২০২৪, ২৩:৫০

মসজিদে ঢুকে মুয়াজ্জিনকে কুপিয়ে জখম
চাঁদপুরের হাইমচর উপজেলায় মসজিদে ঢুকে মুয়াজ্জিন কুপিয়ে জখম করছে দুর্বৃত্তরা।  বৃহস্পতিবার (১ আগস্ট) ভোরে উপজেলার পূর্বচর কৃষ্ণপুর গ্রামের আখন বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে। জানা গেছে, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার মসজিদের মোয়াজ্জেন সোলাইমান আখন (৫৫) ফজর নামাজের আজান শেষ করে সুন্নত নামাজ আদায় করার সময় সেজদায় থাকা অবস্থায় পেছন থেকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কিছুক্ষণ পরে এক মুসল্লি মসজিদে এসে মুয়াজ্জিনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মো. মাসুদ জানান, ভোরবেলা কয়েকজন লোক একজন বৃদ্ধ লোককে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। লোকটিকে পেছন থেকে কোপানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চাঁদপুর সদর হাসপাতালে রেফার্ড করি। সেখান থেকেও তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. বোরহান উদ্দিন জানান, মসজিদের মুয়াজ্জিন সোলাইমান আখন প্রতিদিনের মতো আজও ফজর নামাজের আজান শেষ করে সুন্নত নামাজে দাঁড়ান। নামাজে সেজদায় অবস্থায় দুর্বৃত্তরা পিছন থেকে কুপিয়ে তাকে জখম করে চলে যায়।  আজানের ১৫ মিনিট পরে তিনি মসজিদে এসে দেখেন স্থানীয় মুসল্লিরা মুয়াজ্জিনকে হাসপাতালে নিয়ে যান। মুয়াজ্জিনের ছেলে সজীব হোসেন বলেন, আমার চাচা সিরাজ আখন ও গনি আখনের সাথে জমিসংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছে। গত মাসে আমার চাচারা বাবাকে হত্যা করার হুমকি দেন। তারাই আজ আমার বাবাকে একা পেয়ে মসজিদে ঢুকে হত্যার জন্য কুপিয়ে জখম করেছে। আমার বাবাকে তারা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আমি আমার চাচাদের বিচার চাই। হাইমচর থানা অফিসার ইনচার্জ মো. ইয়াসিন জানান, রাতের অন্ধকারে মসজিদে ঢুকে পেছন থেকে কুপানো হয়েছে মুয়াজ্জিনকে। কয়জন ছিল বা কে কুপিয়েছে তিনি শনাক্ত করতে পারেন নি। তবে তিনি ৪ জনকে সন্দেহ করছেন। এ বিষয়ে ভিকটিমের লোকজন অভিযোগ দিতে থানায় এসেছে। আমরা অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
০১ আগস্ট ২০২৪, ২৩:৩৬

বাড়িতে ঢুকে গৃহবধূকে হত্যা, মেয়েকে জখম
যশোরের ঝিকরগাছায় গভীর রাতে রান্নাঘরের জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে ফেরদৌসী খাতুন (৪০) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।  শনিবার (১৩ জুলাই) রাত পৌনে ৩টার দিকে উপজেলার নোয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় তার মেয়ে জান্নাতি খাতুনকেও (১২) ছুরিকাঘাতে আহত করে দুর্বৃত্তরা। নিহত ফেরদৌসী খাতুন নোয়ালী গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী। আলতাফ হোসেন একজন প্রবাসী, তিনি স্পেনে থাকেন। স্থানীয় বাসিন্দাদের ধারণা, চোরেরা রান্নাঘরের গ্রিল কেটে চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকতে পারে। চুরি করার বিষয়টি ফেরদৌসী খাতুন টের পেয়ে যাওয়ায় তার বাঁ কানের পাশে, ডান হাতের আঙুলে ও বুকের বাম পাশে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় তার মেয়ে জান্নাতি খাতুনকেও ছুরিকাঘাত করা হয়। আহত জান্নাতি তাদের পাশের বাসায় থাকা চাচা মিজানুর রহমান মিন্টু ও চাচি নিলুফা খাতুনকে জানায়। তারা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ঘরে ঢুকে দেখেন ফেরদৌসী খাতুন ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে আছেন। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী ওই নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। একই সঙ্গে তার মেয়েকেও ছুরিকাঘাতে আহত করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড, সেটি আমরা তদন্ত করছি। আসামি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
১৪ জুলাই ২০২৪, ১৪:০৬

সমাবেশে হামলা, নাটোর জেলা বিএনপির আহ্বায়ককে কুপিয়ে জখম
নাটোরে বিএনপির সমাবেশ চলাকালে দুর্বৃত্তদের হামলায় জেলা বিএনপির আহ্বায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চুকে কুপিয়ে জখম করা হয়েছে। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ৭ নেতাকর্মী আহত হয়েছেন। বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।  আহতদের মধ্যে আরও রয়েছেন জেলা শ্রমিকদলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাব্বির হোসেন চপল, পৌর বিএনপির ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিপলু।  ঘটনার বর্ণনা দিয়ে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল সাড়ে ৯টায় নাটোরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে আগত নেতাকর্মীদের ওপর অতর্কিতে হামলা চালিয়েছে আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্যের অনুসারীরা। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু শহরের ফৌজদারী পাড়ার বাসা থেকে বিএনপি অফিসে আসার সময় নাটোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় কুপিয়ে ও পিটিয়ে আহত করে রাস্তার কাঁদা মাটির মধ্যে তাকে ফেলে রাখে। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  তিনি আরও বলেন, অনুষ্ঠানে আসার পথে জেলা শ্রমিকদলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাব্বির হোসেন চপলকে মারপিট করা হয়েছে। পরে বেলা ১০টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করে বিএনপি। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বক্তব্য শুরু করলে পুনরায় সমাবেশে হামলা করা হয়। হামলায় বুলবুলসহ আরও কয়েকজন এ সময় আহত হয়। এ ছাড়া সমাবেশে যোগ দিতে আসা অরও অনেক নেতাকর্মীকে শহরের বিভিন্ন স্থানে হামলা করে মারপিট করা হয়েছে।  রহিম নেওয়াজ বলেন, যারা হামলা করছে তারা চিহ্নিত সন্ত্রাসী। একের পর এক হামলার পরেও কোনো ব্যবস্থা না নেওয়ায় সন্ত্রাসীরা নতুন করে হামলা করার সাহস পাচ্ছে।  এ সময় পুলিশ নির্লিপ্ত থাকারও অভিযোগ করেন জেলা বিএনপির জ্যেষ্ঠ এ নেতা। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, ‘আমি এই হামলার বিষয়ে কিছু জানি না।’ জানতে চাইলে নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ‘বিএনপির পূর্বনির্ধারিত একটি কর্মসূচি ছিল। কর্মসূচিতে যোগ দিতে আসার পথে বিএনপি নেতা শহীদুল ইসলাম বাচ্চুসহ তিনজনের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে জানতে পেরেছি। কারা হামলা চালিয়েছে তা উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে। তবে বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলের আহতের বিষয়টি তার জানা নেই।’  
০৩ জুলাই ২০২৪, ১৩:৩৫

পশুর হাটের টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম
রাজবাড়ীতে কোরবানি উপলক্ষে অস্থায়ী পশুর হাটের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দাদশী ইউনিয়নের চেয়ারম্যান দোলোয়ার হোসেনসহ উভয়পক্ষের অন্তত ৭ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের সিংগা নিজাতপুর বাজার-সংলগ্ন চেয়ারম্যানের বাড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ হামলার বিচার ও হামলাকারিদের গ্রেপ্তারের দাবিতে দাদশী সিংগা বাজার বন্ধ করে স্থানীয় সর্বস্তরের জনগণ ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে চেয়ারমানের বাবা বাদি হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, দাদশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. দেলোয়ার শেখ ও একই ইউনিয়নের ব্যবসায়ী বিএনপি নেতা আকবর খানের সহযোগীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার শেখ, তার ছেলে রুহান শেখ, ভাই হাসান শেখ ও বোন রোজিনা। তারা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়াও ব্যবসায়ী আকবর খানের বড় ভাই লুৎফর খান, ভাতিজা শাহরুখ খান ও শাওন খান গুরুতর আহত অবস্থায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনা সূত্রে জানা যায়, কোরবানি উপলক্ষে অস্থায়ী পশুর হাটের টাকা ভাগাভাগি নিয়ে গত মঙ্গলবার রাত ১০টার দিকে ইউপি চেয়ারম্যান মো. দেলোয়ার শেখ ও ব্যবসায়ী আকবর খানের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে আকবর খান চেয়ারম্যানের বাড়ির সামনে আসলে চেয়ারম্যানের ছোট ভাই হাসান শেখ ধারালো দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। চেয়ারম্যানের ভাই জাকির শেখ বলেন, অস্থায়ী পশুর হাট নিয়ে আকবর খান আমার ভাইকে ফোনে হত্যার হুমকি দেয়। পরে ২০-২৫ জন লোক নিয়ে বাড়িতে এসে হামলা চালায়। এ সময় দেলোয়ার শেখ, তার ছেলে রুহান শেখ, ভাই হাসান শেখ ও বোন রোজিনাকে কুপিয়ে জখম করা হয়। দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার শেখ বলেন, এলাকায় আধিপত্য বিস্তার করার জন্য আকবর খানের নেতৃত্বে কিছু মুখোশধারী সন্ত্রাসী আমার ও আমার পরিবারের ওপর হামলা চালিয়েছে। এতে আমি, আমার কলেজপড়ুয়া ছেলে, আমার ছোট ভাই-বোনসহ ৭-৮ জন আহত হয়। মূলত আকবর খানের ছোট ভাই চেয়ারম্যান নির্বাচন করবে। এলাকায় আধিপত্য বিস্তার করার জন্য আমার ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। আমি এ বিষয়ে থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছি। ব্যবসায়ী আকবর খান বলেন, অস্থায়ী পশুর হাটে রোদের মধ্যে যারা কষ্ট করেছে তাদের টাকা না দিয়ে চেয়ারম্যান একাই সব আত্মসাৎ করে। এই কথা ফোনে চেয়ারম্যানকে বলায় সে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে। পরে আমি বাজারে আসলে তার ভাইসহ ৫০-৬০ জন আমার ওপর হামলা চালায়। এ সময় সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান নাহিদুল ইসলাম রাজু আমাকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসে। এ সময় আমার বড় ভাই লুৎফর খান, ভাতিজা শাহরুখ খান ও শাওন খানকে কুপিয়ে জখম করে তারা। তিনি আরও বলেন, বুধবার (১৯ জুন) সকাল ১০টার পরে আমার ভাবি ছেলে-মেয়ে নিয়ে রাজবাড়ী শহর থেকে গ্রামের বাড়ি আসার পথে চেয়ারম্যানের লোকজন তাদের গাড়িতে হামলা করেছে। রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে দাদশীর চেয়ারম্যানসহ ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যেকের শরীরে জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চেয়ারম্যানসহ ৪ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
২০ জুন ২০২৪, ১৮:০১

বিদ্যালয়ে ঢুকে ৫ শিক্ষার্থীকে কুপিয়ে জখম, নারী আটক
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। বহিরাগত জান্নাতী আক্তার নামের এক নারী হঠাৎ বিদ্যালয়ে ঢুকে শিক্ষার্থীদের ছুরিকাঘাত করে।  মঙ্গলবার (১১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় চলাকালে এ ঘটনা ঘটে।  হাসপাতালে ভর্তি তিন ছাত্রী হলেন, সেতু, মিতু ও রাবেয়া। তারা তিনজনেই ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। ছুরির আঘাতে সেতুর বাম হাত, মিতুর পিঠ ও রাবেয়ার দুই পা ও মাথায় জখম হয়। আহত অপর দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।    এদিকে এ ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত ওই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক নারীর নাম জান্নাতী আকতার (২১)। তিনি সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের আশিক মিয়ার স্ত্রী।  পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বিদ্যালয়ে মেয়েদের ক্লাস চলছিল। ক্লাসের ফাঁকে কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ের বারান্দায় বসে গল্প করছিল। এ সময় হঠাৎ করে এক নারী বিদ্যালয়ে ঢুকে তার হাতে থাকা ধারালো একটি ছুরি দিয়ে শিক্ষার্থীদের আঘাত করতে থাকে। পরে বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীসহ স্থানীয়রা এগিয়ে গেলে ওই নারীকে আটক করা হয়। উপস্থিত অনেকে ওই নারীকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন।  সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত ওই নারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ সময় তার কাছে একটি ধারালো ছুরি জব্দ করা হয়। তবে কী কারণে এমন ঘটনা ঘটিয়েছেন তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
১১ জুন ২০২৪, ১৮:৪৫

বেনাপোলে কাস্টমস কর্মকর্তাকে কুপিয়ে জখম
যশোরের বেনাপোল কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাফিউল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।  শুক্রবার (৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা তার ওপর এ হামলা চালায়। খবর পেয়ে রাফিউলের সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। রাফিউল ইসলাম বর্তমানে বন্দরের কাস্টমস ওয়েইং স্কেলের দায়িত্বে আছেন। তিনি নেত্রকোণা জেলা সদরের মো. কাজিম উদ্দিন ছেলে। বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা আরিফুর রহমান জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রাফিউল বেনাপোলের রঘুনাথপুর সড়কে রিকশাভ্যানে তার এক বন্ধুকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় পেচরবাওড় এলাকায় পৌঁছালে পেছন থেকে দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যান। খবর পেয়ে স্থানীয় লোকজন ও তার সহকর্মীরা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত গণমাধ্যমকে জানান, বেনাপোল কাস্টমস হাউসের একজন সহকারী রাজস্ব কর্মকর্তাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান চলছে।
০৮ জুন ২০২৪, ১২:৪৪

ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম, হেলিকপ্টারে পাঠানো হলো ঢাকায়
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নানকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।  মঙ্গলবার (২৮ মে) সকাল ১০টার দিকে দর্শনা-জীবননগর সড়কে আকন্দবাড়ীয়া আবাসন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, সকালে ব্যক্তিগত কাজে দর্শনায় গিয়েছিলেন আব্দুল হান্নান। সেখান থেকে ফেরার পথে আকন্দবাড়ীয়া আবাসন এলাকায় পৌঁছালে অপর একটি মোটরসাইকেলে থাকা দুজন পেছন থেকে তার পিঠে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এই অবস্থায় মোটরসাইকেল চালিয়ে ইউনিয়ন পরিষদে চলে আসেন তিনি। পরে তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাপলা খাতুন বলেন, রোগীর পিঠের বামপাশে ধারালো অস্ত্রের আঘাতের গভীর ক্ষতচিহ্ন রয়েছে। তার ফুসফুসে ক্ষত সৃষ্টি হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।  খবর পেয়ে আহত ইউপি চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে আসেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর ও পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান বলেন, হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে। তবে, কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।  উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের ১৮ ডিসেম্বর রাত ১০টার দিকে মোটরসাইকেলে বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি।
২৮ মে ২০২৪, ১৮:৪৮

ইউপি সদস্যকে কুপিয়ে জখম করায় তরুণকে পিটিয়ে হত্যা
নোয়াখালীর চাটখিলে এক ইউপি সদস্যকে কুপিয়ে আহত করার ঘটনায় আহাদ আহমেদ ওরফে হাম্বা (২০) নামে এক তরুণকে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।  রোববার (২৬ মে) ভোর রাতে উপজেলার নোয়াখলা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের পশ্চিম নোয়াখলা গ্রামের আকবর পাটোয়ারি বাড়িতে এ ঘটনা ঘটে।   নিহত আহাদ আহমেদ ওরফে হাম্বা উপজেলার নোয়াখলা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের পশ্চিম নোয়াখলা গ্রামের আকবর পাটোয়ারি বাড়ির বাবর হোসেনের ছেলে। হামলার শিকার ওমর ফারুক পাটোয়ারী নোয়াখলা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শক্রতার জেরে ভোর রাতের দিকে নোয়াখলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ওমর ফারুক পাটোয়ারীকে পাঠান বাড়ির বাসায় ঢুকে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে মেম্বারের অনুসারী ও স্থানীয় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত আহাদের বাড়িতে পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে তাকে তার বাড়িতে পিটিয়ে গুরুতর আহত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।     নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মানিক বলেন, আহাদ আগে থেকেই মাদকাসক্ত ও বেপরোয়া ছিল। রোববার ভোর রাতের দিকে সে মেম্বারের ঘরের দরজায় হাত দিয়ে টোকা দেয়। এরপর মেম্বার ফারুক দরজা খুলতেই তাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে এলাকাবাসী আহাদের বাড়িতে গেলে সেখানে সে ছালেহ আহমদ নামে আরও এক ব্যক্তিকে জখম করে। পরবর্তীতে স্থানীয় লোকজন আহাদের বাড়িতে তাকে ধরে বেধড়ক পিটুনি দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত মেম্বারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।     চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
২৬ মে ২০২৪, ১৫:২০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়